
27/09/2024
শেখ হাসিনা নিউ ইয়র্ক সফরে এসে দিনের পর দিন হোটেলে অপেক্ষা করতেন যদি আমেরিকান সরকারের কারো সাথে কোনোরকমে একটা মিটিং আয়োজন করা যায়। আমেরিকা সফরে এসে সাদা চামড়ার কারো সাথে মিটিংয়ের একটা ছবি সংবাদপত্রে প্রকাশ নাহলে কি মান ইজ্জত থাকে? তার পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছিলেন হাসিনার ইংল্যান্ড ও আমেরিকা সফরের আগে সেসব দেশের সরকারের উচ্চ পর্যায়ের মানুষের সাথে মিটিং অনুরোধ করে ইমেইল করেছিলেন কিন্তু কেউ উত্তরই দেয়নি। ভারতে হাসিনা আর তার মেয়ে পুতুলের সাথে বাইডেন হলওয়ে তে সেলফি তুলেছিলেন তাও মোমেন এর অনুরোধে এটা নিয়ে দেশে দুই সপ্তাহ ধরে বাচ্চাদের মতো হাসিনা সহ আওয়ামীলীগের ওবায়দুল কাদের কি যে মার্কেটিং করেছে এই সেলফি নিয়ে নেতৃত্বের হাস্যকর উচ্ছ্বাস ঢাকার রাস্তায় লক্ষ টাকা ব্যয়ে বড় বড় বিলবোর্ড নিশ্চয়ই সবার মনে আছে!
Dr Yunus এর ৩ দিনের সংক্ষিপ্ত নিউ ইয়র্ক সফরে যাদের সাথে Bilateral মিটিং করবেন:
১) আমেরিকান প্রেসিডেন্ট
২) আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী
৩) জাতিসংঘের মহাসচিব
৪) জাতিসংঘের মানবাধিকার প্রধান
৫) ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট
৬) বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট
৭) USAID Administrator
৮) নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী
৯) পাকিস্তানের প্রধানমন্ত্রী
১০) নেপালের প্রধানমন্ত্রী
১১) ইতালির প্রেসিডেন্ট
১২) কুয়েতের Crown Prince
১৩) চীনের পররাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনা গত ১৫ বছরে সর্বমোট এত্তজন হাই প্রোফাইল Foreign Dignitaries দের সাথে Meeting করেছেন বলে মনে হয়না! হাসিনা এই ডঃ ইউনুস কে পদ্মা নদীতে চূবাইতে চেয়েছিল, সুদ খুর বলে আরও কত কিভাবে যে তাকে অপমান করেছে তা আমাদের সকলের-ই জানা !
Dr. Yunus এর আন্তর্জাতিক অঙ্গনে সম্মান ও গ্রহণযোগ্যতা বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। ছোটখাটো বিষয়ে অনুযোগ অভিযোগ না করে এই মানুষটিকে সবাই মিলে সাহায্য করেন আমাদের দেশটাকে সঠিক পথে নিয়ে আসতে।
কপি পোস্ট 🇧🇩