Freelanchar Takbir Alom Khan

  • Home
  • Freelanchar Takbir Alom Khan

Freelanchar Takbir Alom Khan যদি কেউ ফ্রিল্যান্সিং শিখতে চান,তাহলে যোগাযোগ করুন ।

নারীদের ফ্রিল্যান্সিং বিষয়ে আজকে কিছু কথা বলব। যে কেন নারীদের ফ্রিল্যান্সিং করা উচিৎ? 👲আমাদের মত দেশে নারীদের ফুল টাইম ...
26/01/2023

নারীদের ফ্রিল্যান্সিং বিষয়ে আজকে কিছু কথা বলব। যে কেন নারীদের ফ্রিল্যান্সিং করা উচিৎ? 👲

আমাদের মত দেশে নারীদের ফুল টাইম চাকরি করা খুব কঠিন বিষয়। কেননা এ দেশের বেশীরভাগ স্বামীরা সংসারের কাজ করতে অভ্যস্ত নয়। যার ফলে কোন নারী চাকরি করলেও সংসারের কাজ করতে হয়। আর এজন্য বাংলাদেশের নারীরা চাকরি করে না। কিন্তু তারা ইচ্ছে করলেই অনায়াসেই কিছু সময় ফ্রিল্যান্সিং করে ভালো আয় করতে পারে। ফ্রিল্যান্সিং নারীদের জন্য পারফেক্ট একটি পেশা।

নারীদের ফ্রিল্যান্সিং পেশায় সুবিধা সমূহ আলোচনা করা হলো:😍
১, নির্দিষ্ট কোন অফিস টাইম মেইনটেন করতে হয় না। ফলে ইচ্ছামতো সময় বের করে কাজ শেষ করতে পারে, এবং কাজের মাধ্যমে নিজের ফ্যামিলিকেও সময় দিতে পারে।

২, মার্কেটপ্লেসে প্রচুর কাজ রয়েছে যেখান থেকে ফ্রিলান্সাররা বাছাই করে কাজ নিতে পারে।

৩, শখ কে পেশা হিসেবে নিতে পারে। কারো কারো অনেক শখ থাকে যেমন আর আর্ট করা, রাইটিং করা ইত্যাদি। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নারীরা এই কাজগুলো করেও স্মার্ট আর্নিং করতে পারে।

৪, কাজ করার স্বাধীনতা: ফ্রিল্যান্সিংয়ে নিজের ইচ্ছা মত সময় এবং কাজের ধরন পছন্দ করে নেয়া যায় ফলে নারীরা তাদের সুবিধামতো সময় ও অন্যান্য বিষয়গুলি নির্ধারণ করে নিতে পারে।

৫, নারীদের ফ্রিল্যান্সিং এ সবচেয়ে বড় সুবিধা হল, আপনি বাড়িতে বসেই কাজ করবেন ফলে সন্তানসহ পরিবারের সকলের সাথে অনেক সময় ব্যয় করতে পারবেন। আর নারীরা সেটাই সব সময় করে থাকে। তাই নারীরা ফ্রিল্যান্সিং করে সংসার এবং পেশা দুটিই সমান তালে চালিয়ে যেতে পারে।

আপনি যেই কাজই করতে যান না কেনো আপনার পিছনে সমালোচক থাকবেই👫অনর্থক কথা বলার মানুষ  পাবেন কিন্তু কাজে বিশ্বাসী মানুষ একজন প...
22/01/2023

আপনি যেই কাজই করতে যান না কেনো আপনার পিছনে সমালোচক থাকবেই👫

অনর্থক কথা বলার মানুষ পাবেন কিন্তু কাজে বিশ্বাসী মানুষ একজন পাবে👫

এতে হতাশ না হয়ে আপনি আপনার কাজকে নিয়ে সামনে আগান সফলতা আসবেই🤵‍♂️
মনে রাখবেন আপনাকে নিয়ে যদি সমাোচনা বেশি হয় তাহলে আপনি সফলতার দিকে যাচ্ছেন। Happy freelancing 🥰🥰

☑️☑️** ইচ্ছা থাকলে সবই সম্ভব।** যে কোন পেশার পাশাপাশি শিখুন ফ্রিল্যান্সিং।** নিজের ক্যারিয়ারকে স্বাবলম্বী করতে শিখুন ফ্...
22/01/2023

