ইনসানিয়াত

ইনসানিয়াত "আলহামদুলিল্লাহ" এমন একটি শক্তিশালী শব্দ যা উচ্চারনে আপনার মনে প্রশান্তি আসবে৷ হতাশা দুর হবে ইনশা-আল্লাহ।।

এতো রাগ ভালো না.. 😁
09/08/2025

এতো রাগ ভালো না.. 😁

শাসন নাকি আদর?নিউরোসায়েন্স অনুযায়ী, শিশুদের ব্রেইন চিৎকার (নেগেটিভ স্টিমুলাস) এবং আদর (পজিটিভ স্টিমুলাস) — এই দুই ধরনে...
09/08/2025

শাসন নাকি আদর?

নিউরোসায়েন্স অনুযায়ী, শিশুদের ব্রেইন চিৎকার (নেগেটিভ স্টিমুলাস) এবং আদর (পজিটিভ স্টিমুলাস) — এই দুই ধরনের অভিজ্ঞতার প্রতি সম্পূর্ণ ভিন্নভাবে রেসপন্স করে।

যখন শিশুকে চিৎকার করা হয় বা ভয় দেখানো হয়, তখন তার ব্রেইনে কর্টিসল নামক স্ট্রেস হরমোন নিঃসরণ হয়। এটি শিশুর অ্যামিগডালা (ভয়ের প্রসেসিং এরিয়া) কে অত্যন্ত সক্রিয় করে তোলে। ফলে শিশু আতঙ্কগ্রস্ত হয়, নিরাপত্তাহীনতা অনুভব করে এবং বারবার এমন অভিজ্ঞতা হলে ব্রেইনের এই অংশটি অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়ে। এর ফলে ভবিষ্যতে শিশুর মধ্যে উদ্বেগ, আত্মবিশ্বাসহীনতা ও আচরণগত সমস্যা দেখা দিতে পারে।

এ ছাড়া, ক্রমাগত নেতিবাচক অভিজ্ঞতা নিউরনগুলোর সংযোগ (synapse) গঠনে বিঘ্ন ঘটায়, যার ফলে শেখার সক্ষমতা কমে যেতে পারে।

অন্যদিকে, যখন শিশুকে ভালোবাসা, আদর বা সহানুভূতির সঙ্গে আচরণ করা হয়, তখন ব্রেইনে অক্সিটোসিন ও ডোপামিন নামক “feel-good” হরমোন নিঃসৃত হয়। এটি ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স (যেটি চিন্তা, বিচার, নিয়ন্ত্রণ ইত্যাদি পরিচালনা করে) কে সক্রিয় করে।

এতে শিশুর মধ্যে নিরাপত্তা, আত্মবিশ্বাস, শেখার আগ্রহ এবং ইতিবাচক সামাজিক আচরণ তৈরি হয়। এমন ভালোবাসাময় পরিবেশে নিউরনের মাঝে বেশি বেশি সংযোগ তৈরি হয়, যেটা ব্রেইনের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চিৎকার শিশুর ব্রেইনে ভয় এবং নিরাপত্তাহীনতা গেঁথে দেয়, আর আদর তাকে শেখে ভালোবাসা, বিশ্বাস এবং আত্মনির্ভরতা— যার ভিত্তি তৈরি হয় আজীবন মানসিক বিকাশের জন্য। এজন্য সচেতন, স্নেহভরা এবং সহানুভূতিশীল আচরণই শিশুর ব্রেইনের স্বাস্থ্যকর বিকাশের মূল চাবিকাঠি।

আমারা অনেকেই ওদের অনেক আচরনে খুব বিরক্ত হই, চিৎকার করে ফেলি যা ঠিকনা, এখন থেকে সচেতন হবেন, ধৈর্যের বিকল্প কিছু নেই।



08/08/2025

কচুরিপানার বিল। 🌿

06/08/2025

বৃষ্টিস্নাত বিকেলে গ্রামবাংলার দৃশ্য 🌿

#গ্রাম #বাংলা #প্রকৃতি
゚viralfbreelsfypシ゚viral ゚viralシ ゚

04/08/2025

জলাশয়ের মাঝে ছোট্ট একটি বাড়ি || যে বাড়িতে যাতায়াতের মাধ্যম হলো ⛵ নৌকা।।

04/08/2025

শীতলক্ষ্যা নদীর মোহনায় || বৃষ্টি ভেজা বিকেলে || অসাধারণ প্রকৃতি || 🌿

゚viralfbreelsfypシ゚viral ゚viralシ ゚

03/08/2025

বিমানবন্দরের যাত্রীদের জন্য বিশ্রামাগার। ফ্লাইট অনেক দেরি কিংবা দুর থেকে এসেছেন তাই অনেক ক্লান্ত আপনি বিশ্রামাগারে গিয়ে আরাম করুন। যারা জানেনা বা চিনে না তাদের এই তথ্য দিয়ে সহায়তা করুন। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ। ক্লান্ত শরীর নিয়ে আপনি চাইলে বিশ্রাম নিয়ে নিজেকে সতেজ করতে পারেন। সকলের যাতায়াত নিরাপদ হোক।।

#বিমানবন্দ #বিশ্রামাগার #যাত্রী
゚viralfbreelsfypシ゚viral ゚ ゚viralシ

03/08/2025

হাতিরঝিলের ওয়াটার বুট। অসাধারণ অনুভূতি।।

এই যে দুই বাড়িতে দুটো ফ্যান সারা রাত চলছে।দুটো পড়ার রুমে লাইট-ফ্যান চলছে দীর্ঘ সময়। কই! এ নিয়ে তো কারও কোনো ভাবনা নেই?এদ...
02/08/2025

এই যে দুই বাড়িতে দুটো ফ্যান সারা রাত চলছে।
দুটো পড়ার রুমে লাইট-ফ্যান চলছে দীর্ঘ সময়। কই! এ নিয়ে তো কারও কোনো ভাবনা নেই?

এদের দুইজনকে বিয়ে দিয়ে এক করে দিলো তো এক রুম আর এক লাইট-ফ্যানে দিব্যি চলে যেত। বেঁচে যেত কাতগুলো বিদ্যুৎ, একবার ভেবেছি এ নিয়ে?

খালি এখানের এসি, ওখানের লোডশেডিং এটা ওটা নিয়ে আমাদের ভাবতে ভাবতে দিন শেষ। একবারও ভাবি না বিয়ে উপযুক্ত ছেলেমেয়েদের এক করে দিলে অনেকগুলো বিদ্যুতের সাশ্রয় হয়।

আসুন স্লোগান তুলি—অবিবাহিতদের এক করো, লোডশেডিং মুক্ত দেশ গড়।

হে যুবক বিয়ে কর! এভাবে অপচয় আর কত?

~আদিব সালেহ।

゚viralfbreelsfypシ゚viral ゚viralシ ゚

01/08/2025

শাহজাহানপুর আমতলা মসজিদের মিনার। রাতের অসাধারণ দৃশ্য। খিলগাঁও ফ্লাইওভার থেকে।।

Address

Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইনসানিয়াত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইনসানিয়াত:

Share