Bartaprotidin

Bartaprotidin This is a official page of Barta Protidin. A national daily of Bangladesh.

জাতীয় বাজেটে সরকারি কর্মচারীদের স্বপ্ন পূরণ হয়নি- মোঃ র‌ফিকুল আলমপ্রেস বিজ্ঞ‌প্তি:২০২৪-২৫ অর্থ বছ‌রের জাতীয় বা‌জে‌টে সর...
03/07/2024

জাতীয় বাজেটে সরকারি কর্মচারীদের স্বপ্ন পূরণ হয়নি- মোঃ র‌ফিকুল আলম

প্রেস বিজ্ঞ‌প্তি:
২০২৪-২৫ অর্থ বছ‌রের জাতীয় বা‌জে‌টে সরকারী কর্মচারী‌দের স্বপ্ন পূরণ হয়‌নি ব‌লে মন্তব‌্য ক‌রে‌ গণমাধ‌্যমে লি‌খিত বিবৃ‌তি প্রেরণ ক‌রে‌ছেন বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপ‌তি মোঃ র‌ফিকুল আলম।

‌বিবৃ‌তি‌তে মোঃ র‌ফিকুল আলম উল্লেখ ক‌রেন, আমরা প্রজাতন্ত্রের সরকারি কর্মচারী। রাষ্ট্রীয় অবকাঠামোর সরাসরি অংশ। ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল ঘোষণার পর দীর্ঘ নয় বছরে রাষ্ট্রীয় কাঠামোগুলোর উত্তরোত্তর সমৃদ্ধিতে দেশ আজ বিশ্ব দরবারে উজ্জ্বল নক্ষত্রে পরিনত হয়েছে। এক দিকে রাষ্ট্রীয় কাঠামোর ভৌত উন্নতি, আরেক দিকে রাষ্ট্রীয় নিম্ন শ্রেণির সরকারি কর্মচারীদের অস্বাভাবিক জীবন যাপন। কতিপয় হাতেগোনা কয়েকজন দুর্ণীতি পরায়ন কর্মকর্তা কর্মচারীর দায় আমরা নিব না। বরং তাদের বিরুদ্ধে চলমান আইনগত ব্যবস্থাকে স্বাগত জানাই। সম্মানিত রাষ্ট্রীয় এক উচ্চপদস্থ রাজনৈতিক নেতার, গণকর্মচারীদের বারংবার বেতন বৃদ্ধির ভুল তথ্যটি নিয়েও আমরা বিব্রত। বারং বার বেতন বৃদ্ধি তো দুরের কথা বিপরীতে চলছে বিভিন্ন ভাতা কেটে নেওয়ার কৌশল। মাননীয় প্রধানমন্ত্রী মূল‌্যস্ফৃতির সাথে সমন্বয় রেখে বর্তমান বাজেটকে স্বাগত জানাই। কিন্তু আমরা হতাশাগ্রস্থ এই ভেবে আমাদের জন্য বর্তমান বাজার মূল্যের সাথে সমন্বয় করে সরকারি কর্মচারীদের জীবন মান স্বাভাবিক রাখার জন্য কোন প্রস্তাব পাশ করা হয়নি, আমরা মর্মাহত। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকারি কর্মচারীদের একমাত্র অভিভাবক। তিনি মানবিক দিক বিবেচনা করে অবশ্যই আমাদের বেতন ভাতা সম্পর্কে পুনঃ বিবেচনা করবেন বলে আমরা বিশ্বাস করি।

প্রধানমন্ত্রীর সমাবেশে না'গঞ্জ ঐক্য পরিষদের নেতৃবৃন্দের যোগদান                                                          ...
04/01/2024

প্রধানমন্ত্রীর সমাবেশে না'গঞ্জ ঐক্য পরিষদের নেতৃবৃন্দের যোগদান

বার্তা ডেস্ক:
নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশন ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে এর নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা‘র নারায়ণগঞ্জে সফরকে কেন্দ্র করে এই মিছিলের আয়োজন করা হয়।

গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) পিন্টু পলিকাপ পিউরিফিকেশন ও নিমাই দে'র নেতৃত্বে এই মিছিলটি বঙ্গবন্ধু সড়ক হতে মহানগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নগরীর শামুসুজ্জোহা ক্রীড়া চক্রের মাঠে গিয়ে শেষ হয়।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক অরুন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, সহ সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা, অজয় সূত্রধর,জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন,সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগর যুব ঐক্য পরিষদের সভাপতি এড. অঞ্জন দাস,সাধারণ সম্পাদক রিপন কর্মকার, জেলা ঐক্য পরিষদের গনেশ সাহা,কোষাধ্যক্ষ পিন্টু রায়, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি বিকাশ সাহা, সমাজসেবা সম্পাদক তপন ঘোষ,যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সাহা, সহ সাংগঠনিক সম্পাদক লিটন ঘোষ,মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা চঞ্চলা বর্মন,কিশোর দাস,প্রবাস চন্দ্র বিশ্বাস, শংকর চন্দ্র দে, প্রদীপ দে,বিপুল পোদ্দার, প্রকাশনা সম্পাদক সত্যরঞ্জন দেবনাথ,অজয় বিশ্বাস রিপন,কার্তিক সূত্রধর,ভুবন বর্মন,জয়ন্ত সাহা পিংকু,জীবন সাহা,গৌতম দত্ত,বন্দর যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষ, সাধারণ সম্পাদক জিতু দাস,১৪ নং ওয়ার্ড ঐক্য পরিষদের সভাপতি পংকজ রায়, সাধারণ সম্পাদক রঞ্জিত দাস, ১৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ভোলানাথ পোদ্দার, যুব ঐক্য পরিষদের নেতা হরি শীল, অপু শীল, বলাই ঘোষ, সঞ্জিত শীল, সুভাষ শীল, অভিরাজ পাল চৌধুরী,সমীর দেবনাথ,গৌতম দত্ত,সোনারগাঁ উপজেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লিটন চন্দ্র ভৌমিকসহ নেতৃবৃন্দ।

জাতীয় সমাজসেবা দিবসে না'গঞ্জে র‍্যালি ও আলোচনা সভা                                                  বার্তা ডেস্ক:জাতীয় ...
02/01/2024

জাতীয় সমাজসেবা দিবসে না'গঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

বার্তা ডেস্ক:
জাতীয় সমাজসেবা দিবস ২০২৪ইং উপলক্ষে নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ জানুয়ারী ) বিকাল ৪ টায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এডাব নারায়ণগঞ্জ জেলা, ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলা, ইউনেস্কো ইয়ুথ ক্লাব অব নারায়ণগঞ্জ জেলা, গ্রীণ ফর পীস, প্রভাত সমাজ কল্যাণ সংস্থা, বাংলাদেশ এনজিও'স নেটওয়ার্কের যৌথ আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে এডাব নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে ও ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার পরিচালক অরুন দেবনাথের সঞ্চালনায় এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‍্যালিটি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয় ।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা ও এডাব নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি মোঃ শামসুজ্জামান ভাষানী।

