People’s Voice-Manikganj

People’s Voice-Manikganj News, Vews and Entertainment

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে ঢাকার লালমাটিয়া এলাক...
02/07/2025

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে ঢাকার লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ। আজ (বুধবার-২ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দূর্জয়ের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর ও দৌলতপুরে দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর আগে, গত ২১ জানুয়ারি দুর্নীতির অভিযোগে ঢাকার লালমাটিয়ায় তার মালিকানাধীন ২ হাজার ৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একই সঙ্গে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দেওয়া হয়।

মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন ঘিওর বাসস্ট্যান্ড এলাকার 'মানিক কম্পিউটার' এর মালিক আলী আজম মানিককে দাড়ি ধরে টানার আসামি না...
27/06/2025

মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন ঘিওর বাসস্ট্যান্ড এলাকার 'মানিক কম্পিউটার' এর মালিক আলী আজম মানিককে দাড়ি ধরে টানার আসামি নাসিম ভুইয়াকে আজ ২৭ জুন সকাল সাড়ে সাতটায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর থেকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ । এ ব্যাপারে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের মামলায় মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগ...
24/06/2025

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের মামলায় মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে ঢাকার দারুস সালাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ সদর থানার পুলিশ।

সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুরাদ হোসেন বাদী হয়ে নাশকতা ও হামলার অভিযোগে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন।

এ মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারসহ ৯১ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়। এ মামলায় বাবুল সরকারকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনকেও আসামি করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, আজ মঙ্গলবার ভোরে আসামি বাবুল সরকারকে ঢাকার দারুস সালাম থানাধীন এস এ খালেক আবাসিক এলাকায় একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে মানিকগঞ্জে আনা হয়েছে। আজ দুপুরে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

08/06/2025

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে বিএনপি'র শীর্ষ নেতারা রাজধানীর গুলশানের 'ফিরোজা' বাসভবনে।

মানিকগঞ্জের শিবালয় উপজেলা শ্রমিক দলের সহসভাপতি ফারুক হোসেন শামীম চলে গেলেন না ফেরার দেশে।
06/06/2025

মানিকগঞ্জের শিবালয় উপজেলা শ্রমিক দলের সহসভাপতি ফারুক হোসেন শামীম চলে গেলেন না ফেরার দেশে।

মানিকগঞ্জ জেলা বিএনপি'র ৬১-সদস্যবিশিষ্ট পুর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
05/06/2025

মানিকগঞ্জ জেলা বিএনপি'র ৬১-সদস্যবিশিষ্ট পুর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

30/05/2025

মানিকগঞ্জের সিংগাইর থানার দায়ের করা হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে পুলিশি কঠোর নিরাপত্তায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে।

আজ (শুক্রবার-৩০ মে) সকালে সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় মমতাজকে। মামলার শুনানি শেষে জামিন না মুঞ্জুর করে হরিরামপুর থানার হামলা ও ভাঙচুর মামলায় মমতাজকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত চত্বরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। তবে আজকে মমতাজকে আদালতে আনা হলে আগের দুই দিনের মত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আদালত চত্বরে দেখা যায়নি।

কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, 'সিংগাইর থানার হত্যা মামলায় মমতাজ বেগমকে চার দিনের রিমান্ডে শেষে আদালতে আনা হয়। আদালতে বিচারক সিংগাইর থানার হত্যা মামলার শুনানি শেষে জামিন না মঞুজর করে হরিরামপুর থানার মামলায় পুনরায় মমতাজকে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক।

উল্লেখ্য, ২০১৩ সালের হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল-সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক যুগ পর চলতি বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

22/05/2025

মানিকগঞ্জের আদালতে মমতাজ বেগমকে ডিম মারলো জনতা

মানিকগঞ্জে ২ মামলায় সাবেক সংসদ সদস্য, কন্ঠশিল্পী মমতাজ বেগমের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুই বিচারক। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আজ সকাল সাড়ে আটটায় মানিকগঞ্জের আদালতে আনা হয়। সকাল ১১টায় হরিরামপুর কোর্টের বিচারক দুই দিন এবং সিংগাইর কোর্টের বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত থেকে বের হওয়ার সময় জনতা মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। পুলিশের কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে তাঁকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

19/05/2025
জাতীয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৪-২৫) এর আওতায় আজ (১৯ মে-সোমবার) মানিকগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা ক্রী...
19/05/2025

জাতীয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৪-২৫) এর আওতায় আজ (১৯ মে-সোমবার) মানিকগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা।

মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি, শিবালয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম খানকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ...
18/05/2025

মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি, শিবালয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম খানকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

Address

Manikganj

Alerts

Be the first to know and let us send you an email when People’s Voice-Manikganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to People’s Voice-Manikganj:

Share