Daily Post

Daily Post Daily Post – Your Daily Dose of Inspiration & Insights! 🚀 Stay ahead with motivation, news, tech & lifestyle. Explore. Evolve.📍 Follow for fresh perspectives!

Get thought-provoking stories, trending updates & smart insights to fuel your day. 🔹 Elevate.

20/06/2025
অসাধারণ বিশ্লেষণ ❤️❤️❤️
27/05/2025

অসাধারণ বিশ্লেষণ ❤️❤️❤️

মুতি আই হুতি যা | BNP | শামসুজ্জামান দুদু | হান্নান মাসুদ | ইশরাক | হাসনাত আবদুল্লাহ | Malek Afsary

আওয়ামীলীগ এর থেকেও খারাপ অবস্থা বিএনপি র😝😜 Bangladesh Nationalist Party-BNP
25/05/2025

আওয়ামীলীগ এর থেকেও খারাপ অবস্থা বিএনপি র😝😜 Bangladesh Nationalist Party-BNP

25/05/2025

বাংলাদেশের রাজনীতিবিদদের বিনীতভাবে বলছি, এই লিখাটি দয়া করে পড়বেন।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত কতজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী হয়েছেন—বলতে পারেন? কয়জনের নাম মানুষ মনে রেখেছে? কয়জনের নাম ইতিহাসে আছে?

আমি সবচেয়ে বেশি যে নামগুলো শুনেছি—শেখ মুজিব, মেজর জিয়া, এরশাদ, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা। তাছাড়া মাওলানা ভাসানী, শেরে বাংলা, শহীদ সোহরাওয়ার্দী। এরশাদ ও শেখ হাসিনার বিষয়ে আপনারা ভাল জানেন জানেন।

এছাড়া কোনো মন্ত্রী, এমপি এমন কাজ করে গেছেন যে তাদের জাতি মনে রেখেছে বা মনে রাখবে? কিছু নেতা প্রায় অর্ধ-মৃত, কিন্তু কোনো চিন্তা নেই—যা মন চায় তাই বলে যাচ্ছেন। আপনারা হয়তো এমপি হবেন, মন্ত্রী হবেন—কিন্তু তারপর কী হবে? আপনাদের অনেক বন্ধুরা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনি নিজেও হয়তো মনে রাখেননি তাদের।

তো, আপনাদের কী হবে?

বিগত দিনের কথা মনে করুন। সালমান এফ রহমান, আনিসুল হক, ওবায়দুল কাদের—কোথায় আজ তারা? কোথায় তাদের স্ত্রী-সন্তান, পরিবার?
এখন ওনাদের আত্মীয়-স্বজন ওনাদের পরিচয় দেন না, খবরও নেন না, কথা বলেন না।

যে এমপি-মন্ত্রীরা এখন ভারতে আছেন, তাঁদের কেউ যদি মারা যায়, কোথায় কবর দেবেন—বলুন? তাঁদের পরিবার তো তাঁদের লাশ দেশে নিয়ে আসবেন না। এজন্যই কি রাজনীতি? এর নাম কি রাজনীতি? কী লাভ এসব মন্ত্রী-এমপি হয়ে? যদি ক্ষমতা না থাকলে চোরের মতো পালাতে হয়, দেশ ছাড়তে হয়—তাহলে এমন মন্ত্রী-এমপি হওয়ার চেয়ে তো সিকিউরিটি গার্ড হওয়াই ভালো।

আজ চিন্তা করুন—যে সরকারই ক্ষমতায় থাকুক, রিকশাচালকের কোনো সমস্যা নেই, দিনমজুরের কোনো সমস্যা নেই। নিজের বাড়িতে রাতে শান্তিতে ঘুমায়, স্ত্রী-সন্তানের সাথে থাকে।

আজ বেনজির কোথায়? ডি.বি. হারুন কোথায়? ডিআইজি হাবিব কোথায়?

