
08/05/2025
মানুষের জীবনে সবচেয়ে সূক্ষ্ম জিনিস হচ্ছে—বিশ্বাস। এই বিশ্বাস ভেঙে কেউ যদি সাময়িক লাভবান হয়, তাহলে সে কেবল একজনকে নয়, গোটা মানবতাকেই আঘাত করে। অনেকে ভাবে, অন্যের সহজ-সরল মনটাকে কাজে লাগিয়ে, হয়তো একটু এগিয়ে যাওয়া যায়। হয়তো কিছু অর্থ, সুযোগ কিংবা মর্যাদা অর্জন করা যায়। কিন্তু এই অর্জন নিঃসন্দেহে অস্থায়ী, অন্তঃসারশূন্য।
জীবন একটি বিশাল আয়নার প্রতিফলনের মতোই । আপনি যা দিবেন, তা-ই ফিরে আসবে। হয়তো তাৎক্ষণিক নয়, তবে নিঃসন্দেহে সময়মতো। যার হৃদয়ে আপনি আঘাত করেছেন, সে হয়তো চুপ থাকবে, মুচকি হাসবে, চোখের জলে রাত পার করবে। কিন্তু আপনি ভুলে যাবেন না—জীবন কখনো কিছু ভুলে না।
আমরা যখন কাউকে ঠকাই, তখন কেবল তার ওপর অবিচার করি না, নিজের আত্মাকে একটু একটু করে ফাঁকা করে ফেলি। এই শূন্যতা আমাদের অজান্তেই একদিন ভেতরটা গিলে ফেলে—অস্থিরতা, একাকীত্ব আর অপরাধবোধ হয়ে। তখন চারপাশে অনেক কিছু থাকে, কিন্তু শান্তি থাকে না।
অন্যদিকে, যে মানুষটি কষ্ট পায়, অন্যায়ের শিকার হয়, সে সময়ের সঙ্গে ধীরে ধীরে গড়ে তোলে নিজেকে। তার ব্যথা একদিন পরিণত হয় শক্তিতে, আর সেই শক্তি তাকে নিয়ে যায় এমন উচ্চতায়, যেখানে কেউ পৌঁছাতে পারে না শুধু কৌশল দিয়ে।