Odd lines Ltd.

Odd lines Ltd. Odd lines Production is an Audio Visual production company of Bangladesh in every professional aspec We often work with ad agencies or independently.

We offer a full array of HD video production services including concepting , script writing, screenplay, casting, costume designing, storyboarding, filming, location services ,set building, editing, original music, mixing, color correction, motion graphics and final delivery. Our goal is to provide high value, reliable service and a stunning production your audience will remember. We specialize in

Social Audio Visual production & branded content, TV Spot, documentary production, television production (telefilm, single dram, serial, program, etc.), film production, music video production and other forms of media content. We create dynamic projects from beginning to end from pre-production all the way through post. Established in 2011 by enthusiastic (Jahangirnagar University) post graduates Mehedi Hasan Shajib (Dramaturgy) and Nilufar Rahman Rukhshana(Anthropology) under guidance’s of Dr. Mohammad Abdul Khalek . After 2 years another enthusiastic professional Tapan Kumar joined the team. Odd lines Ltd targets to achieve it’s goal by dedication and an unrivaled determination to make an authentic stand point in this industry. Odd lines Ltd wants to reach it ’s goal by dedication and an unrivaled determination to make an authentic stand point in this industry. Reason of Choosing Us:
Experience Odd lines Ltd, we believe that creativity is the source of all wisdom, our extensive experience allows us to give our clients the freedom of unlimited creativity. We know our industry inside and out. That makes us versatile enough to create any kind of video you need and get it into all the right markets where your video will be seen by all the right people. Our commitment to you as a partner in production is without equal. We know how valuable your time is and realize that budget might be a concern. When you become a client with us, your project will become our project, your deadline will become our deadline and your vision will become our vision .Our work speaks for itself. Please contact us for a quote on your next video project and see what sets Odd lines Ltd. apart from the competition. Experience
Now we have finished a project of BRAC RED. It was Live TV Talk Show on Tenant farming named Ashar Bangladesh at Independent Television. Every Saturday at 11 pm was it’s on air time. Few days before Odd lines Production got a sub contact from Visual Communications ltd to produced a big volume documentary on Bangladeshi child nutrition titled Child Health Now. It was USAID and World Vision Bangladesh combined project. World Vision Bangladesh made it for fund raise. Recently we make a 20 min length 2D Film. This type of Film is new in our country. This film is based on Family Planning Kits. Under this project we also make a 8 min length social awareness drama titled Sukher Porosh and on. This awareness drama based on family planning kit IUD. These are USAID and Engender Health Bangladesh combined project. We made a 12 min length project documentary on Human Trafficking. It was IOM project. Odd lines Productions presents as their first production TV Fiction GOLAP MESUME. This special drama On Aired at Channel-9 ’s inauguration day. At first production this kind of achievement was a great honor for Odd lines Production. Odd lines Ltd. Eid special drama Anondo Jatra on aired at Maasranga Television has nominated for the best direction award in Charoneedam Award. Other productions of Odd lines Ltd are below.. Eid Special Drama VALOBASAR VOOT ( On aired at ETV)
Freedom Day Rama BEER (On Aired at ATN Bangla)
TV Play BASON(On Aired at BTV, Written by Nattiyacharjiya Selim al deen)
Telefilm GONTOBBO(On Aired at Channel-9) and many more. Our Approach:
Our creative approach for every project is to begin with the story and what needs to be told visually. After script finalization, we use it as a blueprint to begin pre-production process. We shift our focus to every important elements of production such as set design, lighting, makeup and visual plan. Secondly we do photography, casting, choreography, props, vehicles, locations, equipment rent, shooting schedule, etc. For us, each project is unique and defined by its creative approach toward innovation. Our highly experienced and dedicated creative team allows us to achieve our target. We are filmmakers and love our job by heart. AUDIO VISUAL PRODUCTION MAKERS
Mehedi Hasan Shajib
Murad Ahmed
Pulak Saha

