21st Generation

21st Generation Stay updated with the 21st generation!

09/11/2024

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন

20/02/2024
আপনার পেজের রিচ কেমন?আপনি পেজ চালান, বুস্ট বা অ্যাড দিয়ে প্রোডাক্ট সেল করেন, কিন্তু একবারও পেজের রিচ নিয়ে কাজ করেছেন কি?...
25/12/2023

আপনার পেজের রিচ কেমন?
আপনি পেজ চালান, বুস্ট বা অ্যাড দিয়ে প্রোডাক্ট সেল করেন, কিন্তু একবারও পেজের রিচ নিয়ে কাজ করেছেন কি?
সেইম টার্গেট, সেইম সেটআপ, সেইম অ্যাড এজেন্সি অথবা সেইম প্রোডাক্ট কিন্তু সেল এক এক সময় এল এক রকম কেনো তার উত্তর জানেন কি?
পেজ বুস্ট দিলেই কেবল সেল আসবে হুরমুরিয়ে এই চিন্তাভাবনা থাকলে আপনার ব্যাবসার স্থায়িত্বকাল বেশিদিন থাকবে না। তাই আগে পেজের রিচ নিয়ে কাজ করুন, সুন্দর ও প্রোফেশনাল কন্টেন্ট পোস্ট করুন, ঘর সংসারের গল্প পেজে নয় পার্সোনাল প্রোফাইলে পোস্ট দিন। পেজ বুস্ট কিংবা ক্যাম্পেইন করতে চাইলে আমাদের পেজ ইনবক্সে নক দিন।

03/10/2023
বুস্ট এজেন্সির সাথে টাকার হিসেব নিয়ে গোলমাল? স্বচ্ছ ও নিখুঁত ভাবে ডলার বাজেটের হিসেব মেলাতে হিমসিম খাচ্ছেন?আমরা কিন্তু আ...
20/07/2023

বুস্ট এজেন্সির সাথে টাকার হিসেব নিয়ে গোলমাল? স্বচ্ছ ও নিখুঁত ভাবে ডলার বাজেটের হিসেব মেলাতে হিমসিম খাচ্ছেন?
আমরা কিন্তু আপনার খরচ হওয়া প্রতিটি সেন্টের হিসেব মিলিয় কাজ করি!

আপনি জানেন যে আপনার ফেসবুক পেজের বুস্ট বা প্রোমোশন আপনার সেলকে বাড়িয়ে দিবে তাই আপনি পেজে বুস্ট বা প্রোমোশন করান। আপনি রেগুলার ব্যাবসায়ী হলে এ ব্যাপারটা অবশ্যই জানেন যে প্রোফেশনাল ও সঠিক এজেন্সি খুজে পাওয়া একটা জরুরি বিষয়।

আপনার কাস্টোমার কে টার্গেট করে নিয়ে আসবে আপনার পেজে।
পেজ বুস্ট করতে যোগাযোগ করুন

12/07/2023

বুস্ট মানে বিজ্ঞাপনের মতো। ফেসবুক ক্রল করলে বা ভিডিও দেখার সময় কিছু সময় পর পর দেখবেন নানা পেইজের এ্যাড আসে। বুস্ট করলে আপনার পেইজের নির্দিষ্ট এ্যাডটি ফেসবুকে সবাইকে দেখাবে,,সবার হোম পেইজে শো করবে তার বিনিময়ে ফেসবুক অথরিটিকে আপনার অর্থ দিতে হবে।

এটা আমরা সবাই মোটামুটি জানি। তবে অনেকেই হয়তো এটা জানি না যে বুস্ট আর অ্যাডস ক্যাম্পেইন আলাদা জিনিস। দুটো দুইভাবে ক্রিয়েট বা সেট করতে হয়।
বুস্ট সাধারণ এবং অ্যাডস ক্যাম্পেইন অ্যাডভান্স।

আরো কিছু জানতে আমাদের পেজ ফলো করুন ও ইনবক্সে যোগাযোগ করুন।
#ধন্যবাদ

★. পেজ মনিটাইজেশন নিয়ে কাজ শুরু করার আগে পেজ কোয়ালিটি চেক করে নিন। নয়তো এফোর্ড দেয়ার পর দেখবেন ইস্যুর কারণে পেজটাই মনিটা...
12/07/2023

★. পেজ মনিটাইজেশন নিয়ে কাজ শুরু করার আগে পেজ কোয়ালিটি চেক করে নিন। নয়তো এফোর্ড দেয়ার পর দেখবেন ইস্যুর কারণে পেজটাই মনিটাইজেশন করা যাচ্ছে না বা রেস্ট্রিকটেড হয়ে গেছে।

★.বার-বার ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্পর্ক এনালাইসিস করুন, ফেসবুক এলগরিদম সম্পর্কে জানুন।