নির্বাচন-নির্বাচন নিশ্চয়ই চাইবেন।

ড. ইউনূসের মাথায় আছে—আপনারা বড় দল, আপনারা নির্যাতিত। এ জন্যই প্রথমে আপনাদের সবাইকে জেল থেকে মুক্ত করে দিয়েছেন।
ড. ইউনূস জুনের পর থাকবেন না, এটা নিশ্চিত।

তাঁকে সংস্কারে সহায়তা করুন—আপনাদের ভালো হবে।
না হয় এমন চিপায় পড়বেন, তখন চিৎকার করেও লাভ হবে না।

মানুষকে পিচ্চাব দিয়ে ভাসিয়ে দেবেন, দুদু স্যার থুতু দিয়ে ডেকে দেবেন—এগুলো শিক্ষিত মানুষের ভাষা না, চোর-ডাকাত আর স*ন্ত্রাসীর ভাষা।

মুরগির রান খাওয়ার পরও যদি আচরণ ভালো না হয়, তাহলে মুরগিতেই সমস্যা ছিল।

ছোটরা যদি ভুল করে—ওরা অবুঝ।
আপনিও যদি মুরব্বি হয়ে একই ভাষায় কথা বলেন—আপনার তো চিকিৎসা জরুরি।

এসব না করে নিজেদের ওজন বুঝুন। আপনাদের স্থান এত নীচে নয় , অনেক উপরে ছিল ।

আপনারা দেশের সবচেয়ে বড় দল। আপনাদের ইগনোর করা অসম্ভব।
ড. ইউনূসকে ভয় দেখিয়ে লাভ নেই।
শেখ হাসিনা উনাকে পদ্মায় চুবাতে বলে নিজেই নাই হয়ে গেছেন।

যতই অহংকার করবেন, হিং*স্র হবেন—পতন তত দ্রুত হবে।
জনগণের ঘৃণা বাড়ছে আপনাদের প্রতি ।
জনগণের ঘৃণা বাড়লেও আপনারাই ক্ষমতায় যাবেন।

তবে আপনাদের মধ্যে যদি লোভ, হিংসা, অহংকার, অশ্রদ্ধা একই প্রক্রিয়ায় চলতে থাকে—তাহলে ক্ষমতার আনন্দ দীর্ঘস্থায়ী হবে না।
সঠিক সময়ে হেলিকপ্টারও থাকবে না, সেনানিবাসেও আর জায়গা দেওয়া হবে না।

সবাইকে এই লিখাটি শেয়ার করার বিনীত অনুরোধ রইল।

#বাংলাদেশ াংলা

24/05/2025

Live

23/05/2025

কী অদ্ভুত তাই না..?
একজন উপদেষ্টা পদ ছেড়ে জনগণের কাতারে এসেছেন। জৌ'লুশ পূর্ণ জীবন ছেড়ে বেছে নিয়েছেন দীর্ঘ পথ। আরেকজন জোর করে ক্ষম'তার দাপট দেখিয়ে ভাড়া করা মানুষ এনে বিরিয়ানি খাইয়ে ঢাকাবাসীকে জি'ম্মি করে মেয়র হওয়ার জন্য যু'দ্ধ শুরু করতেছে!ল'জ্জা তোমার জন্য ইশরাক|
আগে যতটুকু সম্মান পাইতা তাও শেষ করলা নিজেই!

23/05/2025

হ্ক কথা......

"কথা বল‌লে গ্রেফতার , প্রতিবাদ কর‌লে গুম আর রাজপ‌থে নামলে গু‌লি - এই নিয়‌মে মিশ‌রে ৩০ বছর স্বৈরশাসন চালাইছিল "হোসনি মোবারক"।

২০১১ সালে গণঅভ‌্যুত্থা‌নে পতন হয় মোবার‌কের। তার ক‌য়েক মাস পর ক্ষমতায় আ‌সেন "মোহাম্মদ মুরসি"।

প্রথমবারের মতো গণতন্ত্র পেয়ে এটা চাই, ওটা চাই, এরকম সং‌বিধান চাই, ওরকম সং‌বিধান চাই, ডানপ‌ন্থি নিপাত যাক, বামপ‌ন্থি নিপাত যাক - এসব আ‌ন্দোলন কর‌তে কর‌তে এক পর্যা‌য়ে বামপ‌ন্থিরা দা‌বি তুললো মুর‌সি‌কেই চাই না।

