জীবন থেকে নেয়া

জীবন থেকে নেয়া Stories & Quotes from life

28/10/2023

চলমান রবিউস সানী মাসের আইয়ামে বীজের নফল রোজাগুলো বাংলাদেশে রাখতে হবে আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর ২০২৩ - রবি, সোম ও মঙ্গলবার। অর্থাৎ ২৮ তারিখ শনিবার দিবাগত রাতে সাহরি খেয়ে রবিবার রোজা শুরু করতে হবে। এরপর পরবর্তী দুই দিন সোম ও মঙ্গলবার রোজা রাখতে হবে। মনে থাকার সুবিধার্থে রোজা শুরু হওয়ার আগের দিনের জন্য ফোনে রিমাইন্ডার সেট করে রাখতে পারেন।

ঢাকা এবং প্বার্শবর্তী এলাকার সময়সূচি
26/10/2023

ঢাকা এবং প্বার্শবর্তী এলাকার সময়সূচি

বহুদিন থেকে দেখছি অবণীকে, ঝগড়া হলে সে বরাবর   চুপচাপ থাকে,কখনো কোন উত্তর দেয়না। আমি ভাবি স্বামী হিসেবে আমাকে সমীহ করে। ক...
25/10/2023

বহুদিন থেকে দেখছি অবণীকে, ঝগড়া হলে সে বরাবর চুপচাপ থাকে,কখনো কোন উত্তর দেয়না। আমি ভাবি স্বামী হিসেবে আমাকে সমীহ করে। কিন্তু বিয়ের পর এতদিন হয়ে গেল কখনোই তার আমার উপর অভিমান হয়না!

যখনি আমাদের মাঝে কোন মনোমালিন্য হয়, সে মাথানিচু করে শুনবে তারপর কিচেনে গিয়ে এক মগ কফি নিয়ে এসে হাতে ধরিয়ে দিয়ে বলবে, 'মাথাটা ঠান্ডা কর'। একা একা বকতে কতক্ষণ আর ভালো লাগে। কফি খেতে খেতে নিজেকে শান্ত করি।

তার এহেন আচরণে বিস্নীত হই। বন্ধু, অফিস কলিগদের জিজ্ঞেস করি, তাদের বউরা তাদের সাথে সমান তালে ঝগড়া করে।

একদিন কৌতূহলবশত প্রশ্ন করলাম, 'তোমার কি কখনোই আমার উপর রাগ হয়না?'

অবণীর উত্তর, 'আবিদ, কে বলেছে তোমার উপর আমার রাগ হয়না!'

আমি বললাম,
'কই রাগ করো? তুমি তো বরাবর চুপচাপ থাকো।'

অবণী :'তোমার উপর রাগ হলেই তো কফি বানাতে যাই।'

আমি: 'কফি বানালেই কি রাগ কমে যায়?'

অবণী:'তোমার কফিতে আমি থুথু দেই।😊'

কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর 😁😁😁
24/10/2023

কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর 😁😁😁

ভালোবাসা নির্দিষ্ট, প্রত্যেক মানুষের জন্য আলাদা। একজনের থেকে ভালোবাসা কেড়ে নিয়ে অন্যজনের জন্য ভালোবাসা প্রমাণ করা যায়...
24/10/2023

ভালোবাসা নির্দিষ্ট, প্রত্যেক মানুষের জন্য আলাদা। একজনের থেকে ভালোবাসা কেড়ে নিয়ে অন্যজনের জন্য ভালোবাসা প্রমাণ করা যায় না। চাইলেও সেটা করা সম্ভব নয়। ভালোবাসা ফেরত নেওয়া যায় না, তাই না?

24/10/2023

কিছু মানুষকে আমি বরাবর অপছন্দ করি কিন্তু আমার রবকে ভয় করি দেখে সম্পর্ক রাখি।

23/10/2023

মানুষের যত বয়স বাড়ে সময়ের সাথে তার মাথা তত নিচু হয়
অন্যকে সমীহ করতে শিখে

Address

Manda

Website

Alerts

Be the first to know and let us send you an email when জীবন থেকে নেয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share