03/08/2024
ছাত্র জনতার বিশাল বিক্ষোভ মিছিল কাঁপছে যশোর | Quota Andolon News
যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচির অংশ হিসেবে আজ বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
শনিবার সকাল থেকে শিক্ষার্থীরা শহরের পালবাড়ি মোড়ে সমবেত হতে থাকে। এরপর দুপুর ১২টার দিকে সেখান থেকে আরবপুর, ধর্মতলা হয়ে চাঁচড়া মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
এ সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবারের বিক্ষোভ মিছিলে গতকালকের তুলনায় বেশি সংখ্যক মানুষের উপস্থিতি ছিল।
কোটা সংস্কার আন্দোলন,curfew update,dhaka news,কারফিউ,কারফিউ এর খবর,anti quota movement,quota andolon 2024,কোটা আন্দোলন,কোটা আন্দোলন আপডেট,কোটা আন্দোলন আজকের খবর,কোটা আন্দোলন লাইভ,কোটা আন্দোলনের খবর,কোটা আন্দোলন ২০২৪,কোটা আন্দোলন সর্বশেষ,জনতার খবর,jonotar khobor,কোটা সংস্কার আন্দোলন ২০২৪,কোটা সংস্কার আন্দোলন ২০২৪ সর্বশেষ খবর,কোটা সংস্কার আন্দোলন ২০২৪ live,চোখে মুখে লাল কাপড়,quota andolon,quota news,quota movement,ছাত্র,হত্যা,গুম,উত্তাল বাংলাদেশ,