এদা‌বি‌তে প্রতি‌বেশী ইসরা‌য়েল, সৌ‌দি আরবসহ মুর‌সি বি‌রোধী অভ্যন্তরীণ শক্তি সমর্থনও দিয়ে‌ছিল। ফ‌লে ২০১৩ সা‌লে আবার রক্তপাত হয়।

সরকার অচল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ দে‌শে কাজকর্ম সব বন্ধের অবস্থা। অ‌স্থিরতার সু‌যো‌গে ক্ষমতা দখল‌ কর‌লেন "জেনারেল সি‌সি"। এরপর থে‌কে মিশ‌রে আ‌ন্দোলন তো দূ‌রে থাক, টু শব্দও নাই! কোন বেডার সাহস নাই সরকারের বিরুদ্ধে কিছু বলার!

মুর‌সি সমর্থকদের হত‌্যার পর, মুর‌সি বি‌রোধী বাম‌দের আদ‌র্শের স‌ঙ্গে পাছাও লাল ক‌রে দেন "জেনারেল সি‌সি"। স্বৈরাচার "হোস‌নি মোবারকরেও" জেল থে‌কে ছে‌ড়ে দেন। বেচারা আ‌য়ে‌শে বা‌কি জীবন কা‌টি‌য়ে রাষ্ট্রীয় মর্যাদায় সমা‌হিত হ‌য়ে‌ছেন।

‌"মোবারকের " আম‌লের নিপীড়করা জেল থে‌কে ছাড়া পে‌য়ে এখন সম্মানিত ব‌্যক্তি। কেউ বড় প‌দে, কেউ আবার অবস‌রে। ডান, বাম, মধ‌্যপ‌ন্থীসহ সব ধারার অভ‌্যুত্থানকারীরা হয় জে‌লে, নয়তো বি‌দে‌শ কিংবা দৌ‌ড়ের ওপ‌রে আছে।

কথা বল‌লে গ্রেফতার, প্রতিবাদ কর‌লে গুম আর রাজপ‌থে নামলে গু‌লি - এই নিয়‌মে বিগত ১২ বছর মিশ‌র চালা‌চ্ছেন "জেনারেল সি‌সি"।(মনসূর আলী স্যার)

এবার আসেন ইতিহাস দিয়ে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের ও ভবিষ্যত কল্পনা করি:

বিগত ১৬ বছর হাসিনার কার্যক্রম ছিলো ঠিক ৩০ বছরের স্বৈরশাসক "হোস‌নি মোবারকের "মতো অবস্থা।
বিএনপি ,ডান ,বাম,জামাত কাউকে ছাড় দেয়নি গ্রেফতার ,গুম ,খুন,মামলার কথা সবাই জানেন!

তারপর হয় স্বৈরাচার বিরোধী আন্দোলন , ক্ষমতায় আসে ঠিক "মোহাম্মদ মুরসির" মতো "ড.ইউনূস"।

তারপর পূর্ণ গণতন্ত্র পাইলো বাংলাদেশ!
ক্ষমতা নেয়ার ১০ মাস, সবার এই চাই ,সেই চাই ,অবরোধ ,ব্লকেড ,মার্চ টু যমুনা এরকম সংবিধান চাই, ঐরকম সংবিধান চাই, ক্ষমতা চাই,এদিকে বিএনপি, জাতীয় পার্টি নির্বাচনের প্রেশার,লীগের কথা তো বাদই দিলাম।

বিএনপি ইউনূসকে একটা কাজও ঠিক মতো করতে দিচ্ছেনা ,দৌড়ের উপরে রাখছে সবসময়। ঐদিকে ভারত ইউনূস বিরোধী , নারী সংস্কার ও করিডোর ইস্যুতে ইনূসের বিরুদ্ধে জনগণকে লেলিয়ে দিতে চাচ্ছে। যেটা মূলত রাজনৈতিক দলগুলো কোন ধরনের সমালোচনা ছাড়াই সমাধান করতে পারতো। কেন নির্বাচনের প্রেশারে রাখতে তারা সেই সহযোগিতাটুকু করছেনা।

