Govt. Debendra College Short Stories

Govt. Debendra College Short Stories কলেজ / বিশ্ববিদ্যালয় লাইফ সম্পর্কিত আপনার মনের গহীনে লুকিয়ে রাখা অপ্রকাশিত গল্পগুলো শেয়ার করুন আমাদের নিকট।

College website : https://shorturl.at/ckmqx
(1)

জেনে রাখা ভালো। সড়ক পরিবহন আইন - ২০১৮ অনুযায়ী।
28/10/2025

জেনে রাখা ভালো।
সড়ক পরিবহন আইন - ২০১৮ অনুযায়ী।

28/10/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বললেন" ফি না বাড়ালে শিক্ষার মান উন্নয়ন করবো কিভাবে? সামান্য ফি বাড়ালেই শিক্ষার্থীরা আন্দোলনে নামে। "

তো ভিসি স্যারের কাছে আমার তিনটি প্রশ্ন :

১৷ সামান্য ফি বৃদ্ধি বলতে কি বোঝাচ্ছেন? ১২০০ টাকার ফি ২০০০ টাকা করে বলতেছেন এটা সামান্য বৃদ্ধি?

২৷ জাতীয় বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। অনান্য পাবলিক বিশ্ববিদ্যালয় কি শিক্ষার্থীদের থেকে ডাবল ফি নিয়ে মান উন্নয়ন করে? নাকি সরকারের থেকে টাকা নিয়ে করে? কমসেকম ৭০% সরকার থেকে নিয়ে এবং ৩০% শিক্ষার্থীদের থেকে। সেখানে আপনি পুরোটা শিক্ষার্থীদের থেকে নিচ্ছেন কি হিসেবে?

৩। খাতা দেখায় ভুল করেন আপনারা আমরা হাজার হাজার টাকা দিয়ে রিচেক করানো লাগে আমাদের। যাদের রেজাল্ট পরিবর্তন হয় তারা কোন যুক্তিতে টাকা দিবে? ভুল কি তার নাকি আপনাদের? তাদের থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার কি ব্যবস্থা করেছেন?

রাসেল হোসেন নিরব
পদার্থবিদ্যা বিভাগ (২০২০-২১)
সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ।

অনার্স ২য় বর্ষ পরিক্ষা-২০২৪২৯/১০/২০২৫ ইংসিট প্লান- বিজ্ঞান ভবনভেন্যু- মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ।
28/10/2025

অনার্স ২য় বর্ষ পরিক্ষা-২০২৪
২৯/১০/২০২৫ ইং

সিট প্লান- বিজ্ঞান ভবন

ভেন্যু- মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ।

শিক্ষক পরিচিতি (১৭)সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ নাম : মোঃ মোশারফ হোসেন (১২০৯৯)পদবি : বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক...
28/10/2025

শিক্ষক পরিচিতি (১৭)
সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ

নাম : মোঃ মোশারফ হোসেন (১২০৯৯)
পদবি : বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ( Associate Professor )
বিভাগ: সহযোগী অধ্যাপক , গণিত বিভাগ
বিসিএস : ২১ তম

🎓 আমাদের প্রিয় মোশারফ স্যার — নিষ্ঠা, দায়িত্ব আর অনুপ্রেরণার প্রতীক 🌿

গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব মোশারফ স্যার শুধু একজন শিক্ষক নন — তিনি আমাদের সবার কাছে এক অনুপ্রেরণার নাম।
স্যার তাঁর দায়িত্বশীলতা, সময়নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে পুরো বিভাগকে এগিয়ে নিচ্ছেন এক অনন্য উচ্চতায়। শিক্ষার্থীদের প্রতি তাঁর মমতা, পড়ানোর দক্ষতা এবং মোটিভেশনের ধরণ সত্যিই অসাধারণ।

বিভাগীয় প্রধানের দায়িত্বের পাশাপাশি স্যার আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন — তিনি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক। এই ভূমিকার মাধ্যমে তিনি শুধু গণিত বিভাগ নয়, বরং পুরো কলেজ পরিবারকে একত্রে রাখছেন নেতৃত্ব, সহযোগিতা ও সৌহার্দ্যের বন্ধনে।

২১তম বিসিএস-এ যোগদান করা এই গুণী শিক্ষক আজ কলেজের প্রতিটি শিক্ষক ও শিক্ষার্থীর কাছে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র।
তাঁর মতো একজন নিষ্ঠাবান শিক্ষক আমাদের প্রতিষ্ঠানকে আলোকিত করছে প্রতিদিন।

