Sadia Airin

Sadia Airin I'm an SEO Expert with an interest in the design market. Competent in Site Make & Advancement (SEO),

মেঘেদের আড্ডা , এক কাপ চা আর ........ 💖 📍 দার্জিলিং, 🌨️
15/08/2023

মেঘেদের আড্ডা , এক কাপ চা আর ........ 💖
📍 দার্জিলিং, 🌨️

যারে ভাল্লাগে তারে ধইরা রাখো। নিজের সবটা দিয়া আগলে রাখো। যত্ন নাও, বুকে চাইপা রাখো। সামান্য ঝড়ে ছাইড়ো না। হাত ফসকে গেলে ...
08/08/2023

যারে ভাল্লাগে তারে ধইরা রাখো। নিজের সবটা দিয়া আগলে রাখো। যত্ন নাও, বুকে চাইপা রাখো। সামান্য ঝড়ে ছাইড়ো না। হাত ফসকে গেলে মানুষখান আর হাতে আসে না।
একখান মানুষ হারাইল্যে আর মানুষ পাইবা না।🖤🥺

এখানে বসে একটা বিকেল কাটিয়ে দেওয়া যায়🌿🖤গোধূলি বিকেল ,এক কাপ চা আর......... 💕
07/08/2023

এখানে বসে একটা বিকেল কাটিয়ে দেওয়া যায়🌿🖤
গোধূলি বিকেল ,এক কাপ চা আর......... 💕

18/07/2023

17/07/2023


Follow  to know more📌
16/07/2023

Follow to know more📌

08/07/2023

একটা সত্যি গল্পঃ
গতকাল পাই পাই হিসাব নিয়ে লেখার পর একজন বন্ধু আমাকে জানালো তার অব্যক্ত বিষাদের কথা।
মেয়েটি ইঞ্জিনিয়ার। সে চাকুরী করতো তখন।তার স্বামীও চাকুরী করতো।তাছাড়া স্বামী বড়লোক বাবার একমাত্র ছেলে ছিলো।
তারা একবার মালয়েশিয়া ট্যুরে যায়।
সেই ট্যুরে তার সব খরচ তাকেই দিতে হয়েছে।
তার স্বামী সবকিছু পাই পাই করে হিসাব রাখছিলো।পুরো ট্যুরে বিমান ভাড়া,হোটেল ভাড়া,খাওয়া,শপিং সবকিছুর পাই পাই হিসাব করে ৫০% তার স্বামী তার থেকে আদায় করে।
কারণ বলছিলো তুমি চাকুরী করো আমি কেন তোমার পেছনে টাকা খরচ করবো।
৫ বছরের এফেয়ার। বারো বছরের সংসার।একটা বাচ্চা।
সবকিছুর পাই পাই হিসাবে মেয়েটি ক্লান্ত হয়ে পড়ে।
সে সংসারে ভালবাসা খুঁজে পায়নি।মায়া অনুভব করেনি।
কোন সম্মান পায়নি।
সবকিছুতেই তার স্বামীর টাকার হিসাব।
টাকা যখন মূখ্য হয়ে উঠেছিলো,ভালবাসা তখন জানালা দিয়ে পালিয়েছিলো।
এক সময় তিক্ততা, অত্যাচার চরম আকার ধারণ করে।
অবশেষে সেই মেয়েটি ১ বছরের বাচ্চাকে নিয়ে তার স্বামীকে ডিভোর্স দেয়।
তার ভাষায় আমি কারো স্ত্রী ছিলাম না।আমি কোন সংসার করছিলাম না।আমি যৌথ মালিকানাধীন দোকান চালাচ্ছিলাম।
অবশেষে মুক্তি নিয়ে মেয়েটি সম্মানের সাথে জীবন এগিয়ে নিচ্ছে।
পাই পাই হিসেবে জীবন চলে না।।ভালবাসা ও মায়া অকৃত্রিম হতে হয়। উজাড় করা ভালবাসা সংসারে ঢেলে দিতে হয়।তবেই সুখ উপচে পড়ে সংসারে।
সংগ্রহীত পোস্ট
ডা. আহমেদ জোবায়ের(copy)

✨Double tap and save this if you’re struggling to attract more audience✨⠀Follow  for more🗄 Save this post for the future...
08/07/2023

✨Double tap and save this if you’re struggling to attract more audience✨

Follow for more
🗄 Save this post for the future
✉️ Share this post with your audience
💡 Turn on post notifications to see more of my posts.

