Lal Shobuj Bd

Lal Shobuj Bd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lal Shobuj Bd, Digital creator, Manikganj.

03/03/2025

জীবন হলো একটা ম্যাজিক। এর থেকে অসাধারণ ম্যাজিক আর কিছুই নেই।
অর্ধেক গ্লাসটা ভরা কিংবা খালি দেখাটাই হলো ম্যাজিক। যদি মনে হয় গ্লাসের অর্ধেকটা তো ভরা...ওতেই আমার পিপাসা মিটবে, তবে জীবন সুন্দর।
আর যদি মনে হয় বাকিটা কেন ভরা না...একদিন হয়ত ভরবে, তবে যে অর্ধেক ভরা তার তৃপ্তিও মিলবে না ।

ভাগ্যবান পুরুষ> রেখে যান ১৪ দিনের নতুন বউ, ১৬ বছর পর ফিরেও দেখেন ছেড়ে যায়নি!🥹❤️
28/01/2025

ভাগ্যবান পুরুষ>
রেখে যান ১৪ দিনের নতুন বউ, ১৬ বছর পর ফিরেও দেখেন ছেড়ে যায়নি!🥹❤️

কোন সম্পর্কই নিখুঁত নয়, শেষ পর্যন্ত সেই সম্পর্ক টিকে থাকে, যে সম্পর্কে টিকে থাকার লড়াইয়ে দুজনের মধ্যে কেউই হাল ছেড়ে ...
26/01/2025

কোন সম্পর্কই নিখুঁত নয়, শেষ পর্যন্ত সেই সম্পর্ক টিকে থাকে, যে সম্পর্কে টিকে থাকার লড়াইয়ে দুজনের মধ্যে কেউই হাল ছেড়ে দেয় না।
💖🌸

ভালোবাসা গোপনে হোক কিংবা প্রকাশ্যে, সেটা যদি অনুভবের হয় তবে শারীরিক দূরত্ব কোনো বিষয় নয়। যে ভালোবাসা অনুভব করায়, যে ভালো...
12/01/2025

ভালোবাসা গোপনে হোক কিংবা প্রকাশ্যে, সেটা যদি অনুভবের হয় তবে শারীরিক দূরত্ব কোনো বিষয় নয়। যে ভালোবাসা অনুভব করায়, যে ভালোবাসা ভালো রাখে, যে ভালোবাসায় গুরুত্ব বোঝায়, সেই ভালোবাসা কখনো কষ্টের কারণ হতে পারে না।

“ আমি তোমাকে ভালোবাসি ” স্রেফ এই কথাটা খুব ইজি ভাবে বলাই যায়। তবে যাকে ভালোবাসি, তাকে আদৌ কী ভালো রাখতে পারি? তার মন ভালো রাখতে পারি? তার মনের যত্ন নিতে পারি? তার চোখের দিকে তাকিয়ে তার না বলা কথা, ইচ্ছে কিংবা আকাঙ্খা গুলো বুঝতে পারি?

ভালোবাসা বোঝা যায়, অনুভব করা যায়। যে ভালোবাসে, তার আচরণ সবার থেকে আলাদা হয়, তার গুরুত্ব দেয়ার ভঙ্গিমা আলাদা হয়। পৃথিবীর সব মানুষের মধ্যে সে থাকে সম্পুর্ণ আলাদা।
ভালোবাসা বোঝা যায়, অনুভব করা যায়।
ভালোবাসার মানুষটার প্রতি অঙ্গভঙ্গি, ভাষা, কথা, আচরণ, গুরুত্ব সবার থেকে এতটাই আলাদা থাকে, দেখেই বোঝা যায় ভালোবাসার গভীরতা ঠিক কতটুকু হতে পারে। ভালোবাসা গোপনে হোক কিংবা প্রকাশ্যে, যদি তা সত্যি হয়ে থাকে, তবে মানুষ তা অনুভব করতে বাধ্য।

শিশু মুনতাহা আর পৃথিবীতে নেই, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মুনতাহা আর বেঁচে নেই, পাশের খাল থেকে শিশু মুনতাহার...
10/11/2024

শিশু মুনতাহা আর পৃথিবীতে নেই, ইন্না-
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
মুনতাহা আর বেঁচে নেই, পাশের খাল থেকে শিশু মুনতাহার লা"শ উদ্ধার ।

