Librarian Voice

Librarian Voice বই, বই পড়া, গ্রন্থাগার এবং গ্রন্থাগার পেশাজীবীদের কথা বলে

Love it
22/07/2025

Love it

Librarians. Better than any search engine. Do you agree with?
21/07/2025

Librarians. Better than any search engine. Do you agree with?

হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে "লাইব্রেরি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ২০২৫" অনুষ্ঠিত হলো ২০ জুলাই ২০২৫ – দিনটি ছিল হর...
21/07/2025

হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে "লাইব্রেরি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ২০২৫" অনুষ্ঠিত হলো

২০ জুলাই ২০২৫ – দিনটি ছিল হরিনাথ স্কুলের শিক্ষার্থীদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা! বই পড়ার প্রতি ভালোবাসা জাগাতে ও পাঠাভ্যাস গড়ে তুলতে লাইব্রেরিয়ান ভয়েস আয়োজন করে "লাইব্রেরি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ২০২৫"।

🔶 শিক্ষার্থীদের মনে লাইব্রেরির প্রতি ভালোবাসা জাগাতে আয়োজনে ছিল:
✅ অনুপ্রেরণামূলক আলোচনা
✅ বুদ্ধিমত্তাভিত্তিক কুইজ প্রতিযোগিতা
✅ জীবন্ত গল্প বলার সেশন
✅ গেমস ও আনন্দঘন এক্টিভিটি

প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সহযোগিতায় বই সংগ্রহ করার আহ্বান জানান ও স্কুলের লাইব্রেরি উন্নয়নে লাইব্রেরিয়ান ভয়েসের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাইব্রেরিয়ান ভয়েস পক্ষ থেকে নাজিবুর রহমান নাজিম, নোবিপ্রবি ক্যাম্পাস প্রতিনিধি, এবং পুরো ক্যাম্পেইনটি পরিচালিত হয় সম্পাদক ড. কনক মনিরুল ইসলাম এর দিকনির্দেশনায়।

এই দিনটি শুধু একটি ক্যাম্পেইন নয়, বরং ছিল একটি নতুন যাত্রার সূচনা — যেখানে বই হবে বন্ধু, আর লাইব্রেরি হবে স্বপ্ন গড়ার স্থান।

🔖

নোয়াখালী জিলা স্কুলে অনুষ্ঠিত হলো "লাইব্রেরি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ২০২৫"স্কুল শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা...
21/07/2025

নোয়াখালী জিলা স্কুলে অনুষ্ঠিত হলো "লাইব্রেরি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ২০২৫"

স্কুল শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি এবং গ্রন্থাগার সংস্কৃতি বিকাশের লক্ষ্যে ২০ জুলাই ২০২৫ তারিখে লাইব্রেরিয়ান ভয়েস-এর উদ্যোগে নোয়াখালী জেলা স্কুলে অনুষ্ঠিত হয় "লাইব্রেরি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ২০২৫"।

ক্যাম্পেইনের উদ্বোধনী বক্তব্য রাখেন স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক। এছাড়াও বক্তব্য প্রদান করেন লাইব্রেরিয়ান ভয়েসের পক্ষে নাজিবুর রহমান নাজিম এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধিরা। ড. কনক মনিরুল ইসলাম, সম্পাদক লাইব্রেরিয়ান ভয়েস এর দিকনির্দেশনা ও পরামর্শে ক্যাম্পেইন টি পরিচালিত হয়। স্কুল কর্তৃপক্ষ, বিশেষত সম্মানিত প্রধান শিক্ষক, স্কুলের গ্রন্থাগার উন্নয়ন, পাঠাভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে বই পড়া জনপ্রিয় করতে লাইব্রেরিয়ান ভয়েস-এর সহযোগিতা কামনা করেন। ভবিষ্যতেও স্কুলের লাইব্রেরি কার্যক্রমে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই আয়োজনে ছিল –
🍀 সচেতনতামূলক আলোচনা ও সেশন
🍀 কুইজ প্রতিযোগিতা
🍀 স্টোরি টেলিং
🍀 মজার গেমস ও এক্টিভিটি

এই ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে লাইব্রেরি সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি হয় এবং পাঠচর্চা ও জ্ঞান অন্বেষণের প্রতি উৎসাহ জাগে। এছাড়াও শিক্ষার্থীরা তাদের নিজস্ব স্কুল লাইব্রেরী সম্পর্কে নতুন করে ভাবতে শেখে।

📚

বই পড়ার সুন্দর দুটা পদ্ধতি আছে।  প্রথমটি হল সাথে একটা নোট খাতা রাখা এবং দ্বিতীয়টি হল শুধু মাত্র রিডিং না পড়ে  প্রত্যেকটি...
20/07/2025

বই পড়ার সুন্দর দুটা পদ্ধতি আছে। প্রথমটি হল সাথে একটা নোট খাতা রাখা এবং দ্বিতীয়টি হল শুধু মাত্র রিডিং না পড়ে প্রত্যেকটি লাইনে লাইনে লেখকের সাথে যুক্তি তর্ক করে যাবেন।

