অভিলাষ আনন্দ

অভিলাষ আনন্দ This is food hotel where you can find the finest supply and special test.

22/01/2025

চাঁদাবাজদের উল্লাস নৃত্য ! নতুন জালেমদের অত্যাচার ! আইয়ামে জাহেলিয়াতের লক্ষন !I humbly request you to subscribe to my channel and share my contents on your...

09/11/2024
23/08/2024

বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ,
(আমাদের হিমালয় অববাহিকায় গঙ্গা(বাংলাদেশে পদ্মা) ও যমুনা, মেঘনা নদীর সহযোগে বঙ্গীয় ব-দ্বীপ গড়ে তুলেছে। প্রকারভেদ অনুসারে বঙ্গীয় ব-দ্বীপ ত্রিকোণাকার ব-দ্বীপ শ্রেনীর অন্তর্গত।)
বাংলাদেশের নদীর সংখ্যা কত এটা নিয়ে বিতর্ক রয়েছে। আমাদের সমাজে ও বিসিএস ভিত্তিক বইগুলোতে ৭০০ বা ২৩০ এমনকি ১৩ শত টি এই তথ্য প্রচলিত রয়েছে। তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর গবেষণা মতে বাংলাদেশের নদীর সংখ্যা ৪০৫ টি ।
অথচ ৮০ দশকেও প্রায় ১০০০ এর মত নদ নদী ছিল বলে জানা যায়,
★ কিন্তু ভারত বাংলাদেশের চারপাশে একের পর এক বাধ নির্মান করার ফলে সারা দেশের নদীগুলো নাব্যতা নষ্ট হয়ে গেছে,
★ ক্যাননা বদ্বীপ একটি প্রাকৃতিক ভূমি, যা নদীর মোহনায় দীর্ঘদিনের জমাট পলি অথবা নদীবাহিত মাটির সৃষ্ট দ্বীপ,
শুষ্ক মৌসুমে ভারত পানি না দেওয়ার ফলে পলি মাটি গুলো জমে নদীর তার নাব্যতা হারিয়ে ফেলে, অর্থাৎ নদীর যে গভীরতা সে গভীরতা কমে যায়,
# ভরা মৌসুমে যখন ভারত আবার তাদের অতিরিক্ত পানি আটকিয়ে না পেরে ছেড়ে দেয় নদীতে নাব্যতা না থাকার ফলে অতিরিক্ত আকারে নদীর আশেপাশে সব জায়গায় ছড়িয়ে পড়ে,
# এই সমস্ত বাদ দিয়ে তারা আমাদেরকে বছরের পর বছর হাজার হাজার বিলিয়ন ডলার ক্ষতি, বন্যার ফলে কৃষকদের চাষ করা ফসল নষ্ট হয়ে যায় এর পর ভারত থেকে সেই ফসলে আমদানি করে আমাদের বেশি দামে খেতে হয়,
# উপরন্ত ভারত এই বাধগুলোর দ্বারা যে বিদ্যুৎ উৎপাদন করে তারা একাই এগুলো ভোগ করে,
>এছাড়া আমাদের দেশের দুর্বৃত্তায়নের সন্ত্রাসী রাজনীতি আমাদের এই নদী-খাল বিল দখল করে নিয়েছে,

এভাবে চলতে থাকলে আমরা সবাই, অচিরেই সার্বিকভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হব,
( গোলাম কিবরিয়া রাফি)

দশের লাঠি, একের বোঝা! ০৫ কোটি মানুষ ১০ টাকা করে অনুদান দিলে ৫০ কোটি টাকা। যাস্ট ইমাজিন!!!বন্যায় মানুষের পাশে দাড়াতে আস-স...
22/08/2024

দশের লাঠি, একের বোঝা! ০৫ কোটি মানুষ ১০ টাকা করে অনুদান দিলে ৫০ কোটি টাকা। যাস্ট ইমাজিন!!!
বন্যায় মানুষের পাশে দাড়াতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে অনুদান দিতে পারেন। আপনার অনুদান সঠিক মানুষের হাতে যাবে ইনশাআল্লাহ।
ওয়েবসাইট - https://assunnahfoundation.org/donation
আমি দিয়েছি, আপনিও দিন এবং অপরকে উৎসাহিত করুন।
Collected:( S M Asif Hossain)

17/08/2024

ধর্ষিতার ছবি না দিয়ে,
ঐ হায়নার চেয়ে জঘন্য অমানুষগুলোর ছবি দেয়া জরুরী, কেননা এদের শাস্তি নিশ্চিত করতে এদেরকে চেনা জরুরী, এদের পরিচয় জানা জরুরী,
এদেরকে জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি প্রদান জরুরী,
নতুবা এই লাশের মিছিল শুধু বড়ই হচ্ছে ৷