☑️☑️
** ইচ্ছা থাকলে সবই সম্ভব।
** যে কোন পেশার পাশাপাশি শিখুন ফ্রিল্যান্সিং।
** নিজের ক্যারিয়ারকে স্বাবলম্বী করতে শিখুন ফ্রিল্যান্সিং।
** যেখানে আছে সময়ের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা,অধিক সম্মান।
✅✅
** পরের অধীনে থেকে চাকরি করবেন আর কত?
** অসুস্থ শরীর নিয়ে অফিসে যাবেন আর কত?
** উচ্চমাধ্যমিক পাশ করে বেকার বসে থাকবেন আর কত?
** পরিবারের কাঁধে ভর করে বসে কতদিন আর খাবেন?
** অযথা সময়গুলো নষ্ট করছে কেন?
✅✅
** তাই আসুন সময়গুলোকে কাজে লাগাতে শিখি।
** মুক্ত এবং স্বাধীন পেশায় নিজের জীবন গড়ি।
** অন্যের অধীনে থেকে কাজ করার মানসিকতা বাদ দেই।
** ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গঠন করি।
** সবাই পারলে, আমি কেন পারব না?
তাই আসুন সঠিক সময় সঠিক পদক্ষেপ নেই। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ুন। অযথা সময়গুলো নষ্ট করা থেকে বিরত থাকুন। সময়গুলোকে সঠিক কাজে লাগাই।

Happy freelancing 🥰

জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো,কাজ শুরু করা.....🔰ফ্রিল্যান্সিং সেক্টরে মেয়েদের জন্য রয়েছে সবচাইতে বড় সুবিধাজনক অবস্...
22/01/2023

জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো,
কাজ শুরু করা.....
🔰ফ্রিল্যান্সিং সেক্টরে মেয়েদের জন্য রয়েছে সবচাইতে বড় সুবিধাজনক অবস্থা।
ফ্রিল্যান্সিং করার ফলে তাদেরকে বাসা থেকে বের হয়ে কোথাও গিয়ে চাকরি করতে হচ্ছে না, বা কারো দ্বারপ্রান্ত হতে হয় না।
🔰এখন বাসায় বসেই লাখো লাখো ফ্রিল্যান্সার ভাইবোনেরা নিজের ক্যারিয়ার গড়তে অনলাইনের মাধ্যমেই ইনকাম করছেন প্রতিনিয়ত।
If you went Freelancer so inbox me

এসইও (SEO) কী?🍁এসইও (SEO) এর সম্পূর্ন অর্থ হল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (Search Engine Optimization). সার্চ ইঞ্জিন অপ্টি...
22/01/2023

এসইও (SEO) কী?

🍁এসইও (SEO) এর সম্পূর্ন অর্থ হল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (Search Engine Optimization). সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে সার্চ ইঞ্জিন গুলো (গুগল, ইয়াহু, বিং ইত্যাদি) থেকে ওয়েবসাইটের জন্য টার্গেটেড ফ্রী ট্রাফিক বা ভিজিটর আনা যায়। সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক পাওয়ার উপর একটা সাইটের সাফল্য নির্ভর করে, হতে পারে সাইট টি এডসেন্স কিংবা এফিলিয়াট মার্কেটিংকে টার্গেট করে কিংবা নিজস্ব পণ্য বা সেবা বিক্রি করার জন্য। অনলাইনে সফল প্রায় সকল ওয়েবসাইটই এসইও এর মাধ্যমে অধিকাংশ ট্রাফিক পেয়ে থাকে। 👭

💻ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক আসবে সেখানে প্রোডাক্ট বিক্রয় কিংবা সেবা প্রদানের হার তথা আয় বাড়ার সম্ভবনা তত বেশি।সার্চ ইঞ্জিন গুলো সেসব ওয়েবসাইট কেই প্রথমে প্রদর্শন করে সেগুলোকে বিভিন্ন নীতিমালা অনুসরণ করে প্রথম দিকে রাখে।👍

👉এক কথায় বলা যায়, সার্চ ইঞ্জিন যেভাবে একটি কনটেন্টকে দ্রুত খোঁজে পেতে পারে, সহজে পড়তে পারে এবং ব্যবহার কারির সার্চ অনুসারে সবার উপরে অর্থাৎ প্রথম পাতায় দেখতে পারে সে ধরণের ব্যবস্থা করার প্রক্রিয়াকেই সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বলা হয়।🌎

 িক্ষার্থীদের_জন্য_অনেক_বড়_সুযোগ 🥰🌹 পরিক্ষা শেষ তো অবসর সময়কে অযথা ফেইসবুকে, মেসেন্জারে,ইমুতে, ওয়েবসাইটে, বিভিন্ন জায়গায়...
22/01/2023

