
Smriti Advertising
- Home
- Bangladesh
- Dhaka
- Smriti Advertising
Smriti Advertising help to publish your advertisement in newspaper, Tv, Radio, online media.
Address
Dhaka
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when Smriti Advertising posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to Smriti Advertising:
Shortcuts
Category
Welcome to our page
প্রযুক্তি নির্ভর আধুনিক পৃথিবীতে প্রচার অন্যতম প্রধান সহায়ক শক্তি। ব্যাক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজন সহ অন্যান্য সকলক্ষেত্রে প্রচারের প্রধান মাধ্যম বিজ্ঞাপন। পত্রিকা, টিভি, রেডিও কিংবা বিলবোর্ডের মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশের জন্য বিজ্ঞাপনী সংস্থাগুলো বাংলাদেশে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। কর্মজীবনের শুরু থেকেই বাংলাদেশের প্রথমসারির দৈনিক পত্রিকার বিজ্ঞাপন বিভাগের গুরুত্বপূর্ন পদে, যুগান্তরে পাঁচ বছর এবং দৈনিক সমকালে দুই বছর সহ পরবর্তীতে দৈনিক ডেসটিনি, বাংলাদেশ সময়, ভোরেরপাতা, বর্তমান এর বিভাগীয় প্রধান হিসাবে অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করার সুযোগ হয়েছে। একই সাথে বাংলাদেশের প্রথিতযশা বরেন্য সম্পাদক গোলাম সারওয়ার, আবেদ খান ও এবিএম মুসা সহ অসংখ্য স্বনামধন্য সাংবাদিক বৃন্দের দিকনির্দেশনায় মিডিয়া জগতকে পরিপূর্নভাবে জানার ও বোঝার সুযোগ পেয়েছি।
বাংলাদেশের মিডিয়া জগতের বিজ্ঞাপন বিভাগের কর্নধার ও অন্যান্য গুরুত্বপূর্ন পদে আসীন ব্যাক্তিবর্গের বেশিরভাগই আমার কর্মজীবনের ঘনিষ্ঠ সহকর্মী কিংবা শুভাকাঙ্খী। ব্যাংক, বীমা, বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপন সংশ্লিষ্ট কর্নধারদের সাথে সুসম্পর্ক ও সারা দেশেরর কয়েক হাজার মফস্বল সাংবাদিক, যাদের মাধ্যমে সারা দেশের বিজ্ঞাপনগুলো সংগৃহিত হয়, তাদের সাথে নিবির ও আস্থার সম্পর্ক তৈরি হয়েছে।
এছাড়াও কর্মজীবনে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের প্রয়োজনে ছোট বড় সকল বিজ্ঞাপনী সংস্থার সাথে সম্পর্ক তৈরি হয়েছে। কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে আধুনিক ধ্যান ধারনার উপর ভিত্তি করে সেবামূলক বিপনন ব্যবস্থার ধ্যান ধারনাকে মূলনীতি করে ২০১৩ সালে প্রতিষ্ঠা করেছি বিজ্ঞাপনী সংস্থা স্মৃতি এ্যাভারটাইজিং।