COMPANY BODY
Dr. Mohammad Abdul Khalek ( Chairman )
Tapan Kumar Mistry (Managing Director)
Nilufar Rahman Rukhshana (Director Finance )
Mehedi Hasan Shajib (Director Creative& Marketing )
Aditi Hasan (Director Admin)
Suman Sarkar (Copywriter)
Hasan Tareq (Art Director)
Soheli Sathi (Costume Designer)
Chanchal Rahaman (Animato)
M.A Latif (Editor)
M.A Fahad (Client Service)
Advocate Nazmul Haque Totan (Legal Advisor)

22/04/2019

কাজটিতে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা।

Director: Mehedi Hasan Shajib
Client: Pizza Hut
Agency: Analyzen
Cinematographer: Tarek Babu
Editor: Sajid Sohel
Chief AD: Mamun Khan

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fm.youtube.com%2Fwatch%3Fv%3DjrrI7pwQaRQ&h=AT3kKF-ORg0-H62VGhFpAkMI6EYOjsjGY...
10/07/2018

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fm.youtube.com%2Fwatch%3Fv%3DjrrI7pwQaRQ&h=AT3kKF-ORg0-H62VGhFpAkMI6EYOjsjGY9w_QaCDGiM_YbfULF5PWA1l4ImAiPFLd83GjDjqwzz0bfKCUH_mQCJMbVaSt3rNbfiu9B3cdfg2Jd1qsQ5VMwniNLRRdl8cP2k

Last Second || লাস্ট সেকেন্ড || Ziaul Faruq Apurba || Quazi Nawshaba Ahmed অভিনয়েঃ জিয়াউল ফারুক অপূর্ব, কাজী নওশাবা আহমেদ, সানজিদা তন্ময়। সম্পাদনা....

বাপ্পা স্বীকার করলেও চাঁদনী চেপে যাচ্ছেন বিবাহ বিচ্ছেদের বিষয়টাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা ...
31/05/2018

