
06/05/2025
মাহবুব আলমগীর আলোকে আহ্বায়ক ও মো. হারুনুর রশিদ আজাদকে সদস্যসচিব করে ৩৭ সদস্য বিশিষ্ট নোয়াখালী জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (০৬মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নোয়াখালী জেলা বিএনপি
আহ্বায়ক- মাহবুব আলমগীর আলো
যুগ্ম আহ্বায়ক- অ্যাড. এ. বি. এম জাকারিয়া
সদস্যসচিব- মো. হারুনুর রশিদ আজাদ
সদস্য- গোলাম হায়দার বি. এসসি
সদস্য -অ্যাড. আবদুর রহমান
সদস্য- সালাউদ্দিন কামরান
সদস্য- গিয়াস উদ্দিন সেলিম
সদস্য- এনায়েত উল্যাহ বাবুল
সদস্য-ফিরোজ আলম মতিন
সদস্য- অ্যাড. কাজী কবির আহমদ
সদস্য- অ্যাড. আবদুল হক
সদস্য- কামাক্ষ্যা চন্দ্র দাস
সদস্য- সহিদুল ইসলাম কিরন
সদস্য- আবদুল মোতালেব আপেল
সদস্য- আমিনুল ইসলাম শাহীন
সদস্য- কামরুজ্জামান হাফিজ
সদস্য- অ্যাড. রবিউল হাসান পলাশ
সদস্য- ওবায়েদুল হক চেয়ারম্যান
সদস্য- আবদুল্লাহ আল মামুন
সদস্য- সলিম উল্যাহ বাহার হিরন
সদস্য -ফজলুল হক খোকন
সদস্য- আবু নাসের
সদস্য- আবদুল মান্নান
সদস্য- গোলাম মোস্তফা সেলিম
সদস্য -অ্যাড. আবু হানিফ
সদস্য- আনোয়ারুল হক কামাল
সদস্য -হেলাল উদ্দিন টুটুল
সদস্য -জহির উদ্দিন হারুন
সদস্য-মো. আলাউদ্দিন
সদস্য- কামরুল হুদা চৌধুরী লিটন
সদস্য- নুরুল আলম সিকদার
সদস্য- মোস্তাফিজুর রহমান মঞ্জু
সদস্য- আবদুল মতিন লিটন
সদস্য- ইঞ্জিনিয়ার তানভীর উদ্দিন রাজিব
সদস্য- ওমর ফারুক ট্রফি
সদস্য- বেলায়েত হোসেন স্বপন
সদস্য- জামাল উদ্দিন বাবলু