একদিন হুট করে শুনবেন , ড.ইউনূস আউট। মানে "মিশরের মুরসির" মতো অবস্থা! হয়তো পরবর্তী নির্বাচিত সরকার কিংবা তৃতীয় একটা শক্তি "জেনারেল সিসি" এর মতো কেউ ক্ষমতায় আসবে। যার পরিচয় হবে নতুন স্বৈরাচার মানে শক্তি হবে স্বৈরাচার হাসিনার থেকে দ্বিগুণ।

তারপর এই অভাগা জাতি কঠোর স্বৈরাচারী আচরণে স্বীকার হবে। ২৪ এর আন্দোলনকারীরা জেল ,গুম, খুনের স্বীকার হবে। যারা সরকারের কাছে ন্যায্য অধিকার চাইতে যাবে তাদেরকেও ইচ্ছেমতো ঠেঙ্গাইবে। সরকারের বিরোধিতা করলে তো দেশ ছাড়া করবেই।

এই জাতির ক্ষমতার লোভ বেশি। গোমালী করার স্বভাবের কারণে কখনো ভাগ্য পরিবর্তন করতে পারবেনা।
এই অভাগা প্রজম্মের ভবিষ্যত অন্ধকার, কেউ পরবর্তী প্রজম্মের ভবিষ্যত কিংবা দেশ নিয়ে ভাবেনা। সামনে ভয়ংকর বিপদ অপেক্ষা করছে। দেশপ্রেমিক হইলেই কারো বিরুদ্ধে কিছু বললেই বিপদে পড়বে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বলছে ,আমাদের কপালে সুখ বলতে কিছু আসবে বলে মনে হচ্ছেনা। সামনের পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে।
(সংগৃহীত)

এই বিপ্লব কোনো দলের নয়—এটা আল্লাহর মাস্টার প্ল্যান!১৭ বছর ধরে এই দেশের মানুষ জুলুম, দুর্নীতি, ও স্বৈরশাসনের শিকার। মজলু...
11/05/2025

এই বিপ্লব কোনো দলের নয়—এটা আল্লাহর মাস্টার প্ল্যান!

১৭ বছর ধরে এই দেশের মানুষ জুলুম, দুর্নীতি, ও স্বৈরশাসনের শিকার। মজলুমদের কান্না আরশে আজীম পর্যন্ত পৌঁছে গেছে। আজকের এই ছাত্র-জনতার জাগরণ কোনো রাজনৈতিক দলের পরিকল্পনা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক মহাপরিকল্পনার বাস্তবায়ন।

“বলুন, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান।”
— সূরা আলে ইমরান: ২৬

এই আন্দোলনের নেতৃত্বে যারা আছে, তারা কোনো পলিটিক্সের হাতের পুতুল নয়—তারা আল্লাহর বেছে নেওয়া সৈনিক। তাদের ভেতরে কোনো ক্ষমতার লোভ নেই, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আছে।

“তারা ষড়যন্ত্র করেছিল, আর আল্লাহও কৌশল করেছিলেন। বস্তুতঃ আল্লাহর কৌশলই সর্বোত্তম।”
— সূরা আনফাল: ৩০

ভাই ও বোনেরা, এটা কোনো সাধারণ আন্দোলন নয়—এটা একটি দোয়ার ফল, একটি প্রজন্মের জাগরণ, এবং সবচেয়ে বড় কথা—আল্লাহর সিদ্ধান্ত।

তাই এখনই সময়, সিজদায় পড়ে শুধু বলো:
“আলহামদুলিল্লাহ! হে আল্লাহ, আমাদের এই বিপ্লব সফল করো, ন্যায়ের বিজয় দাও, এবং আমাদের সবসময় তোমার পথেই রাখো।”