বাপ্পা স্বীকার করলেও চাঁদনী চেপে যাচ্ছেন বিবাহ বিচ্ছেদের বিষয়টা

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার বলছেন, চাঁদনীর সঙ্গে তালাক হয়ে গেছে। এদিকে চাঁদনীর দাবি, তিনি এখনো বাপ্পার স্ত্রী। তালাকের কাগজপত্র নাকি তিনি হাতে পাননি। তিনি আরও দাবি করেছেন, বাপ্পা তাকে ভরণপোষণ দিয়ে যাচ্ছেন।
তালাকের বিষয়ে বাপ্পা মজুমদার বলেন, তালাকের বিষয়ে কিছু মন্তব্য দেখছি, যা আমাকে বিব্রত করছে। চাঁদনী কিছু ভুল বার্তা দিচ্ছে, যার কারণে। এসবের সঠিক উপস্থাপনে গণমাধ্যমকেও সাবধান হওয়া উচিত। সরাসরি বলতে চাই, চাঁদনীর সঙ্গে তালাকের বিষয়ে আর কোনো প্রশ্নের অবকাশ নেই।
তালাকের বিষয়ে আপনাদের দুই পরিবারের লোকজন সবকিছু জানেন কি না- এমন প্রশ্নের জবাবে বাপ্পা বলেন, চাঁদনী আর আমার পরিবার তো অবশ্যই জানেন। চাঁদনী ভুল তথ্য দেয়াতে আমি প্রশ্নবিদ্ধ হচ্ছি। আমাকে এভাবে প্রশ্নবিদ্ধ করার কোনো ভিত্তি নেই। আমি আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, সেখানে তালাকের পুরো বিষয় জানিয়েছি। এরপর আমাদের তালাক নিয়ে কোনো শঙ্কা থাকার কথা না। আমি এখন শুনছি, আমি নাকি কিছু বিষয় লুকাচ্ছি, ভুল তথ্য দিচ্ছি। আমার যদি লুকানোর কিছু থাকত, ফেসবুকে নিশ্চয় কোনো পোস্ট দিতাম না। আমি আমার অবস্থান থেকে একদম পরিষ্কার, তাই সবাইকে একসঙ্গে জানিয়েছি। এর আগে বাপ্পা তার ফেসবুকে পেজে এক স্ট্যাটাসে লেখেন, ‘অনেক বছর একসঙ্গে থেকে, থাকার চেষ্টা করে অবশেষে হার মানতে হয়েছে আমার আর চাঁদনীর। আমরা পারিনি আমাদের সংসার নিয়ে বাকি জীবন কাটাতে। কোনো অভিযোগ কিংবা অসম্মান চাঁদনীর প্রতি নেই। এমনকি চাঁদনীরও আমার প্রতি কোনো অসম্মানবোধ আছে বলে মনে করি না। যা হয়েছে তা ভাগ্যের লিখন মনে করি।’
ফেসবুকে দেয়া পোস্টে বাপ্পা লেখেন, ‘মানুষের জীবনে এমন অনেক কিছু হয়, যা হওয়ার কথা থাকে না। ব্যক্তিগত বিষয়গুলো জীবনের অংশ মনে করে জীবনের সঙ্গেই রেখে দেয়া ভালো। আমাকে আমার ভক্তরা আমার কাজ দিয়ে চেনেন, আমি আমার কাজ নিয়েই থাকতে চাই, বাঁচতে চাই সবার মাঝে। কী হবে ব্যক্তিজীবনের গল্প জনে জনে বলে? অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনোই আগ্রহী না যেমন ঠিক, তেমন আমার ব্যক্তিগত জীবনও কারও সঙ্গে খুব একটা শেয়ার করা আমার বৈশিষ্ট্য না। তবে সময়ের কারণে আজ আপনাদের জানাতে হচ্ছে।’
বাপ্পা আরও লিখেছেন, ‘জীবন তার নিজের গতিতে চলে। সময় কারও নিজের ইচ্ছায় চলে না। সময় খুব খেয়ালি। জীবন সময় কখন কাকে কোথায় নিয়ে ফেলে বোঝা মুশকিল।’
বাপ্পা জানান, গত বছর ৯ অক্টোবর চাঁদনীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়, আর শেষ হয় এ বছর ৯ জানুয়ারি। তারও আগে তারা দুজন এক বছরের বেশি সময় আলাদা ছিলেন।
এদিকে বাপ্পা মজুমদার এবং অভিনয়শিল্পী ও উপস্থাপিকা তানিয়া হোসাইনের আংটিবদলের খবর এরই মধ্যে সবাই জানেন। গত ১৬ মে রাতে ঘরোয়াভাবে তাদের আংটিবদল অনুষ্ঠান হয়। আংটিবদলের একটি ছবি ২০ মে রাতে তানিয়া হোসাইন তার ফেসবুক পেজে পোস্ট করেন। রাজধানীর পশ্চিম পান্থপথে তানিয়ার মায়ের বাসায় আংটিবদলের অনুষ্ঠান হয়।
আংটিবদলের অনুষ্ঠানের পর বাপ্পা তার সাবেক স্ত্রী চাঁদনী ও বাগ্দত্তা তানিয়াকে নিয়ে মুখ খুললেন। ফেসবুকে একটি স্ট্যাটাসের মধ্য দিয়ে বাপ্পা তার অবস্থান পরিষ্কার করেন।
উল্লেখ্য, ২০১০ সালের ৩০ মার্চ চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস আর তানিয়া হোসাইন ভালোবেসে বিয়ে করেন। বিয়ের এক বছরের মাথায় তাদের বিবাহবিচ্ছেদ হয়।
অপরদিকে, বাপ্পা মজুমদার এবং অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী চাঁদনী ভালোবেসে বিয়ে করেন ২০০৮ সালের ২১ মার্চ। দীর্ঘ নয় বছর সংসারজীবনের পর ছাড়াছাড়ি হয় তাদের।

ডিভোর্সের ব্যাপারে মুখ খুললেন মিথিলা জনপ্রিয় জুটি তাহসান মিথিলার ডিভোর্স হয়ে গেছে গত মে মাসে। কিন্তু বিষয়টি নিয়ে তারা কে...
30/05/2018

