15/07/2024
তোমার অভাব বোধহচ্ছে খুব।
মেঘলা আকাশ, প্রচন্ড।
থেমে থেমে নেমে আসছে পশলা পশলা বৃষ্টি।
এমন সময় আমার খুব মন খারাপ হয়, জানো?
ইচ্ছে হয়, দূরে কোথাও চলে যাই।
নিজেকে প্রচন্ত ব্যর্থ মনে হয়, প্রচন্ড।
'আপনি','তুমি'কিম্বা কোনো এক 'তুই' অভাব বোধহয়।
যদি তোমায় বলতাম,
চলো, হেটে যাই, নগ্ন পায়ে।
ইটের কাদামাখা-মাখি করা রাস্তা ধরে,
দিগন্ত থেকে দিগন্তে। হাঁটতে তুমি? আমার হাত ধরে?
প্রচন্ড বৃষ্টির মাঝে?
নাকি ফিরিয়ে দিতে? বিরক্তিভরা চোখে।
ফিরিয়ে দাও, বিরক্ত হও;
'উফফফ' জ্বালাময়ী কন্ঠে।
আমি তো শুধু দুজনে একাকী ভিজতে চেয়েছিলাম।
ঘাসের উপর বসে গল্প জুড়ে দিতে চেয়েছিলাম।
দুজনে কাকভেজা হয়ে কাঁপতে চেয়েছিলাম।
প্রকৃতিতে মিলতে চেয়েছিলাম, তোমায় নিয়ে।
জ্বর হলে বোধহয় ঘোরের মাঝে তোমায়ই খুঁজতাম,
তুমি কি করতে, জানা হয়নি।
জানতেও চাই না।
বাস্তবে না থাকো,
শুধু কল্পনায় থেকো, স্বপ্নে থেকো।
যৌনসুখে চাইনি তোমায়,
শুধু মৌন সুখে থেকো।
একই সাথে নাইবা ভিজলে,
নাইবা হলো ঘাস ছোঁয়া, হাত ছোঁয়া,
গল্প খাওয়া, হারিয়ে যাওয়া; দিক থেকে দিগন্তে।
শুধু কোনো এক মন খারাপের রাতে,
আকাশ দেখে আমায় ভেবে,
একটু হেসে দিও।
প্রিয়, ভালোবাসা নিও।
ইতি,
হারিয়ে যাচ্ছি