িক্ষার্থীদের_জন্য_অনেক_বড়_সুযোগ 🥰

🌹 পরিক্ষা শেষ তো অবসর সময়কে অযথা ফেইসবুকে, মেসেন্জারে,ইমুতে, ওয়েবসাইটে, বিভিন্ন জায়গায় ব্যয় না করে #ফ্রিল্যান্সিং সেক্টরে কাজে লাগিয়ে নিজের পড়ালেখা এবং হাত খরচের টাকা ইনকাম করুন । 💼 চাকরির বাজার বর্তমানে অনেক মান্দা এত সহজে চাকরি পাওয়া যায় না 😴

তাই এই অল্প সময়ে নিজের স্কিলকে ডেভেলপ করে অনলাইনে কাজ করে সময়কে সদ্ব্যবহার করে নিজে বস নিজে হোন ইচ্ছে মতো ইনকাম করুন। এবং মা বাবার পাশে দাড়ান মা বাবার বুজা হওয়ার আগেই কিছু করেন

🕜 Time and tide wait for none ❤️

সঠিক সময়ে, সঠিক সিদ্ধান্ত আপনাকে সফলতার মঞ্চে পৌঁছে দিতে পারে। 🌟 আপনার একটা সিদ্ধান্ত আপনার লাইফ পাল্টে দিবে🥰শুধু আপনাকে সঠিক পথ বেচে নিতে হবে,,

স্কিল ডেভেলপমেন্ট নিয়ে অনেক ভাই-বোনদের কিছু অজুহাত শুনুন 👇👇১. ভাইয়া আমি তো English পারি না। ২. ভাইয়া আমার তো লেপটপ নাই। ...
22/01/2023

স্কিল ডেভেলপমেন্ট নিয়ে অনেক ভাই-বোনদের কিছু অজুহাত শুনুন 👇👇

১. ভাইয়া আমি তো English পারি না।
২. ভাইয়া আমার তো লেপটপ নাই।
৩. ভাইয়া আমার তো টাকা নাই।
৪. ভাইয়া আমার বাবা আমাকে এতো টাকা দিবে না।
৫. ভাইয়া আমার বড় ভাই নিষেধ করছে।
৬. ভাইয়া আমার আম্মু বলেছে আমাকে করতে না।
৭. ভাইয়া আপনাদের সেমিনারটা অনেক ভালো ছিল, কিন্তু ভাইয়া আমি এখন করবো না, আপনাকে পরে জানাবো।
৮. ভাইয়া আপনি কত টাকা ইনকাম করেছেন।
৯. আচ্ছা আমার বন্ধু যেহেতু শুরু করেছে আমি দেখি ও টাকা ইনকাম করতে পারলে আমি তখন এডমিশন কনফার্ম করবো।
১০. ভাইয়া আমি ইনকাম করে পরে এডমিশনেয় টাকা দিলে হবে ?
১১. ভাইয়া আপনি তো অনেক টাকা ইনকাম করেন আমাকে কি ফ্রিতে শেখানো যায় না।

ভাইয়ারা আপনি যখন বন্ধুদের সাথে র্থাটি ফাস্ট নাইট উদযাপন করার জন্য ১০০০/১৫০০ টাকা খরচ করে পেলেন তখন আপনার বাবার অনুমতি নেন ?

ভাইয়া আপনি রিলেশন করেন, আপনার বাবা-মা তো আপনাকে নিষেধ করে তারপরও কেন রিলেশন চালিয়ে যান।

এমন ভাবে উদাহরণ দিলে আরো অনেক উদাহরণ দেওয়া যাবে, যে আপনি সব কিছুই কিন্তু আপনার মন মতো করতে চান এবং আপনার যেকোন কাজে টাকা লাগলে ওইটা কিন্তু আপনি নিজেই মেনেজ করে পেলেন, কিন্তু আপনি নিজের ইনকাম নিজে করার জন্য Skill development করার জন্য আপনি একটা কোর্স করবেন কিন্তু তার পরেও এতো অজুহাত কেন ?
আপনি নিজেই কিজেকে এই প্রশ্ন করেন, আশা করি উত্তর পেয়ে যাবেন।



Inbox 01814-571484

পড়াশোনা বা চাকরির পাশাপাশি সকলেরই দরকার বাড়তি কিছু আয়। ফ্রীল্যান্সিং আপনাকে দিতে পারে সেই সুযোগ। আমরা আপনাকে দিচ্ছি হাতে...
27/12/2022

পড়াশোনা বা চাকরির পাশাপাশি সকলেরই দরকার বাড়তি কিছু আয়। ফ্রীল্যান্সিং আপনাকে দিতে পারে সেই সুযোগ। আমরা আপনাকে দিচ্ছি হাতে কলমে ডিজিটাল মার্কেটিং শেখার সুযোগ। সাথে থাকছে ফ্রিল্যান্সিং এর সম্পূর্ণ গাইডলাইন।
শুধু প্রশিক্ষনই নয়, প্রশিক্ষণের পাশাপাশি কারিগরি সহযোগিতা দিয়ে আপনাকে সফল ডিজিটাল মার্কেটিয়ার হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
যে কোন তথ্যের জন্য ইনবক্স করুন

