05/10/2025
নন্দিনী,
মেধাবী মেয়েটা সারাজীবন প্রচণ্ড কষ্ট করে তার স্বপ্ন পূরণের দারপ্রান্তে এসেছিলো,ঢাকা মেডিকেলে চান্স পায়।
কত আনন্দ,কত মানুষের ভালোবাসা কিন্তু!
কিন্তু শেষ পর্যন্ত তার ডাক্তার হওয়াটা আর হলো না 💔
যেখানে আমরা এতো এতো সুযোগ সুবিধা পেয়েও লেখাপড়ায় অনীহা দেখাই কত অভিযোগ করি,সেখানে মেয়েটা এতো স্ট্রাগেল করার পরও কোনো অভিযোগ ছিলো না,মুখে ছিলো হাসি আর চোখে তীব্র স্বপ্ন 😊Nondiny
আর বাবা-মার কষ্টের কথা শেষ হবার না, বাবা গাড়ি চালিয়ে কত কষ্ট করে মেয়েটাকে যে পরিয়েছে।
যেদিন নন্দিনী চান্স পায় ওর বাবা যে কি খুশি ছিলো, মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়ে এসেছিলো আমার বাবার কাছে 😅
এরপর একদিন মেয়েটাকে শেষ জড়িয়ে ধরলাম 💔
-একটা সুন্দর জীবনের ইতি হলো 😅💔