02/04/2023

"একি বউমা! তুমি এই রমজান মাসে সকাল থেকে এত খাবার তৈরি করছ কেন?"

"মা আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ দরিদ্র মানুষদের খাবার খাওয়াব।"

"এত টাকা পেলে কোথায়? নিশ্চয়ই আমার ছেলের পকেট থেকে চুরি করেছ।"

"আমার আপনার মত স্বামীর পকেট থেকে টাকা সরানোর স্বভাব নেই মা।"

"মুখ সামলে কথা বলো বউমা।"

"আপনি মুখ সামলালেই তো আমিও চুপ থাকি।"

"বলি তোমার বাপের বাড়ি থেকে তো কিছু দিল না এবার। ছেলের বিয়ে দিয়েছি এমন এক পরিবারে যেখান থেকে রমজাম উপলক্ষে কিছুই আসে না।"

শাশুড়ি মায়ের কথায় আমি মুচকি হেসে উত্তর দিলাম,

"মা এসব আমার বাবার বাড়ি থেকেই আনা জিনিসপত্র।"

শাশুড়ি মা ভারি অবাক হলেন আমার কথায়। চোখ দুটো বড়ো বড়ো করে বললেন,

"সেকি! কখন দিয়ে গেল এসব? আমি তো দেখিনি।"

"আমি এবার বলেছিলাম আমাকে টাকা পাঠাতে। প্রতি বছর তো এত এত জিনিস নিয়ে আসে। সবকিছুই আপনি আপনার মেয়ের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন। তাই এবার ভাবলাম, দরিদ্র মানুষদের যখন খাওয়াতেই হয় তখন আসল দরিদ্রদের খাওয়াই। এতে আমারো সওয়াব হবে। আর সবার দোয়া পাব।"

আমার কথায় শাশুড়ি মা তেলেবেগুনে জ্বলে উঠে বললেন,

"এসব বলে তুমি আমাকে অপমান করছ বউমা।"

"একদমই না মা। আপনার যদি মেয়ের শ্বশুরবাড়িতে রমজানের জিনিসপত্র পাঠাতে ইচ্ছা করে তাহলে নিজের টাকায় পাঠান। আমার বাবার বাড়ি থেকে আসা জিনিস মেয়ের শ্বশুরবাড়িতে কেন পাঠাবেন? আপনি তো খুব বড়োলোক। আর এটুকু খরচ করার সামর্থ্য নেই? এদিকে উঠতে, বসতে আমাকে বলেন আমার বাড়ির লোক ছোটলোক!"

আমার এমন কথা শুনে শাশুড়ি মা আর কোনো উত্তর দিতে পারলেন না। হনহন করে নিজের ঘরে চলে গেলেন। আমি সেদিকে পাত্তা না দিয়ে নিজের কাজ করতে লাগলাম। রান্নাঘরে একা হাতে সব সামলাচ্ছি আর ভাবছি,

"টাকা থাকা সত্বেও যারা ছোটলোক তাদের খাওয়ানোর থেকে রাস্তায় থাকা অভুক্তদের খাওয়ানো ঢের ভালো।"

বিকালের দিকে বের হলাম রাস্তায়। দুই হাতে দুইটা খাবারের ব্যাগ নিয়ে হাঁটছি আর চারপাশে চোখ বুলাচ্ছি। কিছুটা সামনে যেতেই একজন বৃদ্ধকে রাস্তায় বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে গেলাম। তার হাতে খাবারের একটা প্যাকেট ধরিয়ে দিতেই তিনি বিশ্বজয়ী হাসি দিয়ে দোয়া করলেন আমাকে। আমি হাসিমুখে সামনের দিকে অগ্রসর হলাম। একে একে প্রায় চল্লিশ জনের হাতে খাবারের প্যাকেট ধরিয়ে আমি বাড়ির দিকে হাঁটা দিলাম।

ইফতারির কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকতেই শুনতে পেলাম আমার শাশুড়ি আমার স্বামীকে বলছে,

"শোন তানভির তোর বউ আমাকে আজ অনেক আজেবাজে কথা বলেছে।"

"তা কেন বলেছি সেটাও বলুন মা।"

আমাকে হয়তো এই সময় আশা করেননি তিনি। খানিকটা চমকে গিয়েই বললেন,

"তোমার পাড়া বেড়ানো শেষ?"

