Sheemaz

Sheemaz My Home Sweet Home

26/10/2025

আমার বাবা খুব রাগী মানুষ ছিলেন একটু ১৯-২০ হলেই খুব চিল্লাচিল্লি করতেন এখন অবশ্য সময়ের সাথে সাথে অনেক নরম আর চুপচাপ হয়ে গেছেন একসময় তার এই বিষয়টা ছোটবেলায় আমি খুব ভয় পেতাম এখনো আমি কেউ উঁচু গলায় কথা বললে ছোটখাটো একটা ট্রমায় চলে যাই অনেক সময় আমিও রিয়াক্ট করি
এ কথাটা বলার উদ্দেশ্য হলো মানুষ যখন অন্যের উপর হুম্পি দুম্বী করে রিয়েক্ট করে চিল্লাচিল্লি করে ছোট করে কথা বলে তখন সে বুঝেনা সে কতটা ক্ষতি করল, সব মানুষের বুঝার ক্ষমতা, বলার ক্ষমতা, বোঝানোর ক্ষমতা, নেয়ার ক্ষমতা, এক নাও হতে পারে অপজিট মানুষটা আসলে কেমন তাকে আগে বুঝুন তারপর কথা বলুন কথা বললেই তো আপনি রাজা-বাদশা হয়ে যাচ্ছেন না আপনি কেমন তা কিন্তু আপনার কথাই বোঝা যায়, মানুষ তার পরিচিতি পায় তার স্বভাবে তার আচরণে, এখন আপনি যদি বলেন আপনি রাজা বাদশা সেটা একটা হাস্যকর বিষয় হলো না, আপনি কেমন তা তো আপনার আচরণই বলে দিচ্ছে তাই না।
পারিবারিক আচার-আচরণ একটা সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাবা মায়ের চিৎকার চেঁচামেচি অসভন আচরণ একটা সন্তানের জীবনে যে কত ক্ষতি করে তা যদি ওই বাবা মা বুঝতো তাহলে হয়তো কখনো এমনটি করত না তারপর আসি মেয়েদের কথা তারা বাবা মায়ের ওই গণ্ডি থেকে বের হয়ে স্বামীর ঘরে আসি সেখানে যদি তাকে প্রতিনিয়ত যুদ্ধ করে বাঁচতে হয় তখন তো তার মনে প্রশ্ন আসতেই পারে বেঁচে থাকার মানে কি?
সন্তানকে সুস্থ পরিবেশ দিন, দিনশেষে দেখবেন সন্তানরাও সুন্দর পরিবেশ তৈরি করছে ওয়াইফ কে সুন্দর পরিবেশ দিন দেখবেন সংসারটা হাসি খুশিতে ঝলমল করছে, ওয়াইফকে মা বোনের কাছে ফেলে রেখে যাবেন তাকে কোন প্রায়োরিটি দিবেন না তুমি এই সংসারের কিছুই না ফিল করাবেন আর আশা করবেন দিনশেষে আপনি যখন ফিরবেন তখন সে আপনার দিকে সোনামুখ করে হাজার পদ বেঁধে কারিনা কাপুর সেজে আপনার জন্য অপেক্ষা করছে, আর আপনি তার দিকে তাকিয়ে সারাদিনের ক্লান্তি দূর করছেন 🙄😁

22/10/2025

চোখ জুড়ানো মনোমুগ্ধকর মাশাল্লাহ #ভিডিওভাইরালシ #শখের বাগান

07/10/2025

স্বপ্ন যাবে বাড়ি আমার #ভিডিওভাইরালシ

07/10/2025

#ভিডিওভাইরালシ
আমারও পরানো যাহা চায়
তুমি তাই তুমি তাই
রবীন্দ্রনাথের এই উক্তিটি একজন মানুষের মন ভাঙ্গানোর জন্যই যথেষ্ট কারণ পরানের যাহা চায় যা চায় সে শুধু কল্পনায়। কারণ পরানে যাহা চায় যাকে চায় সে কখনোই তোমার নয় 😁🙄

23/09/2025

মানুষ মূলত
যত্নের কাঙ্গাল

18/09/2025

যা পুরন যা অবশিষ্ট
মুছে ফেলে সব
জীবন শুরু করি যা আছে অবশিষ্ট

18/09/2025

একান্ত মানুষটাকে একান্ত করে রাখা বা সারা জীবন একান্তই কি থাকে?

17/09/2025

যা আমার পাওয়ার আমি পাবই যা আমার না আমি তা কখনোই পাব না

16/09/2025

কথা খুব জরুরী একটা বিষয় তুমি চাইলে কথা দিয়ে মানুষের মন জয় করতে পারো আবার কথা দিয়ে তাকে আঘাত করে জর্জরিত করে শেষ করে দিতে পারো

13/09/2025

অরবিন্দু ,
জীবন কী?
Life is a full of memories carrier.
জীবনের আনন্দ কীসে?
প্রেম,ভালোবাসা, যত্ন ,মায়া , মহব্বত।
আর বেদনা?
প্রেম,ভালোবাসা, যত্ন ,মায়া , মহব্বত।
তবে পার্থক্য?
পার্থক্য নেই। আনন্দের গভীরে বেদনা থাকে।
মানুষ ভালোবাসে কেনো?
কিছু মেমোরি জমাতে ।
দু:খ পায় কেনো?
মানুষের জন্য নয় , তার মেমোরি:স এর জন্য
আমায় ভালোবাসো?
হ্যাঁ
কী চাও?
দু:খ
- কেন
দু;খ গ্রহণ করার মতো আন্তরিক না হলে ,,ভালোবাসার মত দু:সাহস করা যায় না
,,,,,,,,,,,,সানোয়ার হোসেন

গ্রামের বাড়ির মজার মজার খাবার 🥰   #ভিডিওভাইরালシ
13/09/2025

গ্রামের বাড়ির মজার মজার খাবার 🥰
#ভিডিওভাইরালシ

আমি তোমারও বিরহে রহিবো বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বর্ষ মাস 🥰  viral
03/06/2025

আমি তোমারও বিরহে রহিবো বিলীন
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
দীর্ঘ বর্ষ মাস 🥰 viral

Address

Manda

Alerts

Be the first to know and let us send you an email when Sheemaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sheemaz:

Share