24/06/2025
নোয়াখালী সরকারি কলেজ | Documentary 2025 | ইতিহাসও ঐতিহ্যের নিদর্শন | Noakhali Govt College | NGC
নোয়াখালী সরকারি কলেজ — শুধুই একটি কলেজ নয়, এটি একটি ইতিহাস, একটি আবেগ, একটি প্রজন্মের স্বপ্নের নাম।
এই ডকুমেন্টারি ভিডিওতে আমরা ঘুরে দেখবো নোয়াখালীর এই ঐতিহ্যবাহী কলেজটির পুরনো স্মৃতি, ইতিহাস, সৌন্দর্য আর শিক্ষার পরিক্রমা।
📍 প্রতিষ্ঠা: ১ মার্চ ১৯৬৩
🏛 সরকারিকরণ: ১ মার্চ ১৯৬৮
🎓 অনার্স ও মাস্টার্স: ১৭টি বিষয়ে অনার্স, ১৪টি বিষয়ে মাস্টার্স
🌿 ক্যাম্পাস: ২১ একরের সবুজ ও শান্ত পরিবেশ
📚 ছাত্রছাত্রী: প্রায় ২০,০০০+
আমি নিজেও এই কলেজের একজন শিক্ষার্থী, তাই এই ক্যাম্পাসের প্রতিটি দেয়ালে আমার শৈশব, তারুণ্য আর স্মৃতি লুকিয়ে আছে।
এই ভিডিওটি আমার পক্ষ থেকে একান্ত একটি ভালোবাসা, একান্ত একটি শ্রদ্ধা এই প্রিয় শিক্ষাঙ্গনের প্রতি।
My Gears ➤
Camera : DJI Osmo Action 4
Drone : DJI Mini 4 Pro
Phone : Redmi Note 10 Pro
Mic : DJI Mic Mini 2-Person Compact Wireless Microphone
---
🔔 ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন:
🎥 Explore With Saiful Forhad
📲 আপনার কলেজ স্মৃতি শেয়ার করুন কমেন্টে —
আপনিও কি ছিলেন এই কলেজের ছাত্র বা ছাত্রী? নিচে আপনার স্মৃতির টুকরোটা জানিয়ে দিন ❤️
📤 ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন — যাতে তারাও এই ক্যাম্পাসে ফিরে যেতে পারে।
📸 Follow me for more:
📍 Facebook: Saiful Forhad
📍 Group: Explore With Saiful Forhad
📍 TikTok:
#নোয়াখালীসরকারিকলেজ #শিক্ষাঙ্গন #নোয়াখালী