আমার বাংলাদেশ - My Bangladesh

আমার বাংলাদেশ - My Bangladesh নোয়াখালী প্রাণের শহর Noakhali is the city of life

12/07/2025

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হ-ত্যা | Barguna

দানবের আগমনী বার্তাকি নির্মম আর নির্দয়ভাবে ভাবে জনসম্মুখে হত্যাকাণ্ডমজলুম যেভাবে জালিমে পরিনত হয় এটাই তার প্রামাণ্যচিত্র...
11/07/2025

দানবের আগমনী বার্তা

কি নির্মম আর নির্দয়ভাবে ভাবে জনসম্মুখে হত্যাকাণ্ড
মজলুম যেভাবে জালিমে পরিনত হয় এটাই তার প্রামাণ্যচিত্র।

বর্তমানে নোয়াখালী মাইজদী শহরের অবস্থা গ্রামের অবস্থা কেমন জানিনা।
09/07/2025

বর্তমানে নোয়াখালী মাইজদী শহরের অবস্থা
গ্রামের অবস্থা কেমন জানিনা।

এটি একটি ১,০০০ গ্রাম লোহার বার, কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১০০ ডলার।যদি আপনি এটাকে ঘোড়ার খুর বানাতে ব্যবহার করেন, এ...
05/07/2025

এটি একটি ১,০০০ গ্রাম লোহার বার, কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১০০ ডলার।

যদি আপনি এটাকে ঘোড়ার খুর বানাতে ব্যবহার করেন, এর মূল্য বেড়ে দাঁড়ায় ২৫০ ডলার।

সেলাইয়ের সূঁচ তৈরি করলে এর মূল্য হয় প্রায় ৭০,০০০ ডলার।

ঘড়ির স্প্রিং ও গিয়ার তৈরি করলে এর মূল্য পৌঁছে যায় ৬ মিলিয়ন ডলারে।

আর এটাকে যদি উন্নত প্রযুক্তির লেজার উপাদানে রূপান্তর করা হয়, যা কম্পিউটার চিপ তৈরিতে ব্যবহৃত হয়, তখন এই একই লোহার বারের মূল্য দাঁড়ায় ১৫ মিলিয়ন ডলার।

আপনার প্রকৃত মূল্য নির্ধারিত হয় আপনি কি দিয়ে তৈরি তার মাধ্যমে নয়, বরং আপনি কীভাবে আপনার দক্ষতাকে বিকশিত করেন এবং তা প্রয়োগ করেন, তার উপর।

21/06/2025

Bangladesh 😔

17/06/2025

Noakhali - Corona

29/05/2025

Pray For Noakhali, Hatiya 🤲

17/05/2025

নোয়াখালী বাসীর জন্য বিশেষ সুবিধা নিয়ে এলো বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে যদি কেউ জিডি করতে চান আপনার ঘরে

16/05/2025

সান্ডার বিরিয়ানি😁
দেখলেই খাওয়ার স্বাদ মিটে যায়!.. 🙂

06/05/2025

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন।

06/05/2025

উপমহাদেশে নতুন করে অশান্তির ঘনঘটা শুরু হয়েছে। আজ পাকিস্তানে মিসাইল হামলা চালিয়েছে ভারত। যার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

যুদ্ধের আশঙ্কা এখন বাস্তব রূপ নিতে যাচ্ছে। ভারত-পাকিস্তান দুটি পরমাণু শক্তিধর দেশ — এদের মধ্যে সরাসরি সংঘাত শুধু এই দুই দেশের জন্যই নয়, গোটা উপমহাদেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। যুদ্ধ শুরু হলে এর প্রভাব আমাদের দেশেও পড়বে,

অর্থনীতি থেকে শুরু করে নিরাপত্তা—সবই ঝুঁকির মুখে পড়তে পারে।

Address

Maijdee Court
Maijdee Court

Alerts

Be the first to know and let us send you an email when আমার বাংলাদেশ - My Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমার বাংলাদেশ - My Bangladesh:

Share