
08/07/2025
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৬ জুলাই ঢাকায় আসছে পাকিস্তান দল। মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। স্কোয়াডে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান ও হারিস রউফের মতো তারকারা। বিসিবি প্রকাশিত সূচি অনুযায়ী, ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়েই সিরিজটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। বর্তমানে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। এর আগে পাকিস্তান সফরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল শান্ত-মুস্তাফিজরা।