"আমি যে পাড়া বেড়াতে যাইনি সেটা আপনিও খুব ভালো করে জানেন মা। আপনার ছেলে বাড়িতে আসতেই নালিশ করা শুরু করে দিলেন।"

"দেখ তানভির তোর বউ আমার সাথে কেমন ব্যবহার করে। সকালে আমাকে যা নয় তাই বলে গালাগালি করেছে।"

আমি অবাক হওয়ার ভান করে বললাম,

"ছিঃ ছিঃ মা আপনি এই রমজান মাসেও মিথ্যা কথা বলেন। আপনার রোজা তো হালকা হয়ে গেল মা।"

আমার কথা শুনে শাশুড়ি মা থতমত খেয়ে গেলেন। আমার স্বামী এই অবস্থা দেখে পরিস্থিতি সামলানোর জন্য বলল,

"মা আমি জানি অজান্তা কি করতে গিয়েছিল। ওও তো ভালো কাজই করেছে। সারা বছর কত মানুষ অনাহারে থাকে। এই রমজান মাসে যদি তাদের এক বেলা খাওয়ানো দায়িত্ব আমরা নিই তাহলে ক্ষতি কোথায়? এতে আল্লাহ খুশি হবেন। তিনি সন্তুষ্ট হবেন আমাদের উপর। অজান্তা তো খারাপ কাজ করেনি। তাহলে তুমি এত রাগ করছ কেন? প্লিজ মা তুমি ওর উপর রাগ করে থেকো না।"

তানভিরের কথায় আমার শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে বললেন,

"ওও তো সারাক্ষণ আমার সাথে তর্ক করে। তোর বউকে কিছু বলবি না?"

আমি হেসে শাশুড়ি মায়ের কাছে এগিয়ে গিয়ে বললাম,

"ওর আমাকে কিছু বলতে হবে না। আমি নিজেই আমার ব্যবহারের জন্য মাফ চাচ্ছি। আসলে মা, আপনি তো আমার নরম কথায় পাত্তা দেন না। তাই মাঝেমধ্যে এমন করতে হয়।"

এর মধ্যেই মাগরিবের আযানের আওয়াজ পেলাম আমরা সবাই। আমি সবাইকে খাবার টেবিলে বসিয়ে পানি মুখে দিয়ে বললাম,

"আমি কিন্তু নিজ হাতে অনেক কষ্ট করে সব রান্না করেছি। কেউ যদি না খায় তাহলে অনেক কষ্ট পাব। আমাকে কী কেউ ভালোবাসে না?"

আমি যে কথাটা শাশুড়ি মা'কে উদ্দেশ্য করে বলেছি সেটা তিনি বুঝতে পেরে একটা বেগুনি নিয়ে খেতে শুরু করলেন। আমিও হাসিমুখে তার দিকে তাকিয়ে মনে মনে বলছি,

"পরিবর্তনটা হোক ভালোর জন্য।"

সমাপ্ত

©নামিরা নূর নিদ্রা*
একটি বিশেষ অনুরোধ: আপনারা যারা এতদিন ধরে বাঙালীর আমন্ত্রণ এর পাশে আছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিও পারলে সাপোর্ট করবেন। সাবস্ক্রাইব করুন এই পেজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইব ক্রিয়েটর এর মনোবল কে আরো অনেকখানি বাড়িয়ে তোলে। পাশে থাকবেন আশা করি❤️
https://www.youtube.com/c/বাঙালীরআমন্ত্রণ

15/02/2023

This is what you need to know about Canva Pro 👑

Canva is one of the design tools that most businesses, digital marketing, or design spaces are using.

