
23/06/2025
সংকল্প প্রকাশন থেকে শিগগিরই প্রকাশিত
হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।
পৃথিবীর ইতিহাসে এমন কিছু ভূমি আছে, যেগুলোর প্রতিটিকণা রক্তস্রাত, যার অঞ্চলে অঞ্চলে জড়িয়ে আছে নিপীড়নের ইতিহাস সংগ্রামের চিহ্ন। তেমনি দখল হয়ে যাওয়া একটি অঞ্চল ফিলিস্তিন। যেখানে বহু যুগ ধরে নির্যাতিত মুসলিম উম্মাহর একটি অংশ। যারা নিজেদের অধিকার, অস্তিত্ব ও আপোষহীন ঈমানের জন্য লড়াই করে যাচ্ছে।
"ফিলিস্তিন পুনরুদ্ধার আন্দোলন" বইটি এমন একটি সময়োপযোগী প্রয়াস, যেখানে লেখক ঐতিহাসিক প্রেক্ষাপট, এই ভুখন্ড সাম্প্রতিক হারানোর বেদনা, মুসলিম উম্মাহর ভূমিকা এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহ অত্যান্ত বিশ্লেষাধর্মী দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করেছেন। বইটি পাঠকদের নতুনভাবে ভাবতে শেখাবে তাদের প্রতি মুসলিম উম্মাহর করণীয় ব্যাপারে নির্লিপ্ততা।
এই বইয়ের ভাষা সহজ, যুক্তগ্রাহ্য ও আবেগঘন। শিক্ষার্থী, গবেষক, ইসলামিক চিন্তাবিদ এমনকি সাধারণ পাঠকদের জন্য এটি অত্যান্ত গুরুত্বপূর্ণ পুস্তক-
ফিলিস্তিন পুনরুদ্ধার আন্দোলন।
শুধু একটি ভূখন্ড নয়, এটি এই উম্মাহর অস্তিত্বের লড়াই। উম্মাহর দায়-দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ার আহবান ।
আমি আশা করছি "ফিলিস্তিন পুনরুদ্ধার আন্দোলন "বইটি শুধু পাঠকদের জ্ঞান সমৃদ্ধ করবে না, বরং তাদের বিবেককে জাগ্রত করে তার করণীয় তুলে ধরে এক আলোকিত অবস্থানে পৌঁছে দেবে, ইনশাআল্লাহ।
প্রফেসর ড. আ. ছ.ম তরীকুল ইসলাম
দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া