
05/12/2024
খারাপ সময় কেউ পাশে ছিল না।।পৃথিবীতে ভাই বল, বোন বল, বন্ধু বল, কেউ আপন নয়,, সবাই স্বার্থের জন্য ভালবাসে,, কিন্তু বিয়ের পর মেয়েদের স্বামী ছাড়া যেমন গতি নাই ছেলেদের ও বউ ছাড়া কেউ নাই।
বিয়ে করলেই নাকি ছেলেরা পর হয়ে যায়,,, কথাটাকতটুকু সত্যি?
জীবনের ঘটে যাওয়া কিছু কথা,,, 😓২০১৮ বিয়ে হল। বিয়ের ছয় মাস পর এক্সিডেন্ট। সেই অ্যাক্সিডেন্ট যেন জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে আমাদের। সেই সময় কে আপন কে পর সবাইকে চিনে গিয়েছিলাম। এরই মধ্যে হঠাৎ করে আবার কনসিভ করলাম। অসুস্থ শরীর নিয়েই চেন্নাই গিয়েছি বেশ কয়েকবার চিকিৎসার জন্য। সবকিছু ভালই চলছিল। ডেলিভারির সময় হয়ে এসেছিল।কিন্তু হঠাৎ করে বাচ্চা নড়াচাড়া করছিল না। ভাগ্যের কি নির্মম পরিহাস, বাচ্চা পেটের ভিতরে মারা গিয়েছিল। সেই সময়টা কিভাবে পার করেছি তা আমরাই জানি।।অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে আমার হাজব্যান্ড ব্যবসাই অনেক লস খায় যার পেছনে অনেকেই দায়ী। মানসিকভাবে সে অনেক ডিপ্রেশনে চলে যায়। কিভাবে কি করবে বুঝে উঠতে পারে না।।। মাঝখানে কিছু সমস্যার কারণে আমরা ঢাকা ছেড়ে গাইবান্ধায় চলে যাই,,, ২০২২সাল ছিল তখন,,, ভালোই চলছিলাম গাইবান্ধায় ২-৩ মাস পর জানতে পারলাম আমার শ্বশুর সমস্ত সম্পত্তি বড় ছেলেকে লিখে দিয়েছে,,, তখন ২০২২ সালেও আমরা খুব কষ্ট করেই চলছিলাম কোন জব ছিল না আমার হাজবেন্ডের। আমার আম্মু বেঁচে থাকতে আত্মীয়-স্বজন অনেক লোকজনকে বলেছে একটা চাকরি দেয়ার জন্য কিন্তু কেউ কোন চাকরি দেয়নি,,, চলছিল এভাবেই৷ মাহির হলো এরমধ্যে,,, আমার আম্মু হঠাৎ করে অসুস্থ হল,,,আম্মু বেঁচে থাকা অবস্থায় এটুক অন্তত জেনে গেছে যে তার জামাইয়ের একটা চাকরি হয়েছে,,,
😞কারো হক নষ্ট করে কেউ কখনো ভালো থাকতে পারে না,,, 😞
আমার দুই ছেলে পৃথিবীতে আসার পরেই আল্লাহ আমাদের কপালে ভালো কিছু রেখেছেন,,,
ঢাকায় চলে এসেছি আবার,,,,আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি,,,
কিন্তু কথায় আছে না,,, ভাগ্য কেউ কখনো নিতে পারে না।।।