💐 সালাম ও শ্রদ্ধা জানাই জনাব মোশারফ স্যারকে — যিনি দায়িত্ব, জ্ঞান আর প্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

স্যারের জন্য শুভকামনা রইলো।

২০২৪ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের ২য় ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষার সংশোধিত সময়সূচি।
28/10/2025

২০২৪ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের ২য় ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষার সংশোধিত সময়সূচি।

28/10/2025

ক্যাম্পাস – শুধু ভবন নয়, অনুভূতির শহর।
সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ।

ভিডিয়ো : Oli Via ( ধন্যবাদ)

সরকারি দেবেন্দ্র কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। মার্কেটিং ( Marketing)  বিভাগের টীম প্র্যাক্টিস।ট...
28/10/2025

সরকারি দেবেন্দ্র কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। মার্কেটিং ( Marketing) বিভাগের টীম প্র্যাক্টিস।
টুর্নামেন্ট শুরু : ০৬/১০/২০২৫।

~রিমাইন্ডার~আগামীকাল দুপুর ১২টা থেকে অনলাইনে ঢাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে।
28/10/2025

~রিমাইন্ডার~

আগামীকাল দুপুর ১২টা থেকে অনলাইনে ঢাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে।

27/10/2025

জোলুজিতে পড়া আমার বন্ধু টেনশনে শেষ হয়ে যাচ্ছে! তবে সেটা ম্যাচ হারার টেনশন নয়! ১১ জন ছেলে খেলোয়ার কিভাবে ম্যানেজ করবে তার চিন্তায়!😁😁

শিক্ষক পরিচিতি (১৬)সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ নাম : শারমিন আফরোজ জেসমিন (১৫৬৫৩)পদবি : বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্য...
27/10/2025

শিক্ষক পরিচিতি (১৬)
সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ

নাম : শারমিন আফরোজ জেসমিন (১৫৬৫৩)
পদবি : বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ( Associate Professor )
বিভাগ: সহযোগী অধ্যাপক , পদার্থবিজ্ঞান বিভাগ
বিসিএস : ২২ তম

প্রিয় জেসমিন ম্যাম ❤️🌸

💫 শ্রদ্ধার মানুষ – জনাব শারমিন আফরোজ জেসমিন ম্যাম 💫

পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব শারমিন আফরোজ জেসমিন ম্যাম শুধু একজন শিক্ষক নন, তিনি এক অনন্য ব্যক্তিত্বের অধিকারী। অত্যন্ত সুন্দর হৃদয়ের একজন মানুষ, সবসময়ই সোজাসাপ্টা — মনে যা থাকে, মুখেও তাই বলেন। এই সরলতা ও সততাই তাঁকে সবার কাছে বিশেষ করে তোলে।

তিনি পড়াশোনায় যেমন পারদর্শী, তেমনি ফিজিক্সের পাশাপাশি আইসিটিতেও দারুণ দক্ষ। তাঁর ক্লাস মানেই জ্ঞান, প্রেরণা ও বাস্তব জীবনের অভিজ্ঞতার এক অনন্য মেলবন্ধন। ম্যাম শুধু পড়ান না — তিনি স্টুডেন্টদের সফল জীবনের পথ দেখান, অনুপ্রেরণা দেন, সাহস জোগান।

শিক্ষার্থীদের প্রতি তাঁর স্নেহ অসীম। প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো আগলে রাখেন। পুরো বিভাগকে তিনি যেন এক মায়ের মতো ভালোবাসা ও দায়িত্ববোধ দিয়ে চালিয়ে নিচ্ছেন।

তাঁর এই নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিক গুণে তাঁকে সবাই সমীহ করে, সম্মান করে এবং ভালোবাসে। 💖

সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো, ম্যাম অত্যন্ত পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ। নিজের কাজকে তিনি শুধু দায়িত্ব নয়, বরং সম্মান ও ভালোবাসা দিয়ে পালন করেন। তাঁর এই পেশার প্রতি শ্রদ্ধা ও নিষ্ঠা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

এমন একজন মানুষ আমাদের বিভাগের নেতৃত্বে আছেন — এটা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের বিষয়। 🌿

ম্যামের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

সরকারি দেবেন্দ্র কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফিক্সার। স্থান : কলেজ মাঠ।টূর্ণামেন্ট শুরু : ০৬...
27/10/2025

সরকারি দেবেন্দ্র কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফিক্সার। স্থান : কলেজ মাঠ।
টূর্ণামেন্ট শুরু : ০৬/১১/২০২৫

Story No-1012
27/10/2025

Story No-1012

Address

Manikganj

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Debendra College Short Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share