The Pro version will provide many more additional features you cannot get with a free account. Here are some of its features:

1. Schedule social - Canva Schedule is the social media tool that gets you seen. Post and engage on Facebook, LinkedIn, Pinterest, and Twitter.

2. Design Together - Organize your designs in a snap by creating folders in your account.

3. Stay on brand - Ensure on-brand content by uploading your logo and fonts. Plus, customize your color palettes.

4. Resize designs - Resize your work in any design type with just a click.

5. Transparent Images - Tired of pesky backgrounds? You can now download PNG images with transparent backgrounds.

6. Premium Video - Create, edit and save premium videos for any platform.

7. Templates - Browse through our selection of free templates and create and customize a design for any occasion.

8. Background Remover - Click to remove image backgrounds, perfect for product photos, headshots, or transparent PNGs.

9. Premium Content - Access our entire photo, element, video, and audio library, at no extra cost.

10. Instant animation - Experience the easiest way to animate your graphic and watch your designs come alive.

Canva Pro includes everything in Canva which is why it is worth the upgrade 🧡 If you have any questions, inquiries, or concerns please feel free to message me 😄💁

15/02/2023

মা কে জিজ্ঞাসা করেছিলাম মা আমার স্বাধীনতা কোথায়?
উত্তরে বললেন, এখন কিসের স্বাধীনতা। বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে, স্বাধীনতা খুঁজে নেবে!

একদিন ভোরে স্বামীকে জিজ্ঞেস করলাম- আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা নেই? সখ আহ্লাদ নেই?

উত্তর একটাই বিয়ের আগে যা করেছো করেছো এখন করা যাবে না। লোকে কি বলবে? ছেলে-মেয়েদের মানুষের মতো মানুষ করো, পরে যা ইচ্ছে করতে পারবে!!

আজ আমার ছেলের বয়স কুড়িতে পা দিলো। বললাম আচ্ছা বাছা মায়েদের স্বাধীনতা কোথায়? বলতে পারিস??
ছেলে আমার মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিলো হেসে-
বললো,
এখন কি আর ওই বয়স আছে নাকি যা ইচ্ছে করবে?অনেক কিছুই করেছো জীবনে এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো।

জানেন আপনি?
মেয়ে মানুষের স্বাধীনতা হয় না,ঘর হয় না,তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থের সবটুকু দিতে দিতে মৃত্যুবরণ করে!!!............একজন মায়ের মুখে শোনা গল্প.....

সত্যিই আমরা কেন এভাবে ভাবি না :( সুব্রত ধর
সংগৃহীত----------------।

15/02/2023
15/02/2023

Let's talk about the benefits of social media in your business 🚀

Social media is a powerful tool for any business. The best thing about social media is that you can use it for so many things!

So let's break down some incredible reasons for getting involved with social media for your business:

1. Social media is a great way to build relationships with your customers. You can use this to promote your quality reviews on all of your social media channels. That’s a great way to enhance your social media marketing and it’s organic.
2. It can build brand authenticity. Engaging on social media allows brands to build trust with potential customers, partners, and employees.
3. Social is a perfect tool to generate leads. Creating meaningful conversations and engagement within your target industry can result in gaining leads.

How social media has helped you? Share it in the comment section 👇🧡

01/09/2022

01/09/2022











                                     ❤️
28/08/2022





❤️

6 Mistakes Beginner Freelancers do👇1) Being a GeneralistTry to narrow down the Niche and learn a specific skill.Example:...
28/08/2022

6 Mistakes Beginner Freelancers do👇

1) Being a Generalist
Try to narrow down the Niche and learn a specific skill.

Example: If you want to start a career as a digital marketer!

Don’t try to learn everything about digital marketing but learn target-specific skills like:

📌content writing
📌social media marketing
📌search engine marketing

2. Not having a portfolio
If you are a beginner and want to land a client you need to show social proof which is going to be your sample work of tasks you assign to yourself.

3. Not charging enough
If you have confidence in your skill that can drive the desired outcome for a client, you should charge what exactly you are worth.

Don’t feel under-confident that you are a beginner and have no experience.

Expertise count experience doesn’t!

4. Giving up soon
You need consistency to learn implement and find a potential client.

It’s not an overnight game, it’s so overtime game.

