18/07/2024
বাঙালি হুজুকে মাতাল,
*নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে কোন আন্দোলন হয় না ।
*পিকে হালদার, বেনজির, মতিউরের মত হাজার চোর দেশটাকে চুশে খায়, তাদের থামাতে কোন আন্দোলন নাই ।
*এত এত প্রশ্ন ফাস হয় আন্দোলন হয় না,
* হাটে ঘাটে বাজারে থেকে শুরু করে শেয়ার মার্কেট সব যাগায় সিন্ডিকেট ভাংতে কোন আন্দোলন হয় না,
* ভারতীয় আগ্রাসনের বিপক্ষে নতজানু সরকারের বিপক্ষে কোন আন্দোলন হয় না,
*আগুন সন্ত্রাস বি এন পি এর সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কোন আন্দোলন হয় না,
*ভোটার বিহীন সরকার গঠন হয়ে যায় কোন আন্দোলন হয় না,
অথচ সরকারি চাকরির জন্য, স্বাধীনতা সংগ্রামের মত এত বড় ত্যাগকে তামাশায় পরিণত করা হয়েছে,
পশুতুল্য রাজাকার হিসেবে নিজেকে দাবি করছে স্লোগান এর মাধ্যমে,
এই আন্দোলন একদিন শেষ হবে হয়ত, সকল মেধাবি সরকারি চাকরি পাবে হয়ত,কিন্তু
যারা সামান্য চাকরির জন্য নিজেদের পশু হিসেবে দাবি করল, তারা কোনদিন ক্ষমা পাবে না,
বীর মুক্তিযোদ্ধাদের কলিজার ক্ষত কোনদিন শুকাবেনা,
এর সিলসিলা জারি থাকবে, অনন্তের দরজা পর্যন্ত, ইনশাআল্লাহ