ফ্রিল্যান্সিং শিখতে হলে প্রথমত  আপনাকে যা যা করতে হবে⁉️⁉️🌀ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি কোন কাজটি করবেন তা নিয়ে বেসিক ধারণা...
22/12/2022

ফ্রিল্যান্সিং শিখতে হলে প্রথমত আপনাকে যা যা করতে হবে⁉️⁉️

🌀ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি কোন কাজটি করবেন তা নিয়ে বেসিক ধারণা নেয়া। কাজ সম্পর্কে জানতে হবে।

🌀আপনার বাসায় ল্যাপটপ অথবা কম্পিউটার লাগবে।

🌀বাসায় ইন্টারনেট কানেকশন লাগবে।

🌀ইংলিশে মোটামুটি জ্ঞান থাকতে হবে, যাতে করে ক্লায়েন্ট কি রিকোয়ারমেন্ট দিয়েছে তা বুঝে রিপ্লাই দেয়ার সক্ষমতা থাকতে হবে।

🌀কাজ শিখার প্রবল ইচ্ছে শক্তি থাকতে হবে।

🌀ইনকাম থেকে কাজ শিখাতে বেশি প্রাধান্য দিতে হবে প্রথম।

🌀কাজ করার মন মানসিকতা থাকতে হবে।

🌀 সর্বশেষ যে টপিক এর কথা না বললেই নয়, তা হলো ধৈর্য্য। ইনকাম না হওয়া আগ পর্যন্ত লেগে থাকতে হবে। কখনো হতাশ হওয়া যাবে না।

🌀 আগে স্কিল তারপর ইনকাম।

🌀 স্কিল থাকলে কাজ আপনাকে খুজে নিবে, কাজকে তখন আপনার খুজতে কষ্ট হবে না !!

1. SEO কি ??2. SEO গুরুত্ব এতো বেশি কেন ?3. ইহা কীভাবে কাজ করে ?? SEO কী ??Search Engine Optimization বা (SEO) হলো একটি ...
21/12/2022

1. SEO কি ??
2. SEO গুরুত্ব এতো বেশি কেন ?
3. ইহা কীভাবে কাজ করে ??

SEO কী ??

Search Engine Optimization বা (SEO) হলো একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েবপেজকে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সার্চ বা অনুসন্ধান ফলাফলের তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করা বা সর্বোচ্চকরন করা যাতে এটি অনুসন্ধান করলে ফলাফলে প্রায়শই দেখা যায়। এসইও কোনো একক কাজ নয়, বরং বহুক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজের সাথে সম্পৃক্ত একটি পদ্ধতি, বলা যায় সমন্বিত পদ্ধতি।

SEO প্রকারভেদ এবং ইহা কীভাবে কাজ করে ??

১।অনপেজ ২। টেকনিকাল ৩। অফপেজ।
অনপেজ হল ওয়েবসাইটের ভিতরকার বিষয়সমুহ, টেকনিকাল ও ওয়েবসাইটের ভিতরকার বিষয়সমূহের মধ্যে তবে ভিন্ন এবং অফপেজ হল ওয়েবসাইটের বাহিরের বিষয়সমুহ।

সম্প্রতি সার্চ ইঞ্জিনগুলো যেকোন ওয়েবপেজ বা ওয়েবসাইট এর সোশ্যাল প্লাটফর্ম এর ওপর গুরুত্ব দিয়ে রেঙ্ক প্রদান করছে। এক্ষেত্রে যে ওয়েব পেজ বা সাইটের সোশ্যাল প্লাটফর্ম যত উন্নত সে সাইটটি সার্চ ইঞ্জিনের প্রথম দিকে থাকার সম্ভবনা তত বেশি??

SEO এর গুরুত্ব এতো বেশি কেন ??

👉ওয়েবসাইট SEO করা থাকলে সার্চ ইঞ্জিন এ তথ্য খোজ করলে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট খুজে পেতে সহজ হয়।
👉এতে করে ওয়েবসাইটে ভিসিটর/ট্রাফিক বাড়ে।
👉Greating Index ও White Hat পদ্ধতিতে সার্চ ইঞ্জিনগুলোর প্রথম পেজে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো রেঙ্ক পাওয়া সম্ভব।





Inbox 📥 01814571484

Address

Dhaka

1800

Alerts

Be the first to know and let us send you an email when Freelanchar Takbir Alom Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelanchar Takbir Alom Khan:

  • Want your business to be the top-listed Media Company?

Share