
03/06/2025
‘লিচুর বাগানে’ গানে সাবিলা নূর ও শাকিব খানের রসায়নে ঝড় উঠেছে নেট দুনিয়ায়!
সম্প্রতি প্রকাশিত ‘লিচুর বাগানে’ গানে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার কিং খান শাকিব খান এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। গানের প্রতিটি দৃশ্যেই ফুটে উঠেছে এক অন্যরকম রোমান্স আর আবেগের ছোঁয়া। বিশেষ করে একটি দৃশ্যে, যেখানে শাকিব খান সাবিলা নূরের কানে কানে কিছু বলছেন আর সাবিলা আবেগে চোখ বন্ধ করে রেখেছেন — সেটি ইতোমধ্যেই নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।
গানের চিত্রায়ন, সাজসজ্জা ও আবহ সঙ্গীত সব মিলিয়ে তৈরি হয়েছে একটি স্বপ্নময় প্রেমের গল্প। সাবিলা নূরের সৌন্দর্য, সংবেদনশীল অভিব্যক্তি আর শাকিব খানের পরিপক্ব অভিনয় গানটিকে দিয়েছে নতুন মাত্রা।
দর্শক বলছেন, সাবিলা নূরের বড় পর্দায় এমন রোমান্টিক উপস্থাপন আগে দেখা যায়নি। এ যেন এক নতুন সাবিলা, এক নতুন অভিজ্ঞতা!