★. ইনবক্সে ইনবক্সে যেয়ে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করে রিচ নিয়ে কাজ করুন, ফেক লাইক কমেন্ট আপনার কোন উপকারে আসবে না।

★. পেজ থেকে বিভিন্ন সোশ্যাল ইস্যুতে গঠনমূলক আলোচনা করুন ও অন্যের পেজে এক্টিভ থাকুক আপনার রিচ ও এক্টিভিটি বাড়বে যা আপনার ভিডিও রিচ করাতে সহায়তা করবে।

★. এডিটিং ভিডিওর চেয়ে রিয়েল ভিডিও অনেক বেশি কার্যকর তাই মাঝে মাঝে পেজে নিজের ভিডিও দিন বা নিজের ভয়েস দিন।

★. এমন একটি এন্টিবায়োটিক যা পেজকে রোগ মুক্ত রাখে, তাই সময় করে নিয়মিত পেজ থেকে লাইভে যান।

আর বেশি বলছি না নয়তো আমার প্রতি আপনাদের আগ্রহ থাকবে না। সাপোর্টের জন্য ইনবক্স করুন।

আপনি যদি মনে করেন ফেসবুকিং করে সময় নষ্ট হচ্ছে তাহলে আপনি ঠিকই ভাবছেন!প্রতিদিন ফেসবুকে এমনিই পোস্ট দিচ্ছেন, রেসপন্স ভালো,...
11/07/2023

আপনি যদি মনে করেন ফেসবুকিং করে সময় নষ্ট হচ্ছে তাহলে আপনি ঠিকই ভাবছেন!

প্রতিদিন ফেসবুকে এমনিই পোস্ট দিচ্ছেন, রেসপন্স ভালো, লাইক কমেন্ট পাচ্ছেন কিন্তু তাতে আপনার লাভ হচ্ছে না কিছুই!
যদি মনে করেন এসব লাইক কমেন্ট ভিউ থেকে আপ্নারও কিছু ফায়দা হওয়া উচিত তাহলে এই বিজ্ঞাপনটি শুধু আপনার জন্য!
আপনি যদি মনে করেন আপনার ক্রিয়েটিভ আইডিয়া আছে, কন্টেন্ট তৈরিতে আপনি পারদর্শী কিংবা আপনার ভিডিওর হাত অনেক ভালো কিন্তু প্রয়োজন শুধু একটু গুছিয়ে নেয়া, তাহলেই আপনি হতে পারেন একজন সফল ভিডিও ব্লগার!
মনে রাখবেন আপনার পরিশ্রম ও স্কিল একসাথে মিলিয়ে হতে পারে ভালো কিছু, তাই ফ্রিতে ফেসবুকিং কেনো? ভিডিও ব্লগিং হতে পারে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত যদি আপনি চান আপনার ভয়েস পৌঁছে যাক সবার কাছে!

23/06/2023

লাখ টাকার বুস্ট করে সেল না এনে আপনি যদি টার্গেট অডিয়েন্স পেজে এনে রেগুলার মার্কেটিং করেন তাহলে আপনার বিজ্ঞাপন খরচ কমে যাবে ম্যাজিকের মতো!

15/06/2023

inauthentic engagement ফেসবুক পেজের জন্য ক্ষতিকর!

15/06/2023

আজ-কাল অনেকেই হতাশ হচ্ছেন অ্যাড ক্যাম্পেইন ফলপ্রসূ হচ্ছে না, সেল নাই রিচ নাই ইত্যাদি।
এসব কিছু বোঝার আগে আপনাকে ফেসবুকের এলগরিদম বুঝতে হবে, আপনি যদি ক্লিকবেইটে পোস্ট দেন তাহলে আপনার কন্টেন্ট প্রথম রিচের চুড়ায় পৌঁছে এরপর একদম লো হয়ে যাবে।

বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইন এর রেজাল্ট যেসব বিষয়ের ওপর নির্ভর করে ।

অ্যাড চালানোর আগে জানতে হবে অ্যাডের রেসপন্স কিসের উপর নির্ভর করে। অ্যাড রেসপন্স এর জন্য নিমোক্ত বিষয়গুলো কাজ করে -

1. Product
2. Photo & Video Content Quality
3. Presentation
4. Competitors (Content, Budget, Offer etc.)
5. Targeted Location vs Budget
6. Demand of the item
7. Customer needs
8. Demand vs Supply of an item
9. Reasonable price

এছাড়া আরো অনেক বিষয় আছে যা আমরা ধাপে ধাপে আলোচনা করবো।

প্ল্যানিং ছাড়া বিজনেস শুরু করলে যেমন হয়।
07/06/2023

প্ল্যানিং ছাড়া বিজনেস শুরু করলে যেমন হয়।

Address

Manda

Alerts

Be the first to know and let us send you an email when 21st Generation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 21st Generation:

Share