প্রথম পদ্ধতিটা আমি শিখেছি লেখক আহমদ ছফা'র কাছ থেকে। ছাত্রাবস্থায় তিনি অধ্যাপক আব্দুর রাজ্জাকের কাছ থেকে রোজ একটি করে বই নিয়ে পুরো বইএর সারমর্ম একটা নোট খাতায় নিজের মত করে লিখে রাখতেন।

এই নোট করে রাখার প্র্যাকটিসটা হুমায়ূন আহমেদের ভেতরেও পেয়েছি যদিও তার স্মৃতি শক্তি অনেক প্রখর ছিল। জীবনের শেষের দিকে এসে স্মৃতিচারণ করতে গিয়ে শৈশবের সাত বছর বয়সে লুকিয়ে প্রথম বই পড়ার কথা লিখতে গিয়ে তিনি সেই বইএর ভেতরের গল্পটাও লিখে ফেলেছেন !

বই পড়ার দ্বিতীয় পদ্ধতিটা আমি শিখেছি, ভারতীয় যুক্তিবাদী লেখক প্রবীর ঘোষের কাছ থেকে। তিনি একটি প্রবন্ধে লিখেছেন, আপনি যদি লেখক যাই লিখেন কোন রকমের চিন্তা ভাবনা না করে সবই বিশ্বাস করতে শুরু করেন তাহলে তার দশটা সত্য কথার সাথে দু একটা মিথ্যা কথাকেও বিশ্বাস করতে শুরু করবেন। এই দুটা মিথ্যা কথা আপনার জীবনে অনেক ভয়ংকর হবে ! কেননা দশটা সত্য কথার সাথে একটা মিত্থা কথা মিশে গেলে সেটাকে আলাদা করা অনেক কঠিন হয়ে যায়।

খাতায় নোট করবার ব্যাপারে আমি বেশ কিপটে। খুব সামান্যই লিখে রাখি। কিন্তু বিশ্বাস করুন, যখন আমি ক্লান্ত হয়ে পড়ি এই নোট খাতাটা খুলে পড়তে শুরু করি এবং যেখান থেকে আমি দৌড়ানোটা থামিয়েছিলাম সেখান থেকেই আবার দৌড়াতে শুরু করি।

এ পি জে আবদুল কালামের ' টার্নিং পয়েন্টস' পুরো গ্রন্থটা পড়ে আমি শুধু মাত্র সেখান থেকে একটা লাইন আমার নোট খাতায় টুকে রেখেছি। আমি জানি যেদিন আমি মেঝেতে চিত হয়ে মাথার নিচে হাত দিয়ে কাত হয়ে শুয়ে থাকব সেদিন এই লাইনটাই আমাকে মায়ের মত পিঠ চাপড়ে ভরসা দেবে। লাইনটা হল-'' আমি পেশা হিসেবে গবেষণা এবং শিক্ষকতাকে বেছে নিয়েছি কেননা আমি পুনরাবৃত্তি ভালোবাসি''

কিছু কিছু শব্দ আছে নিঃশব্দের মত। আমার কাছে পুনরাবৃত্তি শব্দটাকে সেরকম মনে হয়েছে। আমরা বেশিরভাগ মানুষ সফল হইনা কেননা আমরা পুনরাবৃত্তি পছন্দ করি না। একটা কাজে বাঁধা পেলে সেটা বার বার পুনরাবৃত্তি করার ধৈর্যটা আমাদের থাকে না।

আইরিশ লেখক জর্জ বার্নার্ডশ তার একটা নাটকের সংলাপে লিখেছেন '' আমি যেদিন থেকে বুঝেছি কোন একটা কাজ দশবার করার পর আমি একবার সফল হই সেদিন থেকে আমি প্রত্যেকটি কাজ দশবার করে করা শুরু করেছি''

একটা জিনিস ' জানা' এবং একটা জিনিস ' পারা'র ভেতরে পার্থক্য কিন্তু অনেক। মনে করুন আপনি ড্রাইভিং শেখার জন্য আমার কাছে এসেছেন এবং আমি আপনাকে একটা গাড়ি দেখিয়ে বললাম - এটা হল গাড়ির স্কেলেটর, এখানে চাপ দিলেই গাড়ি চলতে শুরু করবে এবং এই যে ব্রেকে চাপ দিলেই গাড়ি থেমে যাবে। এই যে এখানে চাপ দিলেই হর্ন বাজবে, আর সামনের এটা ডানে ঘুরালে ডানে আর বামে ঘুরালে গাড়ি বা দিকে যাবে।

আপনি সব কিছু জেনেও কেন গাড়িটা চালাতে পারছেন না জানেন ? পার্থক্যটা হল প্র্যাকটিস ! আপনাকে এই প্র্যাকটিসটা শুরু করতে হবে।

যখন পিপাসা থাকে না তখন একটা পানির বোতলে চোখ গেলে আমরা শুধু বোতলটাই দেখি আর যখন পিপাসা থাকে তখন দেখি বোতলে পানি আছে কিনা ! যখন আলো থাকে তখন মোমটা ড্রয়ারের তলায় অবহেলায় পড়ে থাকে কিন্তু যখন অন্ধকার হয় - সে যত আড়ালেই থাকুক না কেন সবাই তাকে খুঁজে বের করবেই। আপনাকে সেই সময়টার জন্য অপেক্ষা করতে হবে। উঁচু পাহাড়ে উঠার নিয়মটা খুব সহজ- সেটা হল ভুলেও নিচের দিকে তাকানো যাবে না।

Nandik Prokashan Nandik নান্দিক পাঠাগার Nandik | নান্দিক
©

19/07/2025

আজ নগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত গ্রামীণফোনের সহযোগিতায় দিনব্যাপী বর.....