5. No proper plan
We generally try to stay with the trends in that process we never plan our strategies and never
Focus on the actual plan.

✅Research about your target audience
✅Create a marketing plan
✅Create a content strategy

6. Trying to do all
Initally as a freelancer to save up the cost we try to do each and everything ourselves which takes up our whole time.

Save your time and work smartly.
Time is money😉

Turn on notifications for more🥰

✨Double tap and save this if you’re struggling to attract more audience✨⠀Follow  for more🗄 Save this post for the future...
25/08/2022

✨Double tap and save this if you’re struggling to attract more audience✨

Follow for more
🗄 Save this post for the future
✉️ Share this post to your audience
💡 Turn on post notifications to see more of my posts.

We all know that change is inevitable, but we still need to make sure we're looking at it from a position of strength an...
24/08/2022

We all know that change is inevitable, but we still need to make sure we're looking at it from a position of strength and confidence.

If you're struggling with something, or if you just want to be better than you were yesterday, then don't just sit there. Make a choice right now to get yourself there.

How are you working on yourself today? Let me know in the comments below! 🧡

7 New Hashtag ToolToolset:- Hashtags ( Save it for future)✋Finding hashtags is one of the most important practices which...
05/08/2022

7 New Hashtag Tool
Toolset:- Hashtags ( Save it for future)✋

Finding hashtags is one of the most important practices which we learn while working on social media platforms but there are still some tools that help you to make it easy to count on Hashtags and I shared some of them here.🤩🤩

1. Hootsuite - to find relevant hashtags and track conversions around your hashtags.
2. Tint - To discover and curate user-generated content around the hashtag
3. Hashtagify - To find the top relevant and trending hashtags on Twitter and Instagram
4. Tagdef - To understand what a hashtag means
5. Twitter Advanced Search - To find relevant hashtags on Twitter
6. In tags- Android app to generate hashtags for social media
7. Ingramer - AI-Powered tool to find hashtags using a keyword, photo, or link.








We can't control what other people do, it's a fact of life.💯We can't make someone else be a good person or act with inte...
01/08/2022

We can't control what other people do, it's a fact of life.💯

We can't make someone else be a good person or act with integrity. In life, the only thing we can truly control is ourselves.

We can only control our reaction when someone else does something bad, dishonest, or unkind to us. And how we conduct ourselves in difficult situations reflects who we are as people.

What makes a good Instagram caption? 🤔Whether you're just starting out on Instagram or you've been posting for years, we...
30/07/2022

What makes a good Instagram caption? 🤔

Whether you're just starting out on Instagram or you've been posting for years, we know that writing great Instagram captions can be really hard. You want to post the perfect picture, but you also want to make sure your caption does all the heavy lifting for you.

To help you get started and create Instagram captions that are as great as your photos, we’ve put together this guide with our top tips. 📌

Just do it. We try harder. A diamond is forever. Impossible is nothing. Think different.Brands that have been able to su...
29/07/2022

Just do it. We try harder. A diamond is forever. Impossible is nothing. Think different.

Brands that have been able to succinctly distill their messaging into a few simple words that are descriptive and memorable become part of the public consciousness.

When thinking about your own business, stay focused, keep it simple and be clear. Complexity is the enemy of retention. Intentional brand building is simple but not easy.

এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোট...
29/07/2022

এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি লোক বেঁচে যাবে। অনেক বছর পর এগুলো আর কাজ করবেনা। তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।''
:
এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় "এন্টিবায়োটিক রেজিসটেন্স''।
:
ধরি, আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক। খেলাম আমি ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আমি সুস্থ হয়ে গেলাম। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেলো। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করলো নিজেরা নিজেরা।
:
তারা ভাবলো, যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে। অতএব আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকেনা এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে এই ব্যাকটেরিয়া গুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়।
এর ফলে যেটা হয়, পরের বার এম্পিসিলিন নামক এন্টিবায়োটিকটা আর কাজ করেনা।
:
সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়া গুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকেনা। তিনি হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ঐ এন্টিবায়োটিক কাজ করেনা। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে।
:
আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন 'জ্যাকেট'এর তুলনায় এন্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক এন্টিবায়োটিক এখন আর কাজ করেনা, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হসপিটাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবেনা। সামান্য সর্দীতেই রোগী মরে সাফ হয়ে যাবে।
:
উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। 'মেডিসিনের বাইবেল' নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে,
"This organism is registrant against this Drugs in Indian subcontinent''
:
টিভি পত্রিকায় নানান বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে, কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ পানি খেতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এন্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও চোখে পড়েনি। অথচ এটা অন্যগুলোর চেয়েও জরুরী। এন্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবেনা।
আগুন নিয়ে খেলছে ফার্মেসিওয়ালারা
--------------------------------------------------
রোগী ফার্মেসীতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসীতে বসে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে Ezithromycin or,cefixime or cefuroxime or levofloxacin নামক কিছু নামকরা দামী এন্টিবায়োটিক, কিন্তুু কতো দিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয় এই ওষধটি ১ ডোজ খাবেন সব রোগ ভালো হয়ে যাবে আর এই ভাবেই আস্তে আস্তে Resistance হচ্ছে সব এন্টিবায়োটিক।
:
চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। সবাইকে এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। না হলে আমাদের ভবিষ্যত অন্ধকার।

Free tools to crush it on Instagram 😎Here are some of the tools I make use of to help me grow my brand on InstagramWhich...
28/07/2022

Free tools to crush it on Instagram 😎

Here are some of the tools I make use of to help me grow my brand on Instagram

Which of these tools do you make use of yourself? Drop a comment below and let me know 👇🏾
..
Do you struggle to create engaging content consistently? Dm me “CONTENT” to see if you’re a good fit for my content creation service....











কি_বোর্ডর_ব্যবহার।CTRL+A. . . . . . . . . . . . . . . . . Select AllCTRL+C. . . . . . . . . . . . . . . . . CopyCTRL+X. ...
28/07/2022

