Sharif blog 01

Sharif blog 01 হ্যালো বন্ধুরা এটা আমার পার্সোনাল পেইজ সবাই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকো ধন্যবাদ 😊❤

23/10/2025

প্রাথমিক বিদ্যালয়ে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হোক, এটা বহুকাল ধরে গণমানুষের প্রাণের দাবি ছিল। সেই দাবি আজও বাস্তবায়িত হয়নি।

অথচ প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে।

এই দেশে কত পার্সেন্ট মানুষ সন্তানকে গান শেখায়? কত পার্সেন্ট মানুষ স্কুলে গানের শিক্ষক চায়? বরং অধিকাংশ অভিভাবক চায়, বিদ্যালয়ে যেন তাদের সন্তানকে গান শেখানো না হয়।

এদেশের প্রায় সকল অভিভাবক সন্তানের জন্য প্রাইভেট ধর্মীয় শিক্ষক রাখেন কিংবা সন্তানকে মক্তবে পাঠান। সরকার যদি স্কুলে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগ দিত, তাহলে অভিভাবকদের এই বাড়তি খরচ ও ঝামেলা পোহাতে হতো না। শিক্ষার্থীদেরও সময় বেঁচে যেত।

প্রাথমিক শিক্ষার পেছনে রাষ্ট্র প্রতি মাসে শত শত নয়; বরং হাজার কোটি টাকা ব্যয় করছে। অথচ শিক্ষার মান দিন দিন অবনতির দিকে যাচ্ছে। একদিকে অভিভাবকদের আস্থা হারাচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলো, অপরদিকে কিশোর গ্যাং-এর মতো ভয়াবহ অপরাধ দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে।

এমতাবস্থায় প্রয়োজন শিক্ষার মান উন্নয়ন এবং নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ। সেটা না করে কাদের খুশি করার জন্য গানের শিক্ষক নিয়োগে প্রজ্ঞাপন জারি করা হলো?

সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান—গণ-আকাঙ্ক্ষা উপেক্ষা করে বাইরে থেকে আমদানি করা কালচার চাপিয়ে দেয়ার চিরাচরিত পথ পরিহার করুন। দেশের মানুষ এসবের পরিবর্তন চায়।

হ্যালো বন্ধুরা এটা আমার পার্সোনাল পেইজ সবাই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকো ধন্যবাদ 😊❤

19/10/2025

যেভাবে কয়েক দিন পর পর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগে, তাতে মনে হয় আমাদের সোনার দেশ অচিরেই কয়লার দেশে পরিণত হবে। আগুন লাগার প্রকৃত কারন অনুসন্ধান করে সেটার রিপোর্ট জনগণের সামনে তুলে ধরা হোক। এটা নাশকতা হলে দৃষ্টান্ত মুলুক বিচার করতে হবে। আর দেশের অন্য সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগলে সেটা নির্বাপণের জন্য প্রয়োজনীয় ব্যবস্তা আগে থেকেই নেওয়া হোক। বিমানবন্দর দেশের প্রবেশ পথ সেখানে কার্গো ভিলেজে আগুন দ্রুত নেভাতে না পারা আমাদের দেশের অগ্নি নির্বাপণ এর সক্ষমতা কে প্রশনবিদ্ধ করে। আগুনে যাদের ক্ষতি হয়ছে আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার তৌফিক দিক। আমিন।

17/10/2025

সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

গড়পাড়া ইসলামী বিদ্যালয় ও মাদ্রাসা
গড়পাড়া মানিকগঞ্জ
আজীবন সদস্য হওয়ার সুযোগ রয়েছে
বোর্ডিং এর কাজ চলমান
যোগাযোগ
অত্র মাদ্রাসার প্রিন্সিপাল
01731391811

আসুন ভালো কিছু শেয়ার করি


28/09/2025

দীর্ঘ 27 ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত মেলেনি সানির মৃতদেহ 😥😥
ছোট বড় বয়স্ক সকল বয়সের মানুষ বসে আছে একটি নজর সানির মুখ দেখার জন্য 😔😔

