দরকারি Life

দরকারি Life be a Muslim ALHAMDULILLAH

latest news,views, of daily life,technology,
sports, health,moral ,inspirational speech.
সর্বশেষ খবর,খেলাধুলা, সাস্থ, নীতিকথা ,ইন্সপিরিসনাল স্পিচ

23/06/2025

22/06/2025

যারা ভাগ্য বদলাতে চান না [ তারা প্লিয এড়িয়ে যেতে পারেন ]

16/03/2025

প্রতিদিন কুরআন


16/03/2022

Ever wonder what drives sales? 🤔
You probably spent nights reading one article after another trying to crack the code… fair enough!

But do you really know why the same product, the same strategy, the same solution appeal to one person and generates revenue … but the same thing fails to amuse another person who’s looking for the exact same solution? 🤯

That’s where things get tricky – but not so much so if you’re able to decode the 7 human behavior patterns that KILL your business.

If you can learn what’s causing your potential clients to deflect your targeted solutions, and play your cards right, believe me, there’s A LOT of money to be made. 💰💰

That’s where I come in. After perfecting my self-developed, fail-safe, high-returns strategy over the years, I’m ready to share it with you guys. It’s for you if:

✔️You’re wondering why you aren’t getting enough business
✔️You do not get many clients
✔️You can’t figure out what you’re doing wrong

In my 7-part Email Sequence, I’ll break down the 7 human behavior patterns that are killing your business, and in the end provide you with solutions to sky-rocket your profits. 🚀

Sign up today if you really want to take your business to the next level.

Learn more! ⬇️⬇️

প্যারাডক্সিক্যাল সাজিদ - ২ , রিভিউhttps://ecurrentworld.blogspot.com/2019/03/riview-paradoxikalsajid.html
04/03/2019

প্যারাডক্সিক্যাল সাজিদ - ২ , রিভিউ
https://ecurrentworld.blogspot.com/2019/03/riview-paradoxikalsajid.html

আরিফ আজাদ লিখিত প্যারাডক্সিক্যাল সাজিদ - ২ ২০১৯ বই মেলায় প্রকাশ হয়েছে সরি বই মেলা উপলক্ষে প্রকাশ হয়েছে। কারন বই মে...

বরিসাইল্লা খবারের রেছিপিচিচিঙ্গা ভাজিতে নারকেল চিংড়িউপকরণ: চিচিঙ্গা আধা কেজি, চিংড়ি আধা কাপ, নারকেলবাটা আধা কাপ, তেল ২...
18/09/2018

বরিসাইল্লা খবারের রেছিপি

চিচিঙ্গা ভাজিতে নারকেল চিংড়ি

উপকরণ: চিচিঙ্গা আধা কেজি, চিংড়ি আধা কাপ, নারকেলবাটা আধা কাপ, তেল ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, হলুদ ও মরিচের গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৫/৬টা, আদা আধা চা-চামচ, রসুন আধা চা-চামচ, জিরাবাটা আধা চা-চামচ, জিরাগুঁড়া (টেলে নিয়ে) আধা চা-চামচ, তেজপাতা ১টা ও লবণ পরিমাণমতো।

প্রণালি: প্রথমে চিচিঙ্গাগুলো ছোট ছোট টুকরা করুন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি ও তেজপাতা দিয়ে একটু ভেজে চিংড়ি ও সব মসলা দিয়ে কষাতে হবে। এবার নারকেলবাটা দিয়ে আবার কষান। এরপর এতে চিচিঙ্গা দিন। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চুলায় রাখুন, যতক্ষণ পর্যন্ত না এটা সেদ্ধ হয়। সেদ্ধ হলে কাঁচা মরিচ ও জিরাগুঁড়া দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

বরিশালের পানীয় মোলিদা

উপকরণ: পোলাওয়ের চাল আধা ছটাক, কোরানো নারকেল আধা কাপ, আদা আধা ইঞ্চি, এলাচি ২টা, পানি ৪ গ্লাস, চিনি ২ টেবিল চামচ ও মুড়ি ২ টেবিল চামচ।

প্রণালি: পোলাওয়ের চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। এরপর এর সঙ্গে সব উপকরণ মিশিয়ে শিলপাটায় বেটে নিন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর পানি মিশিয়ে পাতলা করে নিন। ওপর থেকে একটু মুড়ি ছড়িয়ে দিন। এবার পান করুন মোলিদা।

নারকেল দিয়ে বরিশাল অঞ্চলে তৈরি হয় নানা সুস্বাদু খাবার‌। তেমনি কিছু খাবারের রেসিপি দিয়েছেন ইশরাত হক

চিচিঙ্গা ভাজিতে নারকেল চিংড়ি

উপকরণ: চিচিঙ্গা আধা কেজি, চিংড়ি আধা কাপ, নারকেলবাটা আধা কাপ, তেল ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, হলুদ ও মরিচের গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৫/৬টা, আদা আধা চা-চামচ, রসুন আধা চা-চামচ, জিরাবাটা আধা চা-চামচ, জিরাগুঁড়া (টেলে নিয়ে) আধা চা-চামচ, তেজপাতা ১টা ও লবণ পরিমাণমতো।

প্রণালি: প্রথমে চিচিঙ্গাগুলো ছোট ছোট টুকরা করুন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি ও তেজপাতা দিয়ে একটু ভেজে চিংড়ি ও সব মসলা দিয়ে কষাতে হবে। এবার নারকেলবাটা দিয়ে আবার কষান। এরপর এতে চিচিঙ্গা দিন। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চুলায় রাখুন, যতক্ষণ পর্যন্ত না এটা সেদ্ধ হয়। সেদ্ধ হলে কাঁচা মরিচ ও জিরাগুঁড়া দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