আল্লাহ তা'য়ালা এই ছোট্ট বোনটিকে জান্নাত নসিব করুন -

সাটুরিয়া বাজারের হোসেন ভাইয়ের  ভাইরাল মুড়ি ভর্তা, এক কথায় অসাধারণ, এই মুড়ি ভর্তা গালে দিতেই স্বর্গের স্বাদ পাবেন, এই মু...
10/11/2024

সাটুরিয়া বাজারের হোসেন ভাইয়ের ভাইরাল মুড়ি ভর্তা, এক কথায় অসাধারণ, এই মুড়ি ভর্তা গালে দিতেই স্বর্গের স্বাদ পাবেন, এই মুড়ি ভর্তার স্বাদ বাংলাদেশের অন্য কোথাও পাবেন না, এটা গ্যারান্টি দিয়ে বলছি। পরিমাণে ভালোই দেয় ৫০ টাকায়। মুড়ি ভর্তা টেস্ট না করলে আসলেই ঠকে যাবেন। ৫০ টাকায় মুড়ি ভর্তা খেয়ে পুরোপুরি টাকা উসুল হবে 😋.
একবার খেলে বারবার খেতে চাইবেন,
গ্যারান্টি দিলাম।

শপের নাম - হোসেন ভাইয়ের মুড়ি ভর্তা।

মুড়ি ভর্তা
দাম-৫০৳
রেটিং - ৯/১০
লোকেশন - সাটুরিয়া বাজার, মানিকগঞ্জ।

**  জীবনের সবকিছুই আপেক্ষিক **কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে......
02/09/2024

** জীবনের সবকিছুই আপেক্ষিক **

কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে...! কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে।

কেউ ভাবছে আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে।

কেউ সদ্যোজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ বছরে কতোজন ভালবাসার মানুষ বদলে ফেলছে!
কেউ আবার তার ভালবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে।

কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়! আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুঁকছে।

কেউ প্রিয়জন এর কাছ থেকে সোনা বা হিরের চুড়ি পেয়ে খুশি নয়,

কেউ প্রিয়জন এর কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে।

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছেনা! কেউ পেঁয়াজ, কাঁচালঙ্কা কচলিয়ে গোগ্ৰাসে পান্তা গিলছে।

কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায় অঘোরে ঘুমোচ্ছে।

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো? কেউ পায়ে হেঁটে পথ চলছে, আর মনে মনে ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি! ঈশ্বর চাইলে, ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে।

নানান রঙের মানুষ,
বিভোর নানা স্বপ্নে,
জীবন এঁকে বেড়ায়
সাদাকালো আলাপনে !!

আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক।

কারো সব থেকেও "সুখ" জিনিসটাই নাই, আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে!

কেউ দুইবেলা খাওয়ার জন্য সারাদিন হাটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাটে।

জীবন যেখানে যেমন!

উদ্বুদ্ধ করন পোস্টঃআমি Khalilur Rahman  (Lal Shobuj Bd) লাল সবুজ ফার্মেসি হরগজ বাজার,বন্যা দুর্গতদের সহায়তার জন্য সাধ্য ...
22/08/2024

উদ্বুদ্ধ করন পোস্টঃ

আমি Khalilur Rahman (Lal Shobuj Bd)

লাল সবুজ ফার্মেসি
হরগজ বাজার,
বন্যা দুর্গতদের সহায়তার জন্য সাধ্য অনুযায়ী দান করলাম।
(বিকাশের মাধ্যমে অথবা নিচে দেওয়া লিংকে ঢুকে আস সুন্নাহ ফাউন্ডেশনে সহজে দান করতে পারেন।)

বন্যা দুর্গতদের সহায়তার জন্য সক্রিয় সবচাইতে বিশ্বস্ত চ্যানেল আস-সুন্নাহ ফাউন্ডেশনে নিশ্চিন্তায় দিতে পারেন!
Link : https://assunnahfoundation.org/donate/flood

যারা সিলেটের বন্যায় তাদের কার্যক্রম লক্ষ্য করেছিলেন, তাঁরা জানেন তাদের ইফোর্ট এবং আন্তরিকতা সম্পর্কে।

তাই সবাইকে অনুরোধ করছি, ফ্রন্টলাইনে কাজ না করতে পারলেও তাদের জরুরী বন্যা তহবিলে মিনিমাম ডোনেট করে পাশে থাকেন। সবাই মিলে ছোট ছোট কন্ট্রিবিউশন করলেও রেজাল্ট অনেক বড় হয়।

আমার ফ্রেন্ডলিস্ট এবং ফলোয়ার মিলিয়ে প্রায় ৮০০০ এর মতো মানুষ, ১০০ টাকা করে দান করলেও ৮ লাখ উঠে। আর এইটা সাদকাহ জারিয়াহ হয়ে যাবে, তো আলটিমেটলি আপনারই লাভ। কি আছে জীবনে !!

