
07/10/2024
৭ বছর বয়সী মুসা ১৯ জুলাই মাথায় গুলিবিদ্ধ হয়ে এখনো মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে। বাংলাদেশের ঘৃণিত রাজনৈতিক সহিংসতার শিকার এই অবুঝ শিশুটি। ক্ষমতায় টিকে থাকা আর ক্ষমতা থেকে নামানোর লড়াইয়ে সরকারী বাহিনীর গুলিতে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রাজনীতি না বুঝা এই ছোট্ট শিশুটি। ডাক্তাররা বলেছেন, তাকে সুস্থ্য করে তুলতে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করা প্রয়োজন। এখন কথা হচ্ছে চিকিৎসার জন্য এই বিশাল অর্থের ব্যয় ভার কে বহন করবে। এরকম অনেক উদাহরন রয়েছে। অথচ দেশের মানুষ জুলাইয়ের সেই ভয়াবহ দিনগুলো ভুলে গিয়ে যে যার স্বার্থ হাশিল করতে ব্যস্ত। একদল মানুষ ব্যস্ত রয়েছে, কিভাবে আবার ক্ষমতায় বসানো যায় এবং প্রতিশোধ নেওয়া যায়, আরেকদল ব্যস্ত কিভাবে নিজের পছন্দের দলকে ক্ষমতায় বসানো যায়। আর কিছু কিছু মানুষ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় আন্দোলনে ব্যস্ত। কিন্তু মুসার মত এরকম হাজার হাজার গুলিবিদ্ধ আহতরা এখনো মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে, অনেকে হার মেনে মারাও যাচ্ছে। ঠিক যেন মনে হচ্ছে তাদেরকে সবাই ভুলেই গেছে। অথচ বাংলাদেশের মানুষদের প্রথম দায়িত্ব থাকার কথা ছিল, সবার আগে জুলাই-আগষ্টে আহত হওয়া মানুষগুলোর সু-চিকিৎসা নিশ্চিত করা।