কি_বোর্ডর_ব্যবহার।
CTRL+A. . . . . . . . . . . . . . . . . Select All
CTRL+C. . . . . . . . . . . . . . . . . Copy
CTRL+X. . . . . . . . . . . . . . . . . Cut
CTRL+V. . . . . . . . . . . . . . . . . Paste
CTRL+Z. . . . . . . . . . . . . . . . . Undo
CTRL+B. . . . . . . . . . . . . . . . . Bold
CTRL+U. . . . . . . . . . . . . . . . . Underline
CTRL+I . . . . . . . . . . . . . . . . . Italic
F1 . . . . . . . . . . . . . . . . . . . . . . Help
F2 . . . . . . . . . . . . . . . . . . . . . Rename selected object
F3 . . . . . . . . . . . . . . . . . . . . . Find all files
F4 . . . . . . . . . . . . . . . . . . . . . Opens file list drop-down in dialogs
F5 . . . . . . . . . . . . . . . . . . . . . Refresh current window
F6 . . . . . . . . . . . . . . . . . . . . . Shifts focus in Windows Explorer
F10 . . . . . . . . . . . . . . . . . . . . Activates menu bar options
ALT+TAB . . . . . . . . . . . . . . . . Cycles between open applications
ALT+F4 . . . . . . . . . . . . . . . . . Quit program, close current window
ALT+F6 . . . . . . . . . . . . . . . . . Switch between current program windows
ALT+ENTER. . . . . . . . . . . . . . Opens properties dialog
ALT+SPACE . . . . . . . . . . . . . . System menu for current window
ALT+¢ . . . . . . . . . . . . . . . . . . opens drop-down lists in dialog boxes
BACKSPACE . . . . . . . . . . . . . Switch to parent folder
CTRL+ESC . . . . . . . . . . . . . . Opens Start menu
CTRL+ALT+DEL . . . . . . . . . . Opens task manager, reboots the computer
CTRL+TAB . . . . . . . . . . . . . . Move through property tabs
CTRL+SHIFT+DRAG . . . . . . . Create shortcut (also right-click, drag)
CTRL+DRAG . . . . . . . . . . . . . Copy File
ESC . . . . . . . . . . . . . . . . . . . Cancel last function
SHIFT . . . . . . . . . . . . . . . . . . Press/hold SHIFT, insert CD-ROM to bypass auto-play
SHIFT+DRAG . . . . . . . . . . . . Move file
SHIFT+F10. . . . . . . . . . . . . . . Opens context menu (same as right-click)
SHIFT+DELETE . . . . . . . . . . . Full wipe delete (bypasses Recycle Bin)
ALT+underlined letter . . . . Opens the corresponding menu
PC Keyboard Shortcuts
Document Cursor Controls
HOME . . . . . . . . . . . . . . to beginning of line or far left of field or screen
END . . . . . . . . . . . . . . . . to end of line, or far right of field or screen
CTRL+HOME . . . . . . . . to the top
CTRL+END . . . . . . . . . . to the bottom
PAGE UP . . . . . . . . . . . . moves document or dialog box up one page
PAGE DOWN . . . . . . . . moves document or dialog down one page
ARROW KEYS . . . . . . . move focus in documents, dialogs, etc.
CTRL+ > . . . . . . . . . . . . next word
CTRL+SHIFT+ > . . . . . . selects word
Windows Explorer Tree Control
Numeric Keypad * . . . Expand all under current selection
Numeric Keypad + . . . Expands current selection
Numeric Keypad – . . . Collapses current selection
¦ . . . . . . . . . . . . . . . . . . Expand current selection or go to first child
‰ . . . . . . . . . . . . . . . . . . Collapse current selection or go to parent
Special Characters
‘ Opening single quote . . . alt 0145
’ Closing single quote . . . . alt 0146
“ Opening double quote . . . alt 0147
“ Closing double quote. . . . alt 0148
– En dash. . . . . . . . . . . . . . . alt 0150
— Em dash . . . . . . . . . . . . . . alt 0151
… Ellipsis. . . . . . . . . . . . . . . . alt 0133
• Bullet . . . . . . . . . . . . . . . . alt 0149
® Registration Mark . . . . . . . alt 0174
© Copyright . . . . . . . . . . . . . alt 0169
™ Trademark . . . . . . . . . . . . alt 0153
° Degree symbol. . . . . . . . . alt 0176
¢ Cent sign . . . . . . . . . . . . . alt 0162
1⁄4 . . . . . . . . . . . . . . . . . . . . . alt 0188
1⁄2 . . . . . . . . . . . . . . . . . . . . . alt 0189
3⁄4 . . . . . . . . . . . . . . . . . . . . . alt 0190
PC Keyboard Shortcuts
Creating unique images in a uniform world! Creating unique images in a uniform world!
é . . . . . . . . . . . . . . . alt 0233
É . . . . . . . . . . . . . . . alt 0201
ñ . . . . . . . . . . . . . . . alt 0241
÷ . . . . . . . . . . . . . . . alt 0247
File menu options in current program
Alt + E Edit options in current program
F1 Universal help (for all programs)
Ctrl + A Select all text
Ctrl + X Cut selected item
Shift + Del Cut selected item
Ctrl + C Copy selected item
Ctrl + Ins Copy selected item
Ctrl + V Paste
Shift + Ins Paste
Home Go to beginning of current line
Ctrl + Home Go to beginning of document
End Go to end of current line
Ctrl + End Go to end of document
Shift + Home Highlight from current position to beginning of line
Shift + End Highlight from current position to end of line
Ctrl + f Move one word to the left at a time
Ctrl + g Move one word to the right at a time
MICROSOFT® WINDOWS® SHORTCUT KEYS
Alt + Tab Switch between open applications
Alt +
Shift + Tab
Switch backwards between open
applications
Alt + Print
Screen
Create screen shot for current program
Ctrl + Alt + Del Reboot/Windows® task manager
Ctrl + Esc Bring up start menu
Alt + Esc Switch between applications on taskbar
F2 Rename selected icon
F3 Start find from desktop
F4 Open the drive selection when browsing
F5 Refresh contents
Alt + F4 Close current open program
Ctrl + F4 Close window in program
Ctrl + Plus
Key
Automatically adjust widths of all columns
in Windows Explorer
Alt + Enter Open properties window of selected icon
or program
Shift + F10 Simulate right-click on selected item
Shift + Del Delete programs/files permanently
Holding Shift
During Bootup
Boot safe mode or bypass system files
Holding Shift
During Bootup
When putting in an audio CD, will prevent
CD Player from playing
WINKEY SHORTCUTS
WINKEY + D Bring desktop to the top of other windows
WINKEY + M Minimize all windows
WINKEY +
SHIFT + M
Undo the minimize done by WINKEY + M
and WINKEY + D
WINKEY + E Open Microsoft Explorer
WINKEY + Tab Cycle through open programs on taskbar
WINKEY + F Display the Windows® Search/Find feature
WINKEY +
CTRL + F
Display the search for computers window
WINKEY + F1 Display the Microsoft® Windows® help
WINKEY + R Open the run window
WINKEY +
Pause /Break
Open the system properties window
WINKEY + U Open utility manager
WINKEY + L Lock the computer (Windows XP® & later)
OUTLOOK® SHORTCUT KEYS
Alt + S Send the email
Ctrl + C Copy selected text
Ctrl + X Cut selected text
Ctrl + P Open print dialog box
Ctrl + K Complete name/email typed in address bar
Ctrl + B Bold highlighted selection
Ctrl + I Italicize highlighted selection
Ctrl + U Underline highlighted selection
Ctrl + R Reply to an email
Ctrl + F Forward an email
Ctrl + N Create a new email
Ctrl + Shift + A Create a new appointment to your calendarb
Ctrl + Shift + O Open the outbox
Ctrl + Shift + I Open the inbox
Ctrl + Shift + K Add a new task
Ctrl + Shift + C Create a new contact
Ctrl + Shift+ J Create a new journal entry
WORD® SHORTCUT KEYS
Ctrl + A Select all contents of the page
Ctrl + B Bold highlighted selection
Ctrl + C Copy selected text
Ctrl + X Cut selected text
Ctrl + N Open new/blank document
Ctrl + O Open options
Ctrl + P Open the print window
Ctrl + F Open find box
Ctrl + I Italicize highlighted selection
Ctrl + K Insert link
Ctrl + U Underline highlighted selection
Ctrl + V Paste
Ctrl + Y Redo the last action performed
Ctrl + Z Undo last action
Ctrl + G Find and replace options
Ctrl + H Find and replace options
Ctrl + J Justify paragraph alignment
Ctrl + L Align selected text or line to the left
Ctrl + Q Align selected paragraph to the left
Ctrl + E Align selected