আল্লাহ আমাদের সহায় হোন, আমিন।
"মানুষ মানুষের জন্য"
মানবিক হোন, পাশে থাকুন।

তোমার অভাব বোধহচ্ছে খুব।মেঘলা আকাশ, প্রচন্ড।থেমে থেমে নেমে আসছে পশলা পশলা বৃষ্টি।এমন সময় আমার খুব মন খারাপ হয়, জানো?ইচ্ছ...
15/07/2024

তোমার অভাব বোধহচ্ছে খুব।
মেঘলা আকাশ, প্রচন্ড।
থেমে থেমে নেমে আসছে পশলা পশলা বৃষ্টি।

এমন সময় আমার খুব মন খারাপ হয়, জানো?
ইচ্ছে হয়, দূরে কোথাও চলে যাই।
নিজেকে প্রচন্ত ব্যর্থ মনে হয়, প্রচন্ড।
'আপনি','তুমি'কিম্বা কোনো এক 'তুই' অভাব বোধহয়।

যদি তোমায় বলতাম,
চলো, হেটে যাই, নগ্ন পায়ে।
ইটের কাদামাখা-মাখি করা রাস্তা ধরে,
দিগন্ত থেকে দিগন্তে। হাঁটতে তুমি? আমার হাত ধরে?
প্রচন্ড বৃষ্টির মাঝে?

নাকি ফিরিয়ে দিতে? বিরক্তিভরা চোখে।
ফিরিয়ে দাও, বিরক্ত হও;
'উফফফ' জ্বালাময়ী কন্ঠে।

আমি তো শুধু দুজনে একাকী ভিজতে চেয়েছিলাম।
ঘাসের উপর বসে গল্প জুড়ে দিতে চেয়েছিলাম।
দুজনে কাকভেজা হয়ে কাঁপতে চেয়েছিলাম।
প্রকৃতিতে মিলতে চেয়েছিলাম, তোমায় নিয়ে।
জ্বর হলে বোধহয় ঘোরের মাঝে তোমায়ই খুঁজতাম,
তুমি কি করতে, জানা হয়নি।
জানতেও চাই না।

বাস্তবে না থাকো,
শুধু কল্পনায় থেকো, স্বপ্নে থেকো।
যৌনসুখে চাইনি তোমায়,
শুধু মৌন সুখে থেকো।

একই সাথে নাইবা ভিজলে,
নাইবা হলো ঘাস ছোঁয়া, হাত ছোঁয়া,
গল্প খাওয়া, হারিয়ে যাওয়া; দিক থেকে দিগন্তে।
শুধু কোনো এক মন খারাপের রাতে,
আকাশ দেখে আমায় ভেবে,
একটু হেসে দিও।
প্রিয়, ভালোবাসা নিও।

ইতি,
হারিয়ে যাচ্ছি

লোকটির নাম রবীন্দ্রনাথ দাস।।।বাড়ি দক্ষিন চব্বিশ পরগনা জেলায়। পেশায় একজন মৎস্যজীবী। হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে...
14/07/2024

লোকটির নাম রবীন্দ্রনাথ দাস।।।
বাড়ি দক্ষিন চব্বিশ পরগনা জেলায়। পেশায় একজন মৎস্যজীবী। হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ ধরছিল সে ও তার ১৫ জন সাথী। হটাত প্রচন্ড ঝড় শুরু হয়। একসময় ট্রলার উল্টে যায়। প্রচন্ড ঢেউয়ে একেকজন একেক দিকে ভেসে যায়।।। রবীন্দ্রনাথও ভেসে যায়।।।।

পেশায় জেলে হওয়ায় জলের প্রতি ভয় ছিল তার কম, আর মনে ছিল প্রচন্ড সাহস। তাই গভীর সমুদ্রে ভেসে গেলেও বেঁচে থাকার সাহস হারান নি। ভাসতে থাকেন। ভাসতে থাকেন। উপরে আকাশ আর নিচে জল। রবীন্দ্রনাথ ভাসতে থাকেন।

