মোহাম্মদ নাজমুল

মোহাম্মদ নাজমুল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মোহাম্মদ নাজমুল, Video Creator, Manikganj.

‘লিচুর বাগানে’ গানে সাবিলা নূর ও শাকিব খানের রসায়নে ঝড় উঠেছে নেট দুনিয়ায়!সম্প্রতি প্রকাশিত ‘লিচুর বাগানে’ গানে প্রথমবারে...
03/06/2025

‘লিচুর বাগানে’ গানে সাবিলা নূর ও শাকিব খানের রসায়নে ঝড় উঠেছে নেট দুনিয়ায়!

সম্প্রতি প্রকাশিত ‘লিচুর বাগানে’ গানে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার কিং খান শাকিব খান এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। গানের প্রতিটি দৃশ্যেই ফুটে উঠেছে এক অন্যরকম রোমান্স আর আবেগের ছোঁয়া। বিশেষ করে একটি দৃশ্যে, যেখানে শাকিব খান সাবিলা নূরের কানে কানে কিছু বলছেন আর সাবিলা আবেগে চোখ বন্ধ করে রেখেছেন — সেটি ইতোমধ্যেই নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।

গানের চিত্রায়ন, সাজসজ্জা ও আবহ সঙ্গীত সব মিলিয়ে তৈরি হয়েছে একটি স্বপ্নময় প্রেমের গল্প। সাবিলা নূরের সৌন্দর্য, সংবেদনশীল অভিব্যক্তি আর শাকিব খানের পরিপক্ব অভিনয় গানটিকে দিয়েছে নতুন মাত্রা।

দর্শক বলছেন, সাবিলা নূরের বড় পর্দায় এমন রোমান্টিক উপস্থাপন আগে দেখা যায়নি। এ যেন এক নতুন সাবিলা, এক নতুন অভিজ্ঞতা!

02/06/2025

ব্যাচেলর পয়েন্ট ৫ কাপাবে শিমুল আর লামিয়া | Shimul & Lamiya | Bachelor Point-5

02/06/2025

আমাকে দেখে সবাই 'রোকেয়া' বলে চিৎকার করছিল: ফারিয়া | Faria Shahrin | Bachelor Point 5

কালো শাড়িতে নজর কাড়লেন অন্তরা, মুহূর্তেই ভাইরাল ছবিটি!সংবাদ:সাম্প্রতিক এক অনুষ্ঠানে কালো শাড়িতে দেখা গেলো অভিনেত্রী অন্ত...
01/06/2025

কালো শাড়িতে নজর কাড়লেন অন্তরা, মুহূর্তেই ভাইরাল ছবিটি!

সংবাদ:
সাম্প্রতিক এক অনুষ্ঠানে কালো শাড়িতে দেখা গেলো অভিনেত্রী অন্তরা-কে। স্টাইলিশ ও আত্মবিশ্বাসী এই লুকে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন তিনি। ভাইরাল হওয়া ছবিতে অন্তরাকে দেখা যাচ্ছে ফোনে ব্যস্ত থাকতে, আর তাঁর পরনে থাকা স্টাইলিশ কালো শাড়িটি দর্শকদের নজর কেড়েছে। শাড়ির অনন্য ডিজাইন এবং লাল লিপস্টিকের নিখুঁত মিলন তাঁকে করে তুলেছে আরও মোহনীয়।

নেটিজেনরা প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন অন্তরাকে। অনেকেই লিখছেন, “এটাই হলো ক্লাসিক সৌন্দর্য ও আধুনিকতার নিখুঁত মিশ্রণ।”

ছবিটি ইতিমধ্যে হাজার হাজার বার শেয়ার হয়েছে, এবং অন্তরার এই লুককে ঘিরে আলোচনা তুঙ্গে।

01/06/2025

গুণী লোকজনের সঙ্গে অভিনয় করতে পেরে আমি খুব আনন্দিত : সাদিয়া আয়মান

31/05/2025

শিরিন শিলার স্পষ্ট মন্তব্য “বাংলাদেশে সিনেমার অভাব, কিন্তু নায়িকার নয়।
#শিরিনশিলা

ধর্ম পরিবর্তন নিয়ে মিথ্যা বলতে বাধ্য হয়েছি : অপু বিশ্বাসবিনোদন প্রতিবেদক:চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারও শিরোনামে। সম্প্রত...
31/05/2025

ধর্ম পরিবর্তন নিয়ে মিথ্যা বলতে বাধ্য হয়েছি : অপু বিশ্বাস
বিনোদন প্রতিবেদক:
চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারও শিরোনামে। সম্প্রতি একটি টক শোতে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে সম্পর্কের সময় ধর্ম পরিবর্তন নিয়ে তাকে মিথ্যা বলতে বাধ্য করা হয়েছিল।

