25/10/2023
বহুদিন থেকে দেখছি অবণীকে, ঝগড়া হলে সে বরাবর চুপচাপ থাকে,কখনো কোন উত্তর দেয়না। আমি ভাবি স্বামী হিসেবে আমাকে সমীহ করে। কিন্তু বিয়ের পর এতদিন হয়ে গেল কখনোই তার আমার উপর অভিমান হয়না!
যখনি আমাদের মাঝে কোন মনোমালিন্য হয়, সে মাথানিচু করে শুনবে তারপর কিচেনে গিয়ে এক মগ কফি নিয়ে এসে হাতে ধরিয়ে দিয়ে বলবে, 'মাথাটা ঠান্ডা কর'। একা একা বকতে কতক্ষণ আর ভালো লাগে। কফি খেতে খেতে নিজেকে শান্ত করি।
তার এহেন আচরণে বিস্নীত হই। বন্ধু, অফিস কলিগদের জিজ্ঞেস করি, তাদের বউরা তাদের সাথে সমান তালে ঝগড়া করে।
একদিন কৌতূহলবশত প্রশ্ন করলাম, 'তোমার কি কখনোই আমার উপর রাগ হয়না?'
অবণীর উত্তর, 'আবিদ, কে বলেছে তোমার উপর আমার রাগ হয়না!'
আমি বললাম,
'কই রাগ করো? তুমি তো বরাবর চুপচাপ থাকো।'
অবণী :'তোমার উপর রাগ হলেই তো কফি বানাতে যাই।'
আমি: 'কফি বানালেই কি রাগ কমে যায়?'
অবণী:'তোমার কফিতে আমি থুথু দেই।😊'