
27/12/2024
আজ যেন প্রকৃতি আমাদের জন্য নিজের ক্যানভাসে আঁকছিল এক সোনালী স্বপ্ন। 💛🌼
আমি আর তিনি সরিষার ক্ষেতে হেঁটে বেড়ালাম, যেন হলুদ ফুলের সমুদ্রে ডুবে গেছি। সূর্যের স্নিগ্ধ আলো আর মিষ্টি বাতাসের ছোঁয়ায় মুহূর্তগুলো জীবনের এক অমূল্য অধ্যায় হয়ে উঠল।
এমন দিনগুলোই আমাদের ভালোবাসার গল্পে রঙ ছড়ায়, স্মৃতির পাতায় চিরস্থায়ী হয়ে থাকে। 🥰
সরিষার হলুদে রাঙানো এই মুহূর্তগুলো আমাদের মনের ছবির অ্যালবামে চিরকাল থাকবে।