Sayem shikder

Sayem shikder Alhamdulillah

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর বি/ধ্ব/স্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মা/রা গেছেন
21/07/2025

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর বি/ধ্ব/স্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মা/রা গেছেন

শিশুগুলো জানতো না, আজই তাদের জীবনের শেষ সকাল।বাবা-মায়েরাও বুঝতে পারেনি, শেষবারের মতো ব্যাগটা গুছিয়ে দিচ্ছে। আকাশে ছিল রো...
21/07/2025

শিশুগুলো জানতো না, আজই তাদের জীবনের শেষ সকাল।
বাবা-মায়েরাও বুঝতে পারেনি, শেষবারের মতো ব্যাগটা গুছিয়ে দিচ্ছে। আকাশে ছিল রোদের আড়ালে লুকানো অশ্রুবর্ষা—নেমে এলো এক চিরকালীন বিদায় নিয়ে।

উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপর বিমান বিধ্বস্ত হয়েছে।। সবাই দোয়া করুন সবার বাবা-মার সন্তানদেরকে যেন আল্লাহ হেফাযত করে🥲🤲
পরান টা ছটফট করতেছে, বুক ফেটে কান্না আসতেছে।।কত মায়ের সন্তানেরা যে ওখানে পড়াশোনা করে,,,

আহত ৫০ এবং নিহত ১৯

আল্লাহ নিহতদের জন্নাত দান করুক। আহত দের সুস্থ করে দিন

18/07/2025

~নিশ্চয়ই শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন!
হে আল্লাহ আপনি এই জুম্মার দিনের উছিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দিন।
(আমিন)
🤲🥀

সবাইকে জুম্মা মোবারক।
🕋🕌📿


゚ ゚

17/07/2025

😇

জীবনকে উপভোগ করো,প্রতিটি মুহূর্তকে মূল্য দাও|কারণ,জীবন একবারই পাওয়া যায়|🖤       #ক্যাপশন                              ...
16/07/2025

জীবনকে উপভোগ করো,প্রতিটি মুহূর্তকে মূল্য দাও|
কারণ,
জীবন একবারই পাওয়া যায়|🖤
#ক্যাপশন ゚viralシ ゚

আপন ভাইকে দেনা করে ৪০ হাজার টাকায় জেল থেকে জামিন করেছে, ভাইকে নিজের ঘরে থাকতে দিছে।ভাই কাজ কাম করতো না, তাই যে ভাই জামিন...
14/07/2025

আপন ভাইকে দেনা করে ৪০ হাজার টাকায় জেল থেকে জামিন করেছে, ভাইকে নিজের ঘরে থাকতে দিছে।
ভাই কাজ কাম করতো না, তাই যে ভাই জামিন করাইছে সে কাজ করার জন্য তাগাদা দিত।

জেল ফেরত সেই জাNoয়ার ২ টা নিষ্পাপ বাচ্চা এবং তাদের মা কে জbaই করে হত্যা করে পালিয়ে গেছে।

তিনটা লাশ পড়ে আছে বিছানায়।

জানিনা কি নির্মম ভাবে মেরেছে, হয়তো আগে মা-কে ঘুমন্ত অবস্থায় মুখ চেপে ধরে এরপর নিষ্পাপ বাচ্চাগুলোকে।

এটা যখন লিখছি আমার গা শিউরে উঠছে কল্পনা করে।
এই বাচ্চাদের জায়গায় আমি আমার ভাগিনা, ভাগ্নী দের কথা ভাবছি।
কিভাবে নিতে পারতাম জানিনা।

এই দেশের মানুষের সাইকো হয়ে যাচ্ছে দিনকে দিন,দেশের সব ক্যাটাগরির মানুষের মাঝে একধরনের হিংস্রতা, সাইকো খুনির মাইন্ডসেট তৈরী হচ্ছে।

এদের মাঝে কোন আক্ষেপ নাই, এদের মাঝে ভালো হওয়ার কোন লক্ষ্মণ নাই,এদের আদর-যত্নে রাখলেও এরা একই থাকবে।

এটা কোনভাবে সামান্য বিষয় না।
শরীরের অসুখ হলে হাসপাতালে দৌড়াদৌড়ি শুরু করে মানুষ অথচ মনের অসুখ হলে মানুষ পাত্তা দেয়না,উল্টো হাসাহাসি করে।
অথচ শারীরিক অসুস্থতার সমান-ই মানসিক অসুস্থতা।

এই দেশের সিরিয়াস গবেষণা হওয়া এবং সেটার জন্য কাজ করা ফরজ হয়ে গেছে।

খুনি খুন করে, দা নিজের খাটের নিচে রেখে, মোবাইল বিক্রি করে পালিয়ে গেছে।

মানুষ কথায় কথায় খুনে মেতে উঠে।
সামান্য কারণে মানুষ খুন করে বসে।

এদেশে তুচ্ছ ঘটনায় যে অপরাধ হয় তা মনেহয় পৃথিবীর আর কোথাও হয়না।

এরা গায়ে ধাক্কা লাগলে খুন করে,
এদের কেউ কটু কথা বললে খুন করে,
এদের নিয়ে হাসলে এরা খুন করে,
এরা বিনা কারনে মান চাইছে মারামারিতে লাগে,
এরা ফেসবুক কমেন্ট, রিয়েক্ট নিয়ে যুদ্ধ লাগাই দেই।

কোথায় যাচ্ছে মানুষের মানসিকতা?

দিন দিন সবাই সাইকো খুনি হচ্ছেনা?
©সাইবার ৭১

হতাশা 😔কিন্তু মুখে হাসি সবসময় এ থাকে 🙂
14/07/2025

হতাশা 😔

কিন্তু মুখে হাসি সবসময় এ থাকে 🙂

অভিনয়ের জগতে আমরা সবাই অভিনেতা। হয় সত্যতায়, না হয় মিথ্যের ছোঁয়ায়।
06/07/2025

অভিনয়ের জগতে আমরা সবাই অভিনেতা।
হয় সত্যতায়, না হয় মিথ্যের ছোঁয়ায়।

30/06/2025

দুপুরের শুভেচ্ছা রইল

Alhamdulillah

30/06/2025

ঝগডার চর বাজারে আগুন শেরপুর জেলা

ভিডিও লাইভ : Rubel Hasan ভাই

তারিখ : ৩০/০৬/২০২৫ সকাল ৫ টা

Address

Manda

Telephone

+8801611372441

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayem shikder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category