প্রকৌশলী জহিরুল ইসলাম-শাফায়াত

প্রকৌশলী জহিরুল ইসলাম-শাফায়াত আমার পরিচয় একটাই আমি হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত!🤍🌸
❝সমাজকে দোষ দেওয়ার আগে সমাজ পরিবর্তনে নিজেকে যোগ্য করতে হবে❞
(2)

শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা সম্পাদনা
দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিম্নলিখিত ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেছিলেনঃ

১। সর্বোতভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।

২। শাসনতন্ত্রের চারটি মূলনীতি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারের সমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প

্রতিফলন করা।

৩। সর্ব উপায়ে নিজেদেরকে একটি আত্বনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলা।

৪। প্রশাসনের সর্বস্তরে, উন্নয়ন কার্যক্রম এবং আইন-শৃংখলা রক্ষার ব্যাপারে জনসাধারনের অংশগ্রহণ নিশ্চিত করা।

৫। সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা।

৬। দেশকে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ করা এবং কেউ যেন ভুখা না থাকে তার ব্যাবস্থা করা।

৭। দেশে কাপড়ের উৎপাদন বাড়িয়ে সকলের জন্য অন্তত মোটা কাপড় সরবরাহ নিশ্চিত করা।

৮। কোন নাগরিক গৃহহীন না থাকে তার যথাসম্ভব ব্যাবস্থা করা।

৯। দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা ।

১০। সকল দেশবাসীর জন্য নূন্যতম চিকিৎসার বন্দোবস্ত করা।

১১। সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতষ্ঠা করা এবং যুব সমাজকে সুসঙ্গহত করে জাতি গঠনে উদ্বুদ্ধ করা।

১২। দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারী খাতে প্রয়োজনীয় উৎসাহ দান।

১৩। শ্রমিকদের অবস্থার উন্নতি সাধন এবং উৎপাদন বৃদ্ধির স্বার্থে সুস্থ শ্রমিক-মালিক সম্পর্ক গড়ে তোলা।

১৪। সরকারি চাকুরীজীবিদের মধ্যে জনসেবা ও দেশ গঠনের মনোবৃত্তিতে উৎসাহিত করা এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা।

১৫। জনসংখ্যা বিস্ফোরন রোধ করা।

১৬। সকল বিদেশী রাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলির সাথে সম্পর্ক জোরদার করা।

১৭। প্রশাসন এবং উন্নয়ন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকাররে শক্তিশালী করা।

১৮। দুর্নীতিমুক্ত ন্যায়নীতিভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা।

১৯। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ন সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য এবং সংহতি সুদৃঢ় করা।

 #কি যে ভালো লাগছে ছবিটি দেখে! দীর্ঘ দিন যাবত আর্থ্রাইটিস আক্রান্ত বেগম খালেদা জিয়া। তাছাড়া কারা অন্তরীণ থাকায় চিকিৎসায় ...
08/10/2025

#কি যে ভালো লাগছে ছবিটি দেখে!

দীর্ঘ দিন যাবত আর্থ্রাইটিস আক্রান্ত বেগম খালেদা জিয়া। তাছাড়া কারা অন্তরীণ থাকায় চিকিৎসায় ছিলো অপ্রতুলতা। খেয়াল দেখবেন ,বেগম খালেদা জিয়ার বাম হাত প্রায় প্যারালাইজড এর মত হয়ে বেঁকে গেছে।
নাড়াচাড়া করতে পারেন না।
উনার সহকারী ফাতেমা অথব পাশে থাকা স্বজনদের সহযোগিতা লাগে হাতটি নাড়াতে।

আজ দীর্ঘ সাত বছর পর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে দোয়া করতে গিয়ে বেগম খালেদা জিয়ার দু'হাত তুলে দোয়া করবার এই চেষ্টা দেখে সত্যি ভালো লাগছে!

বলা হয়ে থাকে, দোয়া এবং ভালোবাসার কাছে দুনিয়ার সকল কিছুই তুচ্ছ হয়ে যায়। 🫶

06/10/2025

সিনিয়র নেতাদের বলছি,
কমিটি দেওয়ার সময় আত্মীয়-স্বজন না খুঁজে ত্যাগী কর্মীর খোঁজ করুন। তা না হলে ভবিষ্যৎ অন্ধকার।

06/10/2025

সল্প শব্দের সাক্ষাৎকারে Tarique Rahman কয়েকটি শব্দ রিপিট করেছেন! যার মধ্যে “জনগণ” শব্দটি উচ্চারণ করেছেন প্রায় ২৫ বার, “বাংলাদেশ ” শব্দটি ১৮ বার এবং “গণতন্ত্র” শব্দটি ১২ বার।

মনোমুগ্ধকর ব্যাপার হলো তিনি “হাসিনা” শব্দটি একবারের জন্যও উচ্চারণ করেন নি।

বিবিসি বাংলার মুখোমুখি তারেক রহমানবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাক্ষাৎকার দেখুন বিবিসি বাংলায়৷দুই পর্বের এই সাক্ষাৎকা...
05/10/2025

বিবিসি বাংলার মুখোমুখি তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাক্ষাৎকার দেখুন বিবিসি বাংলায়৷

দুই পর্বের এই সাক্ষাৎকারটি পাবেন সোম এবং মঙ্গলবার সকাল ৯টায় বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পাতা ও ইউটিউব চ্যানেলে৷

BBC News বাংলা

04/10/2025

আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাব...

04/10/2025

পূজা না আসলে বুঝতেই পারতাম না,
তাদের কাছে ঈমানের চেয়ে
ভোটের দাম বেশি।
#আসতাগফিরুল্লাহ

সব কথার জবাব দিতে নেই কিছু কথা সময়ের জন্য রেখে দিতে হয়!🖤
03/10/2025

সব কথার জবাব দিতে নেই কিছু কথা সময়ের জন্য রেখে দিতে হয়!🖤

যারা বলে আমি কোন দল করি না কিন্তু সবার সাথে আছি তাদের  মন মানসিকতা।
03/10/2025

যারা বলে আমি কোন দল করি না কিন্তু সবার সাথে আছি তাদের মন মানসিকতা।

  REUNION 2025বড়-ছোট ভাইদের সাথে নিয়ে আবার আমরা একত্রিত হব নিজ ক্যাম্পাসে ✌️
03/10/2025

REUNION 2025
বড়-ছোট ভাইদের সাথে নিয়ে আবার আমরা একত্রিত হব নিজ ক্যাম্পাসে ✌️

বাংলাদেশি জাতীয়তাবাদ কোনো কৌশল নয়, এটি একটি বিশ্বাস, একটি আদর্শ যা আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে।”Tarique Rahman
30/09/2025

বাংলাদেশি জাতীয়তাবাদ কোনো কৌশল নয়, এটি একটি বিশ্বাস, একটি আদর্শ যা আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে।”
Tarique Rahman

খমতার লোভে আর কত কিযে দেখতে হবে 🫣
28/09/2025

খমতার লোভে আর কত কিযে দেখতে হবে 🫣

The Bangladesh Jamaat-e-Islami, the country’s largest Islamist party, is poised to unveil a dramatic change to its official emblem –...

**উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৫ এর ২য় ধাপের সফল সমাপ্তি**
27/09/2025

**উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৫ এর ২য় ধাপের সফল সমাপ্তি**

Address

Manikganj
1821

Alerts

Be the first to know and let us send you an email when প্রকৌশলী জহিরুল ইসলাম-শাফায়াত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রকৌশলী জহিরুল ইসলাম-শাফায়াত:

Share