Hashtag Maria

Hashtag Maria Hello, I am Maria ✨


This is my page Where I'll be sharing my photos ||lifestyle videos || Daily vlogs. 🇧🇩
For Sponsor & Promotional work inbox 📩
(16)

শুভ সকাল বলবো নাকি শুভ দুপুর 🤔🙆‍♀️
01/07/2025

শুভ সকাল বলবো নাকি শুভ দুপুর 🤔🙆‍♀️

একটা জীবন বুঝলেনতো! একটাই জীবন! একদিন সকালবেলা জানালাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে ব্যাস! বেলা ফুরালো!
28/06/2025

একটা জীবন বুঝলেনতো!
একটাই জীবন!
একদিন সকালবেলা জানালাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে
ব্যাস! বেলা ফুরালো!

🌸✨
23/06/2025

🌸✨

Some people's POV: সিগারেট 🚬 হাতে নিয়া জ্ঞান দেয়, "দুধ চা☕খাইস না,হেলথ্ এর জন্য ভালো না 🙂
23/06/2025

Some people's POV:
সিগারেট 🚬 হাতে নিয়া জ্ঞান দেয়, "দুধ চা☕খাইস না,হেলথ্ এর জন্য ভালো না 🙂

কম্পিটিশন এতই বেড়ে গেছে যেকাউকে দুটো দুঃখের কথা বললে সে নিজের দশটা শুনিয়ে দেয় 🐸 🤦‍♀️
22/06/2025

কম্পিটিশন এতই বেড়ে গেছে যে
কাউকে দুটো দুঃখের কথা বললে সে নিজের দশটা শুনিয়ে দেয় 🐸 🤦‍♀️

আজকের লাঞ্চ আম্মুর হাতের তেহেরী ❤️
21/06/2025

আজকের লাঞ্চ
আম্মুর হাতের তেহেরী ❤️

“নিজের উপর নিজের বদনজর”অনেকে নিজের ব্যাপারে কিছু বললেই বিপদে পড়েন যেমন :1. আয়নায় নিজেকে দেখে মুগ্ধ হওয়ার পরেই মুখে ব্রণ ...
21/06/2025

“নিজের উপর নিজের বদনজর”

অনেকে নিজের ব্যাপারে কিছু বললেই বিপদে পড়েন যেমন :

1. আয়নায় নিজেকে দেখে মুগ্ধ হওয়ার পরেই মুখে ব্রণ উঠা বা চেহারার মলিনতা।
2. কোনো কাজের আগে বেশি এক্সাইটেড হলে সেটা নষ্ট হয়ে যাওয়া।

এটা অনেক সময় নিজের চোখ দিয়ে নিজের ওপরই বদনজর লাগার ফল। মূলত ব্যক্তি জ্বীন দ্বারা প্রভাবিত হলে, তার ভেতরের শাইতানই নিজের চোখ দিয়ে বদনজর দেয়।

ইসলামী চিকিৎসা (৩-৭ দিন):
1. অযুর পানি বালতিতে জমিয়ে গোসল করুন।
2. প্রথমে সেই পানি মাথা ও শরীরে ঢালুন।
3. এরপর ফ্রেশ পানি দিয়ে গোসল করুন।
সহায়ক দোয়া ও আমল:
•সূরা ফালাক, নাস (৩ বার করে, সকাল-সন্ধ্যায়)
•আয়াতুল কুরসী (নামাজের পর, ঘুমের আগে)
•“মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ” প্রশংসা শুনলে বা বললে।

আত্মপ্রশংসা এড়িয়ে চলুন, সব কিছুতে আল্লাহর শুকরিয়া আদায় করুন।
আল্লাহই হেফাজতকারী।।।।। © 🤲🤲🤲

দেখে আসলাম তান্ডব 🍿🎬সিনেমা ভালো তবে যতোটা হাইপ সে অনুযায়ী আহামরি কিছু মনে হয় নি 😬তবে শাকিব খান অভিনয়ে নিজেকে অনেক ইম্প্র...
16/06/2025

দেখে আসলাম তান্ডব 🍿🎬
সিনেমা ভালো তবে যতোটা হাইপ সে অনুযায়ী আহামরি কিছু মনে হয় নি 😬
তবে শাকিব খান অভিনয়ে নিজেকে অনেক ইম্প্রুভ করেছে।

Morning Fuel ❤️☕Good morning everyone 🫰
16/06/2025

Morning Fuel ❤️☕

Good morning everyone 🫰

গ্রীষ্মের পপুলার ব্রেকফাস্ট আইটেম আম দুধ মুড়ি ❤️
13/06/2025

গ্রীষ্মের পপুলার ব্রেকফাস্ট আইটেম আম দুধ মুড়ি ❤️

মানুষ ব্যস্ততার কারণে পেজে একটিভ থাকতে পারে না আর আমি  অলসতার কারণে পারি না 🙃বাই দ্যা ওয়ে শুভ সকাল 🌸
10/06/2025

মানুষ ব্যস্ততার কারণে পেজে একটিভ থাকতে পারে না আর আমি অলসতার কারণে পারি না 🙃

বাই দ্যা ওয়ে শুভ সকাল 🌸

পছন্দের খাবার। বানাতে একটু কষ্ট হলেও নিজের হাতে বানিয়ে খেতে অন্যরকম লাগে ❤️বাই দ্যা ওয়ে শেপ ঠিক না থাকলেও টেস্ট একদম ঠিক...
03/06/2025

পছন্দের খাবার।
বানাতে একটু কষ্ট হলেও নিজের হাতে বানিয়ে খেতে অন্যরকম লাগে ❤️

বাই দ্যা ওয়ে শেপ ঠিক না থাকলেও টেস্ট একদম ঠিক ছিলো 😁

Address

Manda

Alerts

Be the first to know and let us send you an email when Hashtag Maria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share