Saiful Forhad

Saiful Forhad It is only through travel that a person realizes how small he is compared to the world. Travel for peace. I travel to find the creator. I travel for me.

ছবির মত দেশটা আমার রুপেতে লাবণ্য। Click - Saiful Forhad
24/12/2024

ছবির মত দেশটা আমার রুপেতে লাবণ্য।
Click - Saiful Forhad

19/12/2024

ফরিদপুরের রহস্যময় মথুরাপুর দেউল।
Explore with Saiful Forhad

ইতিহাস
কথিত আছে সংগ্রাম সিং নামক বাংলার এক সেনাপতি এটি নির্মাণ করেছিলেন ৷ ১৬৩৬ সালে ভূষণার বিখ্যাত জমিদার সত্রাজিতের মৃত্যুর পর সংগ্রাম সিংকে এই এলাকার রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয় এবং তৎকালীন শাসকের ছত্রছায়ায় তিনি বেশ ক্ষমতাবান হয়ে ওঠেন ৷ এলাকার রীতি অনুসারে তিনি কাপাস্তি গ্রামের এক বৈদ্য পরিবারের মেয়েকে বিয়ে করেন এবং মথুরাপুর গ্রামে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন ৷ অন্য এক সূত্রমতে, সম্রাট আকবরের বিখ্যাত সেনাপতি মানসিং রাজা প্রতাপাদিত্যের বিরুদ্ধে যুদ্ধজয়ের স্মারক হিসেবে এই দেউল নির্মাণ করেছিলেন ৷ সে অনুযায়ী, মথুরাপুর দেউল একটি বিজয়স্তম্ভ ৷ তবে সূত্রটির সত্যতা নিরুপন সম্ভব হয়নি ৷

ঐতিহাসিক এ-ই দেউলটির অবস্থান বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে ।
দেউলটি ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী বাজার থেকে মধুখালী-রাজবাড়ী ফিডার সড়কের দেড় কিলোমিটার উত্তরে এবং মধুখালী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কে মধুখালী সদর থেকে দুই কিলোমিটার দূরে গাজনা ইউনিয়নে সড়কের পশ্চিম দিকে অবস্থিত, যার বিপরীত দিক দিয়ে বয়ে গেছে চন্দনা নদী।

গিয়ার
DJI MINI 4 PRO
DJI ACTION 5 PRO
REDMI NOTE 10 PRO

16/12/2024

আমাদের নোয়াখালী সরকারি কলেজ।

একটি স্বপ্ন।লোকেশন - চর আলেকজান্ডার ইউনিয়ন, রামগতি লক্ষ্মীপুর।
15/12/2024

একটি স্বপ্ন।

লোকেশন - চর আলেকজান্ডার ইউনিয়ন, রামগতি লক্ষ্মীপুর।

শহীদ ভুলু স্টেডিয়াম। বাংলাদেশের নোয়াখালী জেলার সর্ববৃহৎ স্টেডিয়াম।সাত হাজার আসনের এ স্টেডিয়ামটি ১৯৭৩ সালে জেলার শহীদ...
10/12/2024

শহীদ ভুলু স্টেডিয়াম।
বাংলাদেশের নোয়াখালী জেলার সর্ববৃহৎ স্টেডিয়াম।
সাত হাজার আসনের এ স্টেডিয়ামটি ১৯৭৩ সালে জেলার শহীদ মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন ইস্কান্দার ভুলুর নামে নামকরণ করা হয়।

বর্তমানে স্টেডিয়ামটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল খেলার জন্য ব্যবহৃত হচ্ছে। ২৪ জানুয়ারি,২০১৯ হতে নোফেল স্পোটিং ক্লাব ও টিম বিজেএমসি এই স্টেডিয়ামকে তাদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে।