বক্তব্য রাখেন ইউনেস্কো ক্লাবের সম্পাদকমন্ডলীর সদস্য বিপ্লব কুন্ডু,ইউনেস্কো ইয়ুথ ক্লাবের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রনি,প্রভাত সমাজ কল্যাণ সংস্থার অর্থ পরিচালক ভজন দাস, গ্রীণ ফর পীসের কোষাধ্যক্ষ বিরাজ পাল চৌধুরী,বাংলাদেশ এনজিও'স নেটওয়ার্কের পরিচালক মোঃ মোজাম্মেল হোসেন লিটন, পরিচালক হাজী নাজির খান,মোঃ মনির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন এডাবের সদস্য কাজল বেগম, ইউনেস্কো ক্লাবের সম্পাদকমন্ডলীর সদস্য সমাজকর্মী ও শিক্ষক মোঃ মাহমুদ হোসেন, সমাজকর্মী প্রশান্ত কুমার সাহা, সুব্রত সাহা,অজয় সূত্রধর, রিপন কর্মকার,মোঃ ফারুক হোসেন, মোঃ আরিফ হোসেন ঢালী,তপন ঘোষ,শংকর দে,মোঃ আমিনুল ইসলাম,নগদ বিল্লাল সানি,মোঃ শুভ ইসলাম,জীবন সাহা,জয়ন্ত সাহা পিংকু,গৌতম দত্ত,মো: ফারুক,পংকজ রায়,রঞ্জিত দাস,তুলশী ঘোষ,জিতু দাস,সজল সূত্রধর,মোঃ বাবলু,মোঃ হৃদয়,বিকাশ সাহা, মোঃ আলমগীর,অভিরাজ পাল চৌধুরী,মিঠুন দত্ত বিল্লু, প্রণয় সিংহ,ওমর ফারুক পাপ্পু,নুর আলম জয়,তানিম,মোঃ রেদোয়ান শুভ, রত্না কর্মকার,চঞ্চলা বর্মন,দীপা দাস,মমতা কর্মকার,মোঃ ইউসুফ, নূর আলম জয়,বিজয় কর,মেহেদী হাসান,হিমেল আহমেদ, আয়মান কবির,কিশোর দাসসহ সদস্যবৃন্দ।

২৫০ শীতার্তকে না'গঞ্জ ঐক্য পরিষদের শীত বস্ত্র বিতরণ স্টাফ রি‌পোর্টার:                                                  ...
23/12/2023

২৫০ শীতার্তকে না'গঞ্জ ঐক্য পরিষদের শীত বস্ত্র বিতরণ

স্টাফ রি‌পোর্টার:
দরিদ্র ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল সা‌ড়ে ৪ টায় নারায়ণগঞ্জ মহানগরের শীতলক্ষ্যা এলাকায় শ্রী শ্রী সত্যগোপাল জিউর বিগ্রহ মন্দির প্রাঙ্গণে দরিদ্র, অসহায় ও সমাজে পিছিয়ে পড়া ২৫০ জন মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণের আয়োজন ক‌রে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমনের সভাপতিত্বে ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহার সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বন্দর কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, সহ- সভাপতি মনতোষ হালদার বেনু, সাংগঠনিক সম্পাদক অরুন দেবনাথ, জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগর যুব ঐক্য পরিষদের সভাপতি এড. অঞ্জন দাস,সাধারণ সম্পাদক রিপন কর্মকার ।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সভাপতি প্রদীপ কুমার দাস, জেলা ঐক্য পরিষদের নেতা সুভাষ চন্দ্র পাল,কোষাধ্যক্ষ পিন্টু রায়, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাজসেবা সম্পাদক তপন ঘোষ, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সাধারণ সম্পাদক অজয় সুত্রধর, মহানগরের নেতা চঞ্চলা বর্মন, কৃষ্ণ পদ মজুমদার, অজয় বিশ্বাস রিপন,জয়ন্ত কুমার পিংকু, নরেন শিকদার,কিশোর দাস,বিপ্লব বাড়ৈ,গৌতম দত্ত,জীবন সাহা,সত্যরঞ্জন দেবনাথ,কিশোর দাস,প্রবাস চন্দ্র বিশ্বাস, শংকর সাহা,শংকর চন্দ্র দে,বন্দর উপজেলা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কার্তিক সুত্রধর, বন্দর যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষ, ১৪ নং ওয়ার্ড ঐক্য পরিষদের সভাপতি পংকজ রায়, সাধারণ সম্পাদক রঞ্জিত দাস,১৩ নং ওয়ার্ডের সভাপতি কৃষ্ণপদ মজুমদার,১১ নং ওয়ার্ডের সভাপতি অনিল দাস,সাধারণ সম্পাদক খোকন বিশ্বাস, ১৮ নং ওয়ার্ডের নেতা গোবিন্দ সাহা,ভুবন বর্মন, যুব ঐক্য পরিষদের নেতা বিরাজ পাল চৌধুরী, হরি শীল, অপু শীল, বলাই ঘোষ, সঞ্জিত শীল, সুভাষ শীল, অভিরাজ পাল চৌধুরী সহ নেতৃবৃন্দ।

22/09/2023

নগরীর জামতলা এলাকায় প্রভাবশালী এক ডিশ ব‌্যবসায়ীর শেল্টা‌রে চল‌ছে মাসু‌মের জমজমাট মাদক ব‌্যবসা। ‌
বিস্তা‌রিত আস‌ছে.....