ডিভোর্সের ব্যাপারে মুখ খুললেন মিথিলা

জনপ্রিয় জুটি তাহসান মিথিলার ডিভোর্স হয়ে গেছে গত মে মাসে। কিন্তু বিষয়টি নিয়ে তারা কেউ মুখ খুলছিলেন না। সর্বশেষ গত বছরের রমজানের বেশ কয়েকটি নাটকে তারা জুটিবদ্ধ হয়ে কাজ করেন। দীর্ঘদিন ধরে আলাদা থেকেও তাদের মধ্যকার 'ঝামেলা' মেটানোর চেষ্টা করেছিলেন বলে জানা যায়, কিন্তু শেষ পর্যন্ত আসলে তা আলোর মুখ দেখেনি। বিচ্ছেদের পথেই হাঁটতে হলো এই তারকা দম্পতিকে। চলতি বছরের মে মাসে তাহসান-মিথিলার প্রায় ১১ বছরের সংসার আনিষ্ঠানিক ভাবে ভেঙে গেছে।
এ বিষয়ে মিথিলার সাথে কথা হয়। মিথিলার কোনো অভিযোগ নেই। তিনি বলেন, আমরা বিষয়টি আরো পরে সবাইকে জানানোর পরিকল্পকনা করেছিলাম।আসলে একটি বিষয় নিয়ে তো আর কখনও বিচ্ছেদ হয় না। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একজন মেয়ের জন্য বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা এত সহজ নয়। কিন্তু একটা সময় আমাকে মেনে নিতে হয়েছে এটাই বাস্তবতা। আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তই নিয়তে হয়।
আমাদের লাদা হয়ে যাওয়ার বিষয়টি সবাইকে জানানোর জন্য আমরা দুজনই আরেকটু সময় নিতে চেয়েছিলাম। কেননা এটো একটা আহত করার মতো খবর, অন্তপত যারা আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন। আমরা খেয়াল করলাম, দুজন মানুষ নিজ নিজ জায়গা থেকে দুই ধরনের জিনিস চাই। তাহসানের জীবনের লক্ষ্য হয়তো একরকম, আমার হয়ত আরেক রকম। তবু দুজন ভিন্ন রকম মানুষ তো একসঙ্গে থাকে। আমরাও থেকেছি। শেষ পর্যন্ত আর হলো না। আমাদের যখন বিয়ে হয়, তখন আমাদের দুজনের বয়সই অনেক কম ছিল।
তাহসান মিথিলার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২০০৪ সালে। তখন দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রণয় থেকে পরিণয়ে আবদ্ধ হন ২০০৬ সালে। তাহসানের সে সময় বয়স ছিল ২৬ এবং মিথিলার ২৩। মিথিলা বলেন, আমাদের ক্যারিয়ারও একসঙ্গে গড়ে উঠেছে। ক্যারিয়ারের বিষয়ে আমাদের মধ্যে ঝামেলা ছিল না। কিন্তু একটা সময় এসে মনে হচ্ছিল, ১১ বছর আগের একজন মানুষ আর পরের একজন এক থাকে না। অনেক পরিবর্তন দেখা যায়। তাই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে।

Eid Special Drama-2017, Written by Mehedi Hasan Shajib(Director, Odd lines Ltd)
12/10/2017

Eid Special Drama-2017, Written by Mehedi Hasan Shajib(Director, Odd lines Ltd)

Eid Special Drama-2017, Written by Mehedi Hasan Shajib(Director, Odd lines Ltd)
12/10/2017

Eid Special Drama-2017, Written by Mehedi Hasan Shajib(Director, Odd lines Ltd)

To Watch More Maasranga Television Program, SUBSCRIBE Our Channel Now ► www.youtube.com/MaasrangaTVOfficial -------------------------------------------------...

Eid Special Drama-2017, Written by Mehedi Hasan Shajib (Director, Odd lines Ltd)
12/10/2017

Eid Special Drama-2017, Written by Mehedi Hasan Shajib (Director, Odd lines Ltd)

Address

Manda

Alerts

Be the first to know and let us send you an email when Odd lines Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Odd lines Ltd.:

Share