এক ঘন্টা দুই ঘন্টা করতে করতে এক দিন থেকে দুই দিন হয়ে যায় রবীন্দ্রনাথ ভাসতে থাকেন।
রবীন্দ্রনাথের শরীর দুর্বল হয়ে যায় কিন্তু বাঁচার কোন অবলম্বন খুঁজে পায় না। খাবার বলতে কেবল যখন বৃষ্টি নামে তখন সেই বৃষ্টির জল। কারণ সমুদ্রের লোনা জল পান করাও যায় না। তবুও রবীন্দ্রনাথ হার মানে নি। ভাসতে থাকে ভাসতে থাকে।

ভাসতে ভাসতে পাঁচ দিন পার হয়ে যায়। পাঁচ দিন পর প্রায় ৬০০ কি.মি. ভাসতে ভাসতে বাংলাদেশের কুতুবদিয়ায় এসে পৌছে। তখন বাংলাদেশের জাহাজ ‘এমভি জাওয়াদের’ ক্যাপ্টেন অনেক দূর থেকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায়। দেখতে পেয়ে তড়িঘড়ি করে তার দিকে লাইফ জ্যাকেট ছুড়ে মারে। কিন্তু সে ধরতে পারে না। তলিয়ে যায়। কিন্তু জাহাজের ক্যাপ্টেন জাত পাত, ধর্মীয় ভেদাভেদ, সীমানার কাঁটাতার ভুলে তার পিছনে ছুটতে থাকে। বেশ কিছুক্ষণ পর কিছুটা দূরে আবার তাকে দেখা যায়। ক্যপ্টেন তাৎক্ষনিক জাহাজ সেদিকে ঘুড়িয়ে আবার একটি লাইফ জ্যাকেট ছুড়ে দেয়। এক পর্যায়ে রবীন্দ্রনাথ লাইফ জ্যাকেট ধরতে পারে। এবং ধীরে ধীরে জাহাজের দিকে আসতে থাকে। জাহাজের কাছাকাছি আসলে ক্রেন ফেলে তাকে জাহাজের উপর তোলা হয়।।।

তাকে জাহাজে তোলার দৃশ্যটি জাহাজের একজন নাবিক ভিডিওতে ধারণ করেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, রবীন্দ্রনাথকে যখন সফল ভাবে জাহাজে তোলা সম্ভব হয় তখন জাহাজের সকল নাবিকেরা খুশিতে চিৎকার করে উঠে। একজন মানুষের জীবন বাঁচানোর আনন্দে তারা আত্মহারা হয়ে যায়। একজন মৃত্যু মুখের যাত্রীকে জীবন ফিরে দেয়ার যে উত্তেজনা ভিডিওটি দেখলে আপনিও ফিল করতে পারবেন।।।।

ধন্যবাদ এমভি জাওয়াদের ক্যপ্টেনকে। ধন্যবাদ এমভি জাওয়াদে উপস্থিত সকল নাবিককে। একজন মানব সন্তানকে জীবন ফিরিয়ে দিয়ে মানবতার যেই উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন তা পৃথিবীবাসীকে আরো বেশি মানবিক হতে শেখাবে। মানুষে মানুষে ভেদাভেদ ভুলতে শেখাবে। মানুষ হতে শেখাবে।

© পোস্ট

12/07/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

হরগজ বাজার থেকে হরগজ মাদ্রাসা রোডে, একটি মানিব্যাগ পাওয়া গেছে। মানিব্যাগে টাকা, মোবাইল সীমকার্ড, একটা মাস্ক পাওয়া গেছে।উ...
27/02/2024

হরগজ বাজার থেকে হরগজ মাদ্রাসা রোডে, একটি মানিব্যাগ পাওয়া গেছে।
মানিব্যাগে টাকা, মোবাইল সীমকার্ড, একটা মাস্ক পাওয়া গেছে।
উপযুক্ত প্রমান দিয়ে, মানিব্যাগ সংগ্রহ করুন।

প্রাপ্তি স্থানঃ
#লাল_সবুজ_ফার্মেসি
#হরগজ #বাজার
#সাটুরিয়া #মানিকগঞ্জ
#ফোনঃ ০১৭৪০৬১৯১৬০

Address

Manikganj

Telephone

+8801740619160

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lal Shobuj Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share