বইয়ের দোকানের নাম ‘লাইব্রেরী’?না! একটি বইয়ের দোকান কখনোই লাইব্রেরি হতে পারেনা। শিশু-কিশোররা ভুলটা শিখে এখান থেকেই। সমা...
19/07/2025

বইয়ের দোকানের নাম ‘লাইব্রেরী’?
না! একটি বইয়ের দোকান কখনোই লাইব্রেরি হতে পারেনা।
শিশু-কিশোররা ভুলটা শিখে এখান থেকেই। সমাজে ছড়িয়ে যায় সর্বত্র।

আসুন, লাইব্রেরির মর্যাদা রক্ষা করি।
লাইব্রেরি শব্দটাকে সঠিকভাবে ব্যবহার করি।

📍 ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনার প্রিয় বই বিক্রেতারা,
আপনাদের কাছেই আমরা এই বার্তা পৌঁছে দিতে যাচ্ছি আগামী ২০ জুলাই থেকে ২৪ জুলাই। আপনি আসছেন তো?

Librarian Voice এর নিয়মিত আয়োজন বই পড়ার প্রতি আগ্রহ ও লাইব্রেরী সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত Library Awareness...
19/07/2025

Librarian Voice এর নিয়মিত আয়োজন বই পড়ার প্রতি আগ্রহ ও লাইব্রেরী সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত Library Awareness Champaign; অনুষ্ঠিত হতে যাচ্ছে নোয়াখালী জিলা স্কুল, নোয়াখালী_এ।

তারিখ: ২০ জুলাই ২০২৫

18/07/2025

বিশেষ ওয়েবিনার "বইয়ের দোকান লাইব্রেরি নয়: বাংলাদেশের প্রেক্ষাপটে সমকালীন বাস্তবতা, জনসচেতনতা, ও নীতিমালা সংস্কার " পাওয়ার্ড বাই Librarian Voice,

অতিথিঃ
✍️জনাব ড. কাজী মোস্তাক গাউসুল হক, অধ্যাপক-তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যাবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
✍️জনাব মোঃ আব্দুল মতিন, উপদেষ্টা-তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যাবস্থাপনা বিভাগ, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
✍️জনাব জামাল উদ্দিন, উপ-পরিচালক-আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর
✍️জনাব খন্দকার আসিফ মাহতাব পাভেল, সহ-পরিচালক-গনগ্রন্থাগার অধিদপ্তর
✍️জনাব ড. কনক মনিরুল ইসলাম, সম্পাদক-লাইব্রেরিয়ান ভয়েস।

💥আজ রাত ৯ টায় Librarian Voice এর ফেসবুক পেজ ও ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হবে " বইয়ের দোকান লাইব্রেরি নয়: বাংলাদেশ...
18/07/2025

💥আজ রাত ৯ টায় Librarian Voice এর ফেসবুক পেজ ও ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হবে " বইয়ের দোকান লাইব্রেরি নয়: বাংলাদেশের প্রেক্ষাপটে সমকালীন প্রেক্ষাপট, জনসচেতনতা ও নীতিমালা সংস্কার শীর্ষক ওয়েবিনার।

জুলাই শহীদ স্মৃতি — বইয়ের অভিনব শেফভস্থান: শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মৃ...
18/07/2025

জুলাই শহীদ স্মৃতি — বইয়ের অভিনব শেফভ

স্থান: শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়

শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মৃতির মাঝে পাঠচর্চার এক নতুন অধ্যায়।জুলাই শহীদদের স্মরণে সম্প্রতি জহুরুল হক হলের অতিথি কক্ষে উদ্বোধন করা হয়েছে বইয়ের অভিনব শেফভ।
এ উদ্যোগ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জ্ঞানচর্চার বাতিঘর হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি।

ক্যাম্পাস প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়।

🎓 ওয়েবিনার"বইয়ের দোকান নয়, লাইব্রেরি চাই"জনসচেতনতা, সমকালীন বাস্তবতা ও নীতিমালা সংস্কারের আলোকে👤 বিশেষ অতিথি:জামাল উদ...
18/07/2025

🎓 ওয়েবিনার
"বইয়ের দোকান নয়, লাইব্রেরি চাই"
জনসচেতনতা, সমকালীন বাস্তবতা ও নীতিমালা সংস্কারের আলোকে

👤 বিশেষ অতিথি:
জামাল উদ্দিন
উপপরিচালক
বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার

🗓️ তারিখ: ১৮ জুলাই ২০২৫
🕒 সময়: রাত নয়টা

Address

Manda

Alerts

Be the first to know and let us send you an email when Librarian Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share