12/03/2023
◼️যাওয়ালের নামাজ◼️
☑️☑️তাহাজ্জুদ নামাজ ঠিক যতটা পাওয়ার ফুল,
পাশাপাশি যাওয়াল এর নামাজ ততো'টাই পাওয়ার ফুল।
তফাৎ শুধু একটি পড়তে হয় রাতের মধ্যভাগে আর অন্যটি দিনের মধ্যেভাগে।
যাওয়াল এর ওয়াক্ত শুরু দুপুর ১২ঃ০৫ থেকে তবে আযানের আগে পড়া উত্তম!! এই নামাজ স্পেশাল একটা নামাজ তাই ৪ রাকাত একসাথে পড়তে হয় এবং যেকোন সুরা দিয়ে পড়া যাবে!!
✅✅এই নামাজের ফজিলত হলো- এসময় আল্লাহ তা'আলা আকাশের সব গুলো দরজা খুলে দেন এবং আছানীর সাথে সব ইবাদত -বন্দেগী ও দু'আ কবুল হয়!! অন্তত দুআ করুন। আপনি জাননে'না কখন আল্লাহ আপনার দুআ কবুল করবেন।দু'আই হলো ইবাদাতের একটা অংশ । দুআর মাধ্যমেই আল্লাহ ভাগ্য পরিবর্তন করেন।
🥀জামে তিরমিজি, হাদিস -৪৭৮