29/11/2024

মাতৃভূমি অথবা মৃত্যু 🤝

28/11/2024

যে শহর হারিয়ে গেছে কালের বিবর্তে, পানাম নগর |

চারিদিকে নিস্তব্ধতা, মৃত নগরীর পথে দু-একটা মানুষ। মৃত কোলাহল আর অব্যক্ত ইতিহাস যেন জড়িয়ে আছে এ নগরীর প্রতিটি ইটে। পথের দু’ধারে কালের সাক্ষী হয়ে দাড়িয়ে থাকা ধ্বংসপ্রাপ্ত ভবন আর কাঠামোগুলো যেন হারানো জৌলুসের কথা জানান দিচ্ছে। প্রায় ৪৫০ বছর আগে এ নগরী কতটা সমৃদ্ধ ছিলো, তা বারবার ভাবতে বাধ্য করে রাস্তার দু’পাশের দু’তল-ত্রিতল ভবনগুলো। পানাম নগরের পথে হাঁটতে হাঁটতে মনে হতেই পারে, ঈশা খাঁর আমলে আছি। কেমন যেন একটা রহস্য জড়িয়ে আছে জায়গাটিতে। প্রতিটি ধ্বংসস্তুপে যেন জড়িয়ে আছে একেকটা কাহিনী। যদিও ধ্বংসস্তুপ বলছি, তবুও এর আকর্ষণের নেই কমতি। ভবনগুলোর নির্মাণশৈলী দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না।

গিয়ার
Dji Action 5Pro
Redmi note 10 Pro
Dji mini 4Pro

শুভ-বিকেল। ক্লিক - Saiful Forhad
25/11/2024

শুভ-বিকেল।
ক্লিক - Saiful Forhad

BIWTA Park
25/11/2024

BIWTA Park

বৈদ্যেরবাজার মেঘনা ঘাট।  সোনারগাঁও, নারায়নগঞ্জ।Click -  Saiful Forhad
24/11/2024

বৈদ্যেরবাজার মেঘনা ঘাট।
সোনারগাঁও, নারায়নগঞ্জ।
Click - Saiful Forhad

হ্যালো নারায়নগঞ্জ।একজন ট্রাভেলার হিসেবে একটি জেলার মূল পয়েন্টে দাঁড়িয়ে ছবি তোলা অবশ্যই গুরুত্বপূর্ণ বলে মনে করি, কারণ এট...
22/11/2024

হ্যালো নারায়নগঞ্জ।
একজন ট্রাভেলার হিসেবে একটি জেলার মূল পয়েন্টে দাঁড়িয়ে ছবি তোলা অবশ্যই গুরুত্বপূর্ণ বলে মনে করি, কারণ এটা নিজেকে দারুণ আনন্দ দেয়।

দেশের পরিবর্তন হয়েছে ঠিক, কিন্তু আফসোস সংস্কার হয়নি!
ব্যানার ঠিকই আছে, শুধু ছবি গুলি চেইঞ্জ হয়েছে!

আমাদের জেলা আমাদের গর্বের হওয়া উচিৎ।
আমার দেশ, আমার জেলা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমারই দায়িত্ব।

একটা সময় আমাদের একটা সালতানাতে বাঙ্গালা ছিলো।
22/11/2024

একটা সময় আমাদের একটা সালতানাতে বাঙ্গালা ছিলো।

20/11/2024

ফরিদপুরের তেঁতুলতলার বিখ্যাত মিষ্টি।

সাতগম্বুজ মসজিদ, মোহাম্মদ পুর, ঢাকা।
18/11/2024

সাতগম্বুজ মসজিদ, মোহাম্মদ পুর, ঢাকা।

ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট।
17/11/2024

ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট।

এটা পল্লী কবির ছন্দ-গানে ফুল-পাখিদের দেশ।ছবি লোকেশন - পল্লী কবি জসিমউদদীনের বাড়ি। কবি সম্পর্কে দারুণ দারুণ কিছু তথ্য জেন...
15/11/2024

এটা পল্লী কবির ছন্দ-গানে ফুল-পাখিদের দেশ।
ছবি লোকেশন - পল্লী কবি জসিমউদদীনের বাড়ি।

কবি সম্পর্কে দারুণ দারুণ কিছু তথ্য জেনেছি।

কানাইপুর জমিদার বাড়ি, ফরিদপুর।
15/11/2024

কানাইপুর জমিদার বাড়ি, ফরিদপুর।

শুভ সকাল ফরিদপুর।
15/11/2024

শুভ সকাল ফরিদপুর।

Address

Maijdee Court
Maijdee Court

Telephone

+8801735143419

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saiful Forhad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saiful Forhad:

Share

Category