31/07/2025
আপনি অনেক আমল করলেন, কিন্তু মৃত্যুর পর দেখলেন আপনার সেই আমলগুলো আল্লাহকে সন্তুষ্ট করতে পারল না। আপনার এই অনেক আমলের তবে কোন মূল্য নেই।
আপনি কিছু আমল করেছেন, কিন্তু আপনি মৃত্যুর পর দেখলেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। আপনার অল্প আমলই আপনার সফলতার জন্য যথেষ্ট।
আপনি আল্লাহর ইবাদাত করতে পারছেন, এটা আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকার আলামত। আর আপনি আল্লাহর আনুগত্যের ভিতর থাকতে পারছেন না, এটি আপনার প্রতি আল্লাহর অসন্তুষ্টির আলামত। আল্লাহ যেই বান্দাকে পছন্দ করেন, তাকে নেক আমলের তাওফিক দান করেন।
আপনি বিপদআপদে সবর করতে পারছেন, এর অর্থ আল্লাহর সন্তুষ্টি আপনার সাথে আছে। কিন্তু আপনি মসিবতের সময় নিজের ভিতর সবর আনতে পারছেন না, তার মানে আপনি আল্লাহর সন্তুষ্টি থেকেও বঞ্চিত হচ্ছেন।
আল্লাহর সন্তুষ্টি হল নেক আমলের প্রধান স্তম্ভ। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবিন বিলিয়ে দেয়, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করে, সিয়াম পালন করে, তাদের জন্য এই এই প্রতিদান। কুরআন হাদীসে এরকম অসংখ্য বাণী রয়েছে। এজন্য আমল করাই হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। রক্তপাত সত্তাগতভাবে অপছন্দের জিনিস। কিন্তু এই কাজটাই যখন আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, তখন এটা মহা সওয়াবের কাজে পরিণত।
আপনার জীবনে আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। আপনার প্রাপ্তিতে আল্লাহর সন্তুষ্ট থাকাটা আপনার জন্য মহাপ্রাপ্তি। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনার রবের সন্তুষ্টির তালাশে থাকতে হবে। আপনার রব আপনার উপর সন্তুষ্ট থাকলে দুনিয়াকে পরোয়া করার কোন প্রয়োজন আপনার নেই। রব সন্তুষ্ট থাকলে আপনার দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, বাক শক্তি দেহের প্রতিটি শক্তিই আপনার রবের হয়ে যাবে।
এই উম্মতের সবচেয়ে উত্তম সদস্যরা হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের জীবনের সবচেয়ে বড় সফলতা কী? আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। এজন্যই বাকি উম্মত তাদের নাম উচ্চারণ করলে পাঠ করে, রাদ্বিয়াল্লাহু আনহুম ( আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন)। যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, তারাই হলেন সফল মানব। দুনিয়া এবং আখেরাতের সকল কল্যান ও নেয়ামত তাদের জন্যই বরাদ্দ।
হে আল্লাহ! আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং আপনার সন্তুষ্টি লাভের জন্য যা যা করা প্রয়োজন তার সবকিছুর তাওফিক আমাদের দান করুন। আমিন।
লিখা: ইফতেখার সিফাত