26/10/2025
আমার বাবা খুব রাগী মানুষ ছিলেন একটু ১৯-২০ হলেই খুব চিল্লাচিল্লি করতেন এখন অবশ্য সময়ের সাথে সাথে অনেক নরম আর চুপচাপ হয়ে গেছেন একসময় তার এই বিষয়টা ছোটবেলায় আমি খুব ভয় পেতাম এখনো আমি কেউ উঁচু গলায় কথা বললে ছোটখাটো একটা ট্রমায় চলে যাই অনেক সময় আমিও রিয়াক্ট করি
এ কথাটা বলার উদ্দেশ্য হলো মানুষ যখন অন্যের উপর হুম্পি দুম্বী করে রিয়েক্ট করে চিল্লাচিল্লি করে ছোট করে কথা বলে তখন সে বুঝেনা সে কতটা ক্ষতি করল, সব মানুষের বুঝার ক্ষমতা, বলার ক্ষমতা, বোঝানোর ক্ষমতা, নেয়ার ক্ষমতা, এক নাও হতে পারে অপজিট মানুষটা আসলে কেমন তাকে আগে বুঝুন তারপর কথা বলুন কথা বললেই তো আপনি রাজা-বাদশা হয়ে যাচ্ছেন না আপনি কেমন তা কিন্তু আপনার কথাই বোঝা যায়, মানুষ তার পরিচিতি পায় তার স্বভাবে তার আচরণে, এখন আপনি যদি বলেন আপনি রাজা বাদশা সেটা একটা হাস্যকর বিষয় হলো না, আপনি কেমন তা তো আপনার আচরণই বলে দিচ্ছে তাই না।
পারিবারিক আচার-আচরণ একটা সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাবা মায়ের চিৎকার চেঁচামেচি অসভন আচরণ একটা সন্তানের জীবনে যে কত ক্ষতি করে তা যদি ওই বাবা মা বুঝতো তাহলে হয়তো কখনো এমনটি করত না তারপর আসি মেয়েদের কথা তারা বাবা মায়ের ওই গণ্ডি থেকে বের হয়ে স্বামীর ঘরে আসি সেখানে যদি তাকে প্রতিনিয়ত যুদ্ধ করে বাঁচতে হয় তখন তো তার মনে প্রশ্ন আসতেই পারে বেঁচে থাকার মানে কি?
সন্তানকে সুস্থ পরিবেশ দিন, দিনশেষে দেখবেন সন্তানরাও সুন্দর পরিবেশ তৈরি করছে ওয়াইফ কে সুন্দর পরিবেশ দিন দেখবেন সংসারটা হাসি খুশিতে ঝলমল করছে, ওয়াইফকে মা বোনের কাছে ফেলে রেখে যাবেন তাকে কোন প্রায়োরিটি দিবেন না তুমি এই সংসারের কিছুই না ফিল করাবেন আর আশা করবেন দিনশেষে আপনি যখন ফিরবেন তখন সে আপনার দিকে সোনামুখ করে হাজার পদ বেঁধে কারিনা কাপুর সেজে আপনার জন্য অপেক্ষা করছে, আর আপনি তার দিকে তাকিয়ে সারাদিনের ক্লান্তি দূর করছেন 🙄😁