27/09/2025

সরকারবাড়ি জানো সরকারের ছোট ছেলে দুপুর তিনটা নাগাদ বাংলাদেশ হাট সংলগ্ন নদীতে গোসল করতে গিয়ে নদীতে পড়ে যায়, তাৎক্ষণিক খোঁজার চেষ্টা করলেও খুঁজে পাওয়া যায়নি !
ফায়ার সার্ভিস টিম ও ডুবুরি খোঁজাখুজি অব্যাহত রেখেছেন

আল্লাহ ওই মা-বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক (আমিন)

গাজা ছাড়তেআকাশ থেকে লিফলেট ছুড়ল ইজরাইল আল্লাহসকল জুলুমকারীদের হাত থেকে মুসলমানদের সাহায্য কর (আমিন ) 🇧🇩🇮🇷🇮🇷🇮🇷🇮🇷✊️
17/09/2025

গাজা ছাড়তে
আকাশ থেকে লিফলেট ছুড়ল ইজরাইল

আল্লাহ
সকল জুলুমকারীদের হাত থেকে মুসলমানদের সাহায্য কর (আমিন ) 🇧🇩🇮🇷🇮🇷🇮🇷🇮🇷✊️

২১ সেপ্টেম্বর ২০২৫-এ একটি আংশিক সূর্যগ্রহণ হতে যাচ্ছে, তবে বাংলাদেশ থেকে তা দেখা যাবে না।সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য আ...
17/09/2025

২১ সেপ্টেম্বর ২০২৫-এ একটি আংশিক সূর্যগ্রহণ হতে যাচ্ছে, তবে বাংলাদেশ থেকে তা দেখা যাবে না।

সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝখানে আসে এবং পৃথিবীর উপর তার ছায়া পড়ে। চাঁদের হেলানো কক্ষপথের কারণে সূর্য, পৃথিবী আর চাঁদ খুব কমই একই সরলরেখায় আসে, তাই সূর্যগ্রহণও আমরা অনেক দিন পর পর দেখতে পাই।

২১ তারিখের সূর্যগ্রহণটি আংশিক হবে, অর্থাৎ চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢাকতে পারবে না। এই ঘটনা দেখা যাবে দক্ষিণ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং অ্যান্টার্কটিকা থেকে। সাধারণত এ ধরনের ঘটনার আগে মিডিয়াতে অনেক ভুল তথ্য ছড়িয়ে পড়ে, তাই সাবধান থাকা জরুরী |

আসামে ভূমিকম্পের সময় নবজাতকদের বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন দুই নার্স  #ঢাল
15/09/2025

আসামে ভূমিকম্পের সময় নবজাতকদের বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন দুই নার্স



#ঢাল

Brazil 10 number জার্সি পড়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি রাফিনহা            🏅🏅🏅🏅🏅
12/09/2025

Brazil 10 number জার্সি পড়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি রাফিনহা







🏅🏅🏅🏅🏅

রিপোর্টার: মিস্টার আনচেলত্তি, ব্রাজিল কি সত্যিই আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছুঁতে পারবে ?কার্লো আনচেলত্তি: “আমি আমার দলকে...
11/09/2025

রিপোর্টার: মিস্টার আনচেলত্তি, ব্রাজিল কি সত্যিই আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছুঁতে পারবে ?

কার্লো আনচেলত্তি: “আমি আমার দলকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। এই জার্সি মানে ইতিহাস, গর্ব আর দায়িত্ব। আমরা ৬ষ্ঠ বিশ্বকাপের জন্য শুধু খেলবো না—রক্ত, ঘাম আর হৃদয়ের সবটুকু ঢেলে দেবো। ব্রাজিল যখন মাঠে নামে, তখন শুধু ফুটবল খেলে না… সে লড়াই করে একটি জাতির স্বপ্নের জন্য।







🏅🏅🏅🏅🏅

Address

Gorpara
Manikganj
1802

Alerts

Be the first to know and let us send you an email when Sharif blog 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sharif blog 01:

Share