True Fact......am I Right or Wrong
28/07/2022

True Fact......
am I Right or Wrong

28/07/2022






🔸WAYS TO GET MORE CLIENTS🔸BUILD AN ACTIVE SOCIAL MEDIA PRESENCE.Show your business into your usual posts, sharing behind...
23/07/2022

🔸WAYS TO GET MORE CLIENTS🔸

BUILD AN ACTIVE SOCIAL MEDIA PRESENCE.
Show your business into your usual posts, sharing behind-the-scenes snippets whenever you can. Your clients want to do business with real people and providing your life, coupled with your business, will grow a special kind of trust that will encourage them to work with you.

PROMOTE YOUR EXPERTISE.
By establishing a clear target market, you can shape your messages to be most attractive to those prospects. Participating in industry panel discussions or online webinars, speaking at industry events or to groups your target customers belong to, or holding educational sessions or workshops will impress potential new customers with your subject expertise.

ASK FOR REFERRALS.
Instead of waiting on getting referrals, open your email and find some happy clients who haven’t sent you referrals yet. Take charge by implementing a system for actively soliciting referrals from your satisfied clients.

GENERATE LEADS.
Find some prospective clients that could benefit from your services, and come up with a plan to reach them.

HAVE AN SEO STRATEGY.
Search engine optimization is a great long-term strategy to drive targeted traffic to your company website. You won’t see overnight results with SEO, but with a sound strategy in place, you can drive traffic over time and convert visitors into paying clients.

If you have any questions, inquiries, or concerns please feel free to message me 😄💁

Address

Manikganj Sadar
Manikganj
1800

Alerts

Be the first to know and let us send you an email when Sadia Airin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sadia Airin:

Share


Other Digital creators in Manikganj

Show All