অপু বিশ্বাস বলেন, “আমি তখন এমন এক পরিস্থিতিতে ছিলাম, যেখানে সত্য বললেও সমস্যা, আবার মিথ্যা বললেও বিপদ। একটা শিশুর ভবিষ্যৎ চিন্তা করে, নিজের ক্যারিয়ার বাঁচাতে অনেক কিছু গোপন রাখতে হয়েছে। এমনকি ধর্ম পরিবর্তন নিয়েও আমাকে মিথ্যা বলতে হয়েছিল। আমি কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করিনি, কিন্তু তখনকার পরিস্থিতি আমাকে সেইভাবে কথা বলতে বাধ্য করেছিল।”

তিনি আরও জানান, ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই খুব গোপনীয় থাকতে চেয়েছেন। কিন্তু যখন সন্তান আব্রাম খান জয়কে নিয়ে সামনে আসতে হয়, তখন সত্যের কিছু অংশ উন্মোচিত হয়ে পড়ে।

অপুর এই বক্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই তার সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন এতদিন চুপ থাকার কারণ নিয়ে।

উল্লেখ্য, ২০১৭ সালে একটি টিভি চ্যানেলে সন্তানসহ উপস্থিত হয়ে শাকিব খানের সঙ্গে তার বিয়ের খবর প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। সে সময়ও ধর্ম পরিবর্তন নিয়ে নানা গুঞ্জন ও বিতর্ক সৃষ্টি হয়েছিল।

বর্তমানে অপু বিশ্বাস চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। নিজের বক্তব্যে তিনি জানান, এখন তিনি সত্য বলেই বাঁচতে চান, কারণ তিনি একজন মা এবং একজন স্বাধীন মানুষ।

ফুল হাতে নজরকাড়া উপস্থিতি, লাল গালিচায় ঝলমলে বুবলী ।চিত্রনায়িকা শবনম বুবলী আবারও প্রমাণ করলেন কেন তিনি ঢালিউডের গ্ল্যামা...
29/05/2025

ফুল হাতে নজরকাড়া উপস্থিতি, লাল গালিচায় ঝলমলে বুবলী ।

চিত্রনায়িকা শবনম বুবলী আবারও প্রমাণ করলেন কেন তিনি ঢালিউডের গ্ল্যামার কুইন। সম্প্রতি একটি আয়োজনে কালো ও সিলভার শেডের পোশাকে ফুল হাতে ঝলমলে উপস্থিত হয়ে মুগ্ধ করলেন ভক্তদের। হাতে ছিল লাল গোলাপের মনোমুগ্ধকর এক তোড়া, মুখে স্মিত হাসি আর গলায় ছিল আকর্ষণীয় হীরার নেকলেস।

অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও মিডিয়া ব্যক্তিত্বরা তার এই স্টাইলিশ লুকের প্রশংসায় পঞ্চমুখ হন। বুবলী বলেন, “এটা শুধু একটা অনুষ্ঠানে অংশ নেওয়া নয়, এটা আমার ভক্তদের সঙ্গে ভালোবাসা ভাগ করে নেওয়ার মুহূর্ত।”

অনুষ্ঠানটি ছিল নতুন একটি ফ্যাশন ব্র্যান্ড উদ্বোধন উপলক্ষে আয়োজন করা এক বিশেষ সন্ধ্যা, যেখানে আরও অনেক তারকা উপস্থিত ছিলেন। তবে আলো ছড়াতে সবচেয়ে বেশি নজর কাড়েন বুবলীই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই ছবিগুলো ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। ভক্তরা বলছেন, “এটাই বুবলীকে আলাদা করে তোলে – স্টাইল, সৌন্দর্য আর স্নিগ্ধতা সব একসাথে।

নতুন প্রজন্মের উদীয়মান মুখ মডেল সুমাইয়া রিমু এবার বড় পর্দার স্বপ্ন দেখছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার আ...
29/05/2025

নতুন প্রজন্মের উদীয়মান মুখ মডেল সুমাইয়া রিমু এবার বড় পর্দার স্বপ্ন দেখছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার আদর্শ দুই বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী — শাবনূর ও মৌসুমী।

সুমাইয়া বলেন, “তাদের অভিনয় দেখেই বড় হয়েছি। তাদের মতো জনপ্রিয়তা, ভালোবাসা আর সম্মান অর্জন করাই আমার লক্ষ্য। শুধু গ্ল্যামার না, আমি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিতে চাই।”

রিমু ইতোমধ্যে বেশ কিছু মিউজিক ভিডিও ও ফ্যাশন শোতে কাজ করে দর্শকদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন। মডেলিংয়ের পাশাপাশি তিনি অভিনয়ের প্রস্তুতিও নিচ্ছেন নিয়মিত। তার আত্মবিশ্বাস, সৌন্দর্য ও পরিশ্রম দেখে অনেকেই বলছেন—এই তরুণী সামনে বড় কিছু করে দেখাবেন।

এদিকে শিগগিরই তার প্রথম ওয়েব ফিল্মের কাজ শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে।

29/05/2025

শাকিব খানের সিনেমার সঙ্গে আমার সিনেমা এলে দর্শক ভালো সিনেমাটাই বেছে নেবে — আত্মবিশ্বাসী ভাবনা ‘তাণ্ডব’ নিয়ে মুখ খুললেন। 🎬🔥

Address

Manikganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোহাম্মদ নাজমুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category