Frs handicraft and fashion 1

Frs handicraft and fashion 1 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Frs handicraft and fashion 1, Digital creator, Mugda, Manda.

ব্লক বাটিক হ্যান্ডপেইন্ট স্কিন প্রিন্ট এমবুস থ্রিডি পেইন্ট বিজনেস সিস্টেম ট্রেনিং সেন্টার নারী উদ্যোক্তা তৈরি কর্মশালা। বাণিজ্যিকভাবে নারীদের কাজ শিখিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলা হয়। বাংলাদেশে এবং দেশের বাহিরে অনলাইনে অফলাইনে দুইভাবে কাজ শেখানো হয়

03/10/2025

ম্যাচে থেকে কত কষ্ট করে আপু কাজ শিখতে এসেছে মানিকগঞ্জ থেকে মাত্র তিন দিনে আমাকে কমপ্লিট করতে হয়েছে খুবই চ্যালেঞ্জ ছিল তারপরও আলহামদুলিল্লাহ ভালো ভাবে কমপ্লিট হয়েছে।

03/10/2025

কেমিক্যাল ক্লাস চলছে স্টুডেন্টরা নিজের হাতে তৈরি করছেন। অক্টোবর ব্যাচের নতুন স্টুডেন্ট আপুরা। বাণিজ্যিকভাবে ব্লকপ্রিন্ট বাটিক হ্যান্ড পেইন্ট বিজনেস সিস্টেম কোর্স ট্রেনিং করিয়ে আমরা নারীদের স্বাবলম্বী হতে সাহায্য করছি।


02/10/2025

৪০ হাজার টাকা খরচ করেও কেন আপু কাজ শিখতে পারল না? শিক্ষকদের নীতি থাকা উচিত না হলে তো স্টুডেন্টরা হুমকির মুখে পড়বে । প্রথম ক্লাসে কি করছি আমরা এইসব।


01/10/2025

আসসালামু আলাইকুম সবাইকে, সবার সাথে একটু পরামর্শ করতে চাচ্ছি ৫০০০ টাকা একজনকে না দিয়ে যদি পাঁচ জন বিজয়ী নেই ।পাঁচজনকে ১০০০ করে দেই তাহলে সবাই একটু করে ভালোবাসার উপহার পেত যেহেতু পারটিসিপেন্ট অনেক সেটা কেমন হবে জানতে চাচ্ছি কমেন্ট করে জানাবেন প্লিজ সবাই।

01/10/2025

যে আপুরা স্বাবলম্বী হতে চাচ্ছেন ? অবহেলিত আর থাকবেন না ভাবছেন তাদের জন্য বাণিজ্যিকভাবে ব্লক প্রিন্ট বাটিক
হ্যান্ড পেইন্ট বিজনেস সিস্টেম কোর্স ।বিজনেস প্যাকেজে ভর্তি হন ইনশাআল্লাহ চেষ্টা করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।


01/10/2025
01/10/2025

আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভালোবাসার আপুরা ঠিক ১১ টার সময় লাইভে আসছি ইনশাল্লাহ সবাই থাকবেন আশা করছি।

01/10/2025

আসসালামু আলাইকুম অক্টোবর ব্যাচের আপুরা, আজকে প্রচন্ড বৃষ্টি থাকার কারণে অক্টোবর ১ তারিখের ক্লাসটা শুরু করা যাচ্ছে না। কারণ অনেক আপুদের আসতে কষ্ট হবে এর জন্য। ইনশাআল্লাহ ২ তারিখ আগামীকাল ক্লাস শুরু হবে। এজন্য আজকের দিনেও ভর্তি হতে পারবেন যদি কেউ ভর্তি হতে চান। ফি আমানিল্লাহ আমার সকল স্টুডেন্ট অনলাইন ও অফলাইনের ভালোবাসার আপুদের জন্য দোয়া রইল।FRS handicraft and fashion. নারী উদ্যোক্তা তৈরি কর্মশালা।

30/09/2025

অক্টোবর ব্যাচের স্টুডেন্টদের জন্য ক্লাস রেডি আলহামদুলিল্লাহ সব কেমিক্যাল চলে এসেছে। নভেম্বর ব্যাচের জন্য অক্টোবর মাসেই ভর্তি হতে হবে শুধু অফলাইনে। অনলাইনে যে কোন সময় ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ।


29/09/2025

নারীরা স্বাবলম্বী হতে পারছে না কেন?? আপুরা নিজের চাওয়া পাওয়া গুলোকে মূল্য দিন নিজের স্বপ্ন পূরণ করুন আপনার সফলতা সবাই দেখবে ইনশাল্লাহ। আমরা বাণিজ্যিকভাবে
ব্লকপ্রিন্ট বাটিক হ্যান্ড পেইন্ট বিজনেস সিস্টেম কোর্স ট্রেনিং করিয়ে নারী উদ্যোক্তা তৈরি করছি অনলাইনে এবং অফলাইনে।


29/09/2025

বাণিজ্যিকভাবে ব্লকপ্রিন্ট বাটিক হ্যান্ড পেইন্ট বিজনেস সিস্টেম কোর্স করতে চাচ্ছেন আপুরা নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে অক্টোবর ১ তারিখ থেকে ভর্তি চলছে অফলাইনে। অনলাইনে যেকোনো সময় ভর্তি হতে পারবেন। শুধু কাজ শিখাই না বিজনেস সিস্টেম ও শিখাই কাজ শিখে কেউ বসে না থাকে।

28/09/2025

ব্লকপ্রিন্ট ইয়োগ ডিজাইন সরাসরি ক্লাস থেকে। ভর্তি হওয়ার আর মাত্র একদিন বাকি আছে অক্টোবরের ১ তারিখ থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু অফলাইনে ইনশাল্লাহ। অনলাইনে যে কোন সময় ভর্তি হতে পারবেন।

Address

Mugda
Manda

Website

Alerts

Be the first to know and let us send you an email when Frs handicraft and fashion 1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Frs handicraft and fashion 1:

Share