06/10/2023
" মারফতের নাও " | গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ | ধলেশ্বরী নদী
নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। যা দেখতে দুর দুরান্ত থেকে ভীড় জমায় হাজারো দশনার্থী। নৌকা বাইচ। প্রায় দুইশ বছরের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার এক মনোমুগ্ধকর প্রতিযোগিতা। যেখানে নদীর পানির ছলাৎ ছলাৎ শব্দের সঙ্গে মাঝি মাল্লার হাক। যেন মুখরিত গ্রামের কান্তাবতী নদীর দুই তীর।
নৌকা বাইচের বিজয়ী : পালড়া,মোল্লাবাড়ি নৌকা।
লোকেশন : ধলেশ্বরী নদী,বেতিলা-মিতরা ও কৃষ্ণপুর ইউনিয়নের মিলন স্থল।
Device : Dji Mavic Mini
মিউজিক :
১: শাহ আব্দুল করিম - কোন মেস্তরি নাও বানাইছে।
২: দোতারাঃ রফিকুল ইসলাম, তবলাঃ নিমাই চন্দ্র
৩: শাহ আব্দুল করিম - মারফতের নাও।