Mamun Computers & Technology

Mamun Computers & Technology Indian Visa Process, Online Apply, Travel Ticket Booking, Printing, Photocopy

৭ বছর বয়সী মুসা ১৯ জুলাই মাথায় গুলিবিদ্ধ হয়ে এখনো মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে। বাংলাদেশের ঘৃণিত রাজনৈতিক সহিংসতার শিকার...
07/10/2024

৭ বছর বয়সী মুসা ১৯ জুলাই মাথায় গুলিবিদ্ধ হয়ে এখনো মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে। বাংলাদেশের ঘৃণিত রাজনৈতিক সহিংসতার শিকার এই অবুঝ শিশুটি। ক্ষমতায় টিকে থাকা আর ক্ষমতা থেকে নামানোর লড়াইয়ে সরকারী বাহিনীর গুলিতে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রাজনীতি না বুঝা এই ছোট্ট শিশুটি। ডাক্তাররা বলেছেন, তাকে সুস্থ্য করে তুলতে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করা প্রয়োজন। এখন কথা হচ্ছে চিকিৎসার জন্য এই বিশাল অর্থের ব্যয় ভার কে বহন করবে। এরকম অনেক উদাহরন রয়েছে। অথচ দেশের মানুষ জুলাইয়ের সেই ভয়াবহ দিনগুলো ভুলে গিয়ে যে যার স্বার্থ হাশিল করতে ব্যস্ত। একদল মানুষ ব্যস্ত রয়েছে, কিভাবে আবার ক্ষমতায় বসানো যায় এবং প্রতিশোধ নেওয়া যায়, আরেকদল ব্যস্ত কিভাবে নিজের পছন্দের দলকে ক্ষমতায় বসানো যায়। আর কিছু কিছু মানুষ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় আন্দোলনে ব্যস্ত। কিন্তু মুসার মত এরকম হাজার হাজার গুলিবিদ্ধ আহতরা এখনো মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে, অনেকে হার মেনে মারাও যাচ্ছে। ঠিক যেন মনে হচ্ছে তাদেরকে সবাই ভুলেই গেছে। অথচ বাংলাদেশের মানুষদের প্রথম দায়িত্ব থাকার কথা ছিল, সবার আগে জুলাই-আগষ্টে আহত হওয়া মানুষগুলোর সু-চিকিৎসা নিশ্চিত করা।

26/09/2024

নবিজী বলেছেন, কেয়ামত শুরু হয়ে গেলেও, তোমাদের কারো হাতে যদি কোন গাছের চারা থাকে, সে যেনো তা রোপন করে ফেল।

একজন মানুষের মধ্যে সামান্য পরিমান মনুষত্ববোধ ও মানবতা  থাকলে, এই সমস্ত খুনিদের এবং তাদের দোসরদের সমর্থন করতে পারে না। কি...
01/09/2024

একজন মানুষের মধ্যে সামান্য পরিমান মনুষত্ববোধ ও মানবতা থাকলে, এই সমস্ত খুনিদের এবং তাদের দোসরদের সমর্থন করতে পারে না। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে আমাদের দেশে এখনও অনেক মানুষ প্রকাশ্যে তাদের পক্ষে কথা বলে।

তাদের প্রতিও একটু দয়া দেখিয়েন।
25/08/2024

তাদের প্রতিও একটু দয়া দেখিয়েন।

22/08/2024

এখন ভারতের🇮🇳 হিন্দু ভাইয়েরা কোথায়? ফেনী কুমিল্লা নোয়াখালী এই তিন জেলায় ৬লাখ হিন্দু ভাই-বোনদের মন্দির আর ঘরবাড়ি ডুবাই দিলো।

ড. ইউনুস স্যারকে বলছি 👏, এই ভাইটিকে নোবেল পুরুস্কার 🏆🥇 পাওয়ার ব্যবস্থা করে দিন। আপনার মত এই ভাইটিকেও নিয়ে আমরা গর্ব  করত...
18/08/2024

ড. ইউনুস স্যারকে বলছি 👏, এই ভাইটিকে নোবেল পুরুস্কার 🏆🥇 পাওয়ার ব্যবস্থা করে দিন। আপনার মত এই ভাইটিকেও নিয়ে আমরা গর্ব করতে চাই। সেই সাথে বাংলাদেশও ২টি নোবেল প্রাইজের মালিক হবে। দুইটিই শান্তিতে..........

শিক্ষার্থীদের হাতে ফুল 🌹 দিয়ে কাজে ফিরলেন পুলিশ ভাইয়েরা ❤️। খুবই সুন্দর একটি দৃশ্য। পুলিশ ভাইদের কাছে আমাদের অনুরোধ থাকব...
14/08/2024

শিক্ষার্থীদের হাতে ফুল 🌹 দিয়ে কাজে ফিরলেন পুলিশ ভাইয়েরা ❤️। খুবই সুন্দর একটি দৃশ্য। পুলিশ ভাইদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আর কোনদিন আমাদের এই সন্তানদের শরীরে গুলি ❌ চালাবেন না।নতুন বাংলাদেশে নিজেদের এমনভাবে গড়ে তুলুন 🦸‍♂️, যেনো বাংলাদেশের নিরাপরাধ জনগন আপনাদের কাছে নিজেদের নিরাপদ 👦 মনে করে।

13/08/2024

বিশ্বজিৎ বারবার বলেছিলো,
আমি হিন্দু,আমার প্যান্ট খুলে দেখাই।
তখন কাউকে আন্দোলন করতে দেখা যায়নি। ইন্ডিয়াও চুপ ছিল।

12/08/2024

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ভাই বোনদের বাংলাদেশি ভাবা শিখুন,
সংখ্যালঘু নয়!

11/08/2024

ধর্ম ও দল যার যার, দেশটা সবার। আসুন সবাই মিলে মিশে থাকি।
আমরা সবাই বাংলাদেশী।

08/08/2024

সবাই সাবধানে থাকবেন। যখনই সন্দেহজনক কিছু চোখে পড়বে বা কানে আসবে সাথে সাথে সতর্ক হয়ে যাবেন। এবং আশেপাশের সবাইকে সতর্ক করার চেষ্টা করবেন।
# সবাই মোবাইলে রিংটোন বাড়িয়ে রাখেন।
# বিপদের সময় ফেসবুক গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে কল দিতে কেউ অনীহা করবেন না।
# শক্ত একটা লাঠি সবসময় হাতের কাছে রেখে দিবেন।
# সম্ভব হলে প্রতি দুই ঘন্টা অন্তর আপনার বারান্দায় দাঁড়িয়ে আশেপাশের পরিবেশ বুঝার চেষ্টা করবেন।
# একটা বাঁশি কিনে রাখবেন যাতে বিপদের সময় জোরে জোরে হুইসাল বাজাতে পারেন।

সবাই এই পোষ্টটি শেয়ার করে অথবা লেখা কপি-পেস্ট সবাইকে জানিয়ে দিন।

সবাইকে ধন্যবাদ।

08/08/2024

ডাকাত প্রতিরোধে প্রত্যেক এলাকায় কমিটি গঠন করুন। প্রত্যেক বাড়িতে একটি করে বাঁশি ও লাঠি রাখুন।

Address

Manda

Opening Hours

Monday 09:00 - 23:30
Tuesday 09:00 - 23:30
Wednesday 09:00 - 23:30
Thursday 09:00 - 23:30
Friday 09:00 - 23:30
Saturday 09:00 - 23:30
Sunday 09:00 - 23:30

Telephone

01714580447

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mamun Computers & Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share