18/07/2024

বাঙালি হুজুকে মাতাল,
*নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে কোন আন্দোলন হয় না ।
*পিকে হালদার, বেনজির, মতিউরের মত হাজার চোর দেশটাকে চুশে খায়, তাদের থামাতে কোন আন্দোলন নাই ।
*এত এত প্রশ্ন ফাস হয় আন্দোলন হয় না,
* হাটে ঘাটে বাজারে থেকে শুরু করে শেয়ার মার্কেট সব যাগায় সিন্ডিকেট ভাংতে কোন আন্দোলন হয় না,
* ভারতীয় আগ্রাসনের বিপক্ষে নতজানু সরকারের বিপক্ষে কোন আন্দোলন হয় না,
*আগুন সন্ত্রাস বি এন পি এর সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কোন আন্দোলন হয় না,
*ভোটার বিহীন সরকার গঠন হয়ে যায় কোন আন্দোলন হয় না,

অথচ সরকারি চাকরির জন্য, স্বাধীনতা সংগ্রামের মত এত বড় ত্যাগকে তামাশায় পরিণত করা হয়েছে,
পশুতুল্য রাজাকার হিসেবে নিজেকে দাবি করছে স্লোগান এর মাধ্যমে,

এই আন্দোলন একদিন শেষ হবে হয়ত, সকল মেধাবি সরকারি চাকরি পাবে হয়ত,কিন্তু

যারা সামান্য চাকরির জন্য নিজেদের পশু হিসেবে দাবি করল, তারা কোনদিন ক্ষমা পাবে না,

বীর মুক্তিযোদ্ধাদের কলিজার ক্ষত কোনদিন শুকাবেনা,

এর সিলসিলা জারি থাকবে, অনন্তের দরজা পর্যন্ত, ইনশাআল্লাহ

আমেরিকা কি চায়?
24/05/2024

আমেরিকা কি চায়?

পূর্ব তিমুরের মতো খ্রিষ্টান দেশ বানানোর চক্রান্ত চলছে: প্রধানমন্ত্রী

18/01/2024

দ্রব্যগুলো ঝগড়া করে কাহার বেশি মূল্য
আদা বলে কেউ হবে না আমার সমতুল্য।

আমার মূল্য উর্ধ্বে ওঠার গতি এতই তেজী
দুই তিন লাফে হইছি আমি তিন শ টাকা কেজি।

এলাচ বলে দেখো দেখো কয় কি বো*কা আদা
আমার দামটা আজও বোধ হয় জানে না এই গা*ধা।

কান খুলে শোন পা*গলা আদা শোনরে বো*কা হা*বা
দামের জন্য সারাদেশে এলাচ সবার বাবা।

পেঁয়াজ বলে বো*কা এলাচ রাখো তোমার গল্প
তোমার দামটা বেশি হলেও লাগে তোমায় অল্প।

দামটা আমার কম থাকিলেও লাগি বেশি আমি
এই হিসেবে আমি হলাম সবার চেয়ে দামি।

সয়াবিন তেল উঠে বলে হায়রে বোকার দল
আমি থাকতে তোরা কেন ঝগড়া করিস বল।

আশি থেকে দুই শ হইছে মাত্র যে এক রাতে
কান্নাকাটি করেও তোরা পারবি কি তার সাথে!

সাদা চিনি বলে তোরা ঝগড়াঝাঁটি ছাড়
চা ওয়ালারে জিগাও গিয়া মূল্য বেশি কার।

দামের জন্য আমার সাথে কেহ পারবি না
আমার ঠেলায় দেশে এখন দশ টাকা কাপ চা।

আড়াল থেকে মুচকি হেসে কইছে গরুর গোস্ত
দাম নিয়ে এই ঝগড়া বিবাদ বাদ দে তোরা দুস্ত।

গরিবদেরকে গিয়া আমার দামটা জিজ্ঞেস কর
ওরাই কইবো আমার কি দাম আমি যে কি দর।

এমনি করে নিত্যদিনের সকল দ্রব্য মিলি
কাহার মূল্য বেশি নিয়া লাগলো কিলা কিলি।

হাটে গিয়ে দ্রব্যদের এই মারামারি দেখে
দৌড়ে এসে জান বাঁচালাম বাজার করা রেখে।

দ্রব্যের দাম
ফেরদৌস আহমদ

আমার কালের চিত্র বইটি কেউ সংগ্রহ করতে চাইলে মেসেজ করুন আমার পেইজে অথবা ফোন করুন আমার এই নাম্বারে।

01407279266

13/05/2022

Address

Manda

Alerts

Be the first to know and let us send you an email when অভিলাষ আনন্দ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অভিলাষ আনন্দ:

Share

Category