বরিশালের পানীয় মোলিদা

উপকরণ: পোলাওয়ের চাল আধা ছটাক, কোরানো নারকেল আধা কাপ, আদা আধা ইঞ্চি, এলাচি ২টা, পানি ৪ গ্লাস, চিনি ২ টেবিল চামচ ও মুড়ি ২ টেবিল চামচ।

প্রণালি: পোলাওয়ের চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। এরপর এর সঙ্গে সব উপকরণ মিশিয়ে শিলপাটায় বেটে নিন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর পানি মিশিয়ে পাতলা করে নিন। ওপর থেকে একটু মুড়ি ছড়িয়ে দিন। এবার পান করুন মোলিদা।



নারকেল দুধে ডিমের কোরমা

উপকরণ: আমড়া ২টা, মুরগির ডিম ২টা (সেদ্ধ), নারকেলের দুধ আধা কাপ, আদা, রসুন, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, হলুদ, মরিচগুঁড়া এক চিমটি করে, এলাচি ২টা, দারুচিনি ১ টুকরা (ছোট), তেজপাতা ১টা, চিনি ১ চিমটি ও কাঁচা মরিচ ৫/৬টা।

প্রণালি: প্রথমে আমড়া ছিলে একটু চিড়ে নিন। একটি পাত্রে তেল দিয়ে চুলায় বসিয়ে দিন। তেল তেতে উঠলে গরমমসলাসহ সব মসলা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। কষানো হলে প্রথমে আমড়া দিয়ে আরেকটু কষিয়ে সেদ্ধ ডিম দিয়ে দিন। এবার নারকেলের দুধ দিয়ে আমড়া সেদ্ধ করতে হবে। আমড়া সেদ্ধ হয়ে যখন মাখা মাখা ঝোল হবে, তখন চিনি, লবণ ও কাঁচা মরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন। ভাত বা পোলাওয়ের সঙ্গে এটা খাওয়া যাবে।

একজন চীনা বিত্তবান মারা গেলেন, ভদ্রলোকের বিধবা স্ত্রী ২০০ কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে নিলেন...
13/09/2018

একজন চীনা বিত্তবান মারা গেলেন, ভদ্রলোকের বিধবা স্ত্রী ২০০ কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে নিলেন। সদ্য বিবাহিত ড্রাইভার ভাবলেন, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি, এখন দেখি আসলে আমার সহৃদয় মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন! ...

নিরেট সত্যটি হচ্ছে: অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরী। তাই কে বা কার জন্য শ্রম দিচ্ছি তা না ভেবে দীর্ঘ এবং সুস্থ্য জীবন যাপন করার চেষ্টা করা উচিত।আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়ঃ

> দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের ৭০% অব্যবহৃতই থেকে যায়।
> একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির ৭০% গতির কোনো দরকারই হয় না।
> প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার ৭০% অংশে কেউ বসবাস করে না।
> কারো কারো এক আলমারি কাপড়-চোপড়ের বেশির ভাগ কোনদিনই পরা হয়ে উঠে না।
> সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের ৭০% আসলে অপরের জন্যই। তাই বাকি ৩০% এর সুরক্ষা এবং পূর্ণ সদ্ব্যবহার করাই শ্রেয়।

তাই ...

> অসুস্থ না হলেও মেডিকেল চেকআপ করুন।
> অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না।
> মানুষকে ক্ষমা করে দিন।
> রাগ পুষে রাখবেন না।
> পিপাসার্ত না হলেও পানি পান করুন।
> গুরুতর সমস্যা না হলে ছেড়ে দিন, যেতে দিন।
>সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছেড়ে দিতে হয়, ছাড় দিতে হয়।
>ক্ষমতাধর হলেও বিনয়ী হোন।
>ধনী না হলেও তৃপ্ত থাকুন।
> মহাব্যস্ত থাকলেও নিয়মিত ব্যায়াম করুন।

(প্রতিটি মানুষকেই এই বিষয়টি খেয়াল রাখা উচিত)
(Collected)

হাঁসে অভাব ঘুচল দুই বন্ধুরআলম মিয়া ও সুবাস চন্দ্র দাস দুই বন্ধু। হাওরের বর্গাচাষি তাঁরা। কিন্তু হাওরে অকালবন্যায় ফসলহানি...
12/09/2018

হাঁসে অভাব ঘুচল দুই বন্ধুর
আলম মিয়া ও সুবাস চন্দ্র দাস দুই বন্ধু। হাওরের বর্গাচাষি তাঁরা। কিন্তু হাওরে অকালবন্যায় ফসলহানিতে একসময় অভাবে পড়ে যান। তখন স্থানীয় একজনের পরামর্শে হাঁস পালন শুরু করেন। এই হাঁস পালনেই এখন দুই বন্ধুর অভাব দূর হয়েছে। তাঁদের দেখে অন্যরাও উৎসাহিত হচ্ছেন হাঁস পালনে।
সুত্র ১ম আলো

06/09/2018

দেখুন বিশ্বাস কাকে বলে ?

রাখে আল্লাহ মারে কে ?
05/09/2018

রাখে আল্লাহ
মারে কে ?

সম্পূর্ণ ভিডিওটি ফুলস্কিনে দেখার জন্য স্ক্রল করে নিচে যান

03/09/2018

Address

Manda

Telephone

01926891607

Alerts

Be the first to know and let us send you an email when দরকারি Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share