
10/09/2025
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ভিপি, জিএস এবং দুই নির্বাহী সদস্যসহ ৪ জন এবং হল সংসদে ১ জন পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা, হেমা চাকমা এবং জসীম উদ্দিন হল সংসদে পাঠকক্ষ বিষয়ক সম্পাদক পদে কামরুল হাসান।
জানা যায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোট প্যানেল থেকে পার্বত্য জেলা খাগড়াছড়ি সদরে বেড়ে ওঠা মেধাবী সন্তান সাদিক কায়েম ডাকসুর ভিপি পদে ১৪ হাজার ৪২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট।
পার্বত্য জেলা রাঙামাটির সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোট প্যানেল থেকে এস এম ফরহাদ হোসেন ডাকসুর জিএস পদে ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর বারী হামীম ভোট পান ৫ হাজার ২৮৩।
রাঙামাটি সদরের আরেক সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোট প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে সর্ব মিত্র চাকমা ৮ হাজার ৯৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন। ডাকসুর মোট ১৩টি সদস্য পদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সন্তান হেমা চাকমা বামপন্থী ছাত্রসংগঠনের প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে ৪ হাজার ৯০৮ ভোট পেয়ে ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন।
তাড়াছা খাগড়াছড়ি সদরের আরেক সন্তান কামরুল হাসান কবি জসীম উদ্দিন হল সংসদে পাঠকক্ষ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বাংলাদেশের এই প্রাচীনতম এবং শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ডাকসুর মতো ঐতিহ্যবাহী সংগঠনের ভিপি, জিএস, ২ জন কার্যনির্বাহী সদস্য এবং হল সংসদের সম্পাকীয় একটি পদে পার্বত্য চট্টগ্রামের এক সন্তান নির্বাচিত হওয়ায় সামাজিক যোগযোগ মাধ্যমে আনন্দ ও উচ্ছাস প্রকাশ করেছে পার্বত্যাঞ্চলের সর্বস্তরের মানুষ। তারা আশা করছেন, ডাকসু ও হল সংসদের মতো দেশের জাতীয় গুরুত্বপূর্ণ প্লাটফর্মের শীর্ষ পদে পার্বত্য এলাকার একাধিক মেধাবী শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় সকল সম্প্রদায়ের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।