নির্বা‌চিত হ‌য়ে ১৮নং ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা জানা‌লেন কাউ‌ন্সিলর বিভাবার্তা রি‌পোর্ট:নারায়ণগঞ্জ সি‌টি নির্বাচ‌নে সং‌...
18/01/2022

নির্বা‌চিত হ‌য়ে ১৮নং ওয়ার্ডবাসীর প্রতি
কৃতজ্ঞতা জানা‌লেন কাউ‌ন্সিলর বিভা

বার্তা রি‌পোর্ট:
নারায়ণগঞ্জ সি‌টি নির্বাচ‌নে সং‌ক্ষিত আসন ১৬, ১৭ ও ১৮নং ওয়া‌র্ডের নারী কাউ‌ন্সিলর পূনরায় নির্বা‌চিত হওয়ায় ১৮নং ওয়া‌র্ডের বি‌শিষ্ট ব‌্যবসায়ী ও সমাজ‌সেবক মাদার প্রিন্টের স্বত্তা‌ধিকারী এস. এম রানার সা‌থে সৌজন‌্য স্বাক্ষাৎ ক‌রে‌ছেন আফ‌রোজা হাসান বিভা।

মঙ্গলবার সকাল ১১টায় শীতলক্ষ‌্যা এলাকায় এস.এম রানার বাসভ‌বনে এই সৌজন‌্য স্বাক্ষাৎ করেন তি‌নি। এসময় কাউ‌ন্সিলর বিভা‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানান রানা। এসময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন শীতলক্ষ‌্যা এলাকার বি‌শিষ্ট ব‌্যবসায়ী ও সমাজ‌সেবক জু‌য়েল নুর।

সৌজন‌্য স্বাক্ষা‌তকা‌লে নির্বাচ‌নে ১৮নং ওয়ার্ডবাসীর পক্ষ থে‌কে সমর্থন দেওয়ায় এস.এম রানা‌ ও ওয়ার্ডবাসী‌কে আন্ত‌রিক ধন‌্যবাদ জানান এবং ওয়ার্ডবাসী‌কে কা‌ঙ্খিত সেবা দ্বা‌রে দ্বা‌রে পৌ‌ছে দেয়া সহ ওয়া‌র্ডের উন্নয়নমূলক কার্যক্রম তরা‌ন্বিত কর‌তে ভ‌বিষ‌্যতেও পা‌শে থাকার আহ্বান জানান কাউ‌ন্সিলর বিভা হাসান।

এসময় এস.এম. রানা কাউ‌ন্সিলর বিভার উ‌দ্দে‌শ্যে ব‌লেন, ১৮নং ওয়া‌র্ডের উন্নয়‌নের স্বা‌র্থে যারা নি‌বে‌দিত হ‌য়ে ই‌তিপূ‌র্বে কাজ করে‌ছেন ব‌লেই আমরা ওয়ার্ডবাসী এবা‌রের নির্বাচ‌নেও পূর্ন সমর্থন দি‌য়ে‌ছি এবং ভ‌বিষ‌্যতেও ‌দি‌বো। আমরা ১৮নং ওয়ার্ডবাসী সবসময় ঐক‌্যবদ্ধ। আপ‌নি বিগত সময়ে কাউন্সিলর থাকাবস্থায় উক্ত ওয়ার্ডের যে উন্নয়ণ কর্মকান্ড হয়েছিল, তার ধারাবাহিকতা এবা‌রো অব‌্যাহত থাক‌বে ব‌লে আমরা আশা ক‌রি।

14/01/2022

Address

Manda

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bartaprotidin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share