#আল্লাহর_মাস্টারপ্ল্যান
#নতুন_বাংলাদেশ
#ছাত্র_জনতার_বিপ্লব
#আল্লাহর_দয়া
#স্বৈরাচার_পতনের_শুরু
#জুলুম_নেই_আর_না
#আমার_দেশ_আমার_স্বপ্ন
#তরুণদের_জাগরণ
#সত্যের_পক্ষে
#দোয়ার_বিপ্লব

🎬 বাংলা সিনেমার মহা মহা লিভিং লিজেন্ড — সাকিব খান 🇧🇩বাংলাদেশের চলচ্চিত্র জগতে এমন কিছু কিংবদন্তি নাম রয়েছে, যাদের অবদান ...
27/04/2025

🎬 বাংলা সিনেমার মহা মহা লিভিং লিজেন্ড — সাকিব খান 🇧🇩

বাংলাদেশের চলচ্চিত্র জগতে এমন কিছু কিংবদন্তি নাম রয়েছে, যাদের অবদান শুধুমাত্র দেশের সীমান্তে নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের প্রভাব বিস্তার করেছে। সাকিব খান, সেই বিরল এক নাম, যিনি বাংলা সিনেমাকে বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করার পথিকৃৎ হিসেবে স্মরণীয় হয়ে আছেন। তার অসাধারণ প্রচেষ্টায় বিশ্বব্যাপী বাংলা সিনেমার মুক্তির যাত্রা শুরু হয়েছে, যা বাংলা চলচ্চিত্রকে সারা পৃথিবীর অন্তরে পৌঁছে দিয়েছে।



🌟 সাকিব খানের সংক্ষিপ্ত পরিচিতি:
• পূর্ণ নাম: মাসুদ রানা শেখ
• জন্ম: ২৮ মার্চ ১৯৭৯, গোপালগঞ্জ, বাংলাদেশ
• অভিনয়ে অভিষেক: ১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে
• কর্মজীবন: দুই দশকেরও বেশি সময় ধরে ২৫০টিরও বেশি সিনেমায় অভিনয়
• উপাধি: “কিং খান”, “ঢালিউড কিং”, “নাম্বার ওয়ান সাকিব খান”



🏆 অর্জনসমূহ:
• ৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার
• ৮টি মেরিল-প্রথম আলো পুরস্কার
• বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন
• বিশ্বব্যাপী বাংলা সিনেমার মুক্তির পথিকৃৎ



🌍 বিশ্বব্যাপী বাংলা সিনেমার মুক্তির পথিকৃৎ:
শাকিব খান শুধু একজন জনপ্রিয় অভিনেতাই নন, তিনি বাংলা সিনেমার জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছেন। তার চলচ্চিত্র শুধু দেশের পরিসরেই আটকে থাকে না, বরং বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায়। ইতালি, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিশ্বের নানা প্রান্তে তার সিনেমাগুলি মুক্তি পেয়েছে, যা বাংলা সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করেছে। তিনি বাংলা সিনেমার ইতিহাসে বিশ্বব্যাপী মুক্তির এক নতুন মাইলফলক স্থাপন করেছেন।



🎥 সাম্প্রতিক ব্যবসাবহুল ব্লকবাস্টার মুভি:
১. বরবাদ (Borbaad)
মুক্তির তারিখ: ৩১ মার্চ ২০২৫
পরিচালক: মেহেদী হাসান হৃদয়
অভিনয়: শাকিব খান, ইধিকা পল, জিসু সেনগুপ্ত, মিশা সওদাগর
বাজেট: ১৫–১৮ কোটি টাকা

২. রাজকুমার (Rajkumar)
মুক্তির তারিখ: ১১ এপ্রিল ২০২৪
পরিচালক: হিমেল আশরাফ
অভিনয়: শাকিব খান, কোর্টনি কফি, মাহিয়া মাহি

৩. তুফান (Toofan)
মুক্তির তারিখ: ২৬ এপ্রিল ২০২৪
পরিচালক: রাইহান রাফি
অভিনয়: শাকিব খান, মিমি চক্রবর্তী, মাশুমা রহমান নাবিলা



🎬 আসন্ন সিনেমা:
১. তাণ্ডব (Tandob)
মুক্তির তারিখ: ২০২৫ সালের ঈদ-উল-আজহা
পরিচালক: রাইহান রাফি
অভিনয়: শাকিব খান



❤️ কেন আমরা সাকিব খানকে ভালোবাসি:
• দেশপ্রেম: দেশীয় চলচ্চিত্রের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য।
• মানবিকতা: সামাজিক কাজ ও দানশীলতায় তিনি সবসময় এগিয়ে।
• নেতৃত্ব: নতুন প্রজন্মের অভিনেতাদের জন্য তিনি এক অনুপ্রেরণা।
• বিশ্বমানের সিনেমা নির্মাণের নেতৃত্ব: বাংলা সিনেমাকে বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি।



🎬 শাকিব খান: আরও কিছু গুরুত্বপূর্ণ দিক:
• অভিনয়ের বিস্তৃতি: সাকিব খান শুধু একজন রোমান্টিক নায়ক নন, তিনি শক্তিশালী অ্যাকশন দৃশ্যে সমান দক্ষ।
• চলচ্চিত্রে সামাজিক প্রভাব: তার সিনেমাগুলোর মধ্যে সামাজিক বার্তা যেমন পরিবার, ভালোবাসা, এবং ন্যায়বিচারের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।
• ভবিষ্যত পরিকল্পনা: শাকিব খান চলচ্চিত্রের পাশাপাশি নতুন সিনেমার প্রযোজনার পরিকল্পনাও করছেন।



#সাকিব_খান #বাংলা_সিনেমা #গর্ব #বরবাদ #রাজকুমার #তুফান #তাণ্ডব #বাংলাদেশ #শাকিব_খান_কিং

“এখনই সময়! ড. ইউনুসের নেতৃত্বে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ!”যখন একটি জাতি এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে,...
24/04/2025

“এখনই সময়! ড. ইউনুসের নেতৃত্বে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ!”

যখন একটি জাতি এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, তখন ইতিহাসে কিছু বিরল মুহূর্ত আসে — যেগুলো পুরো জাতির ভাগ্য বদলে দিতে পারে।

আজ বাংলাদেশ সেই মোড়ের সামনে দাঁড়িয়ে, যেখানে ড. মুহাম্মদ ইউনুস-এর মতো একজন বিশ্ববরেণ্য, সাহসী ও দূরদর্শী নেতার হাত ধরে আমরা দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি হয়ে উঠতে পারি।

এটা শুধু একজন ব্যক্তির নেতৃত্ব নয় — এটা একটি স্বপ্ন, একটি সম্ভাবনা, একটি দায়িত্ব।

ড. ইউনুস বিশ্বজুড়ে সম্মানিত, শান্তিতে নোবেলজয়ী, যিনি প্রমাণ করেছেন কীভাবে অর্থনীতি, প্রযুক্তি ও মানবিক মূল্যবোধকে একত্র করে কোটি মানুষের জীবনে পরিবর্তন আনা যায়।

দেশের ৮০-৯০ শতাংশ মানুষ আজ একটাই দাবি তুলছে — উনাকে সময় ও সুযোগ দেওয়া হোক, যাতে তিনি এই দেশের ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করতে পারেন:
• সামরিক সক্ষমতা
• প্রযুক্তিগত উন্নয়ন
• অর্থনৈতিক স্থিতিশীলতা
• শিল্প ও কৃষির পুনর্জাগরণ
• শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন
• বিশ্বদরবারে বাংলাদেশের সম্মান বৃদ্ধি

আসুন, আমরা দল-মতের ঊর্ধ্বে উঠে ভাবি —
এই মানুষটির হাতে দায়িত্ব তুলে দেওয়া মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোর পথ তৈরি করা।

বিশ্বাস করেন, ড. ইউনুসের মত নেতৃত্ব পাওয়া জাতির জন্য আল্লাহর বিশেষ রহমত।
এখনই সময় এই সুযোগ কাজে লাগানোর। নয়তো ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

#ডইউনুস #বাংলাদেশরাইজিং

Address

Manda

Alerts

Be the first to know and let us send you an email when Daily Post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Post:

Share