
16/01/2024
পিচ্চি বউ
S A ShaHiNuL AkAsH
সিজন ৩
পর্ব ০২
আমি ইশারায় স্মাইল দেয়ার ইঙিত করলাম। তিথি হেসে দিলো।
আসলে নিলাক আমি টাকার মাধ্যমেই বিয়ে করেছি। বিয়েতে কোনো ইন্টেরেষ্ট ছিল না আমার। নিজেদের কোম্পানি আর ব্যবসা দেখাশুনা করেই বয়স পেরিয়ে যাচ্ছিল। এখনতো ২৬এ এর কৌটায় পড়ে গেছে। মা-বাবা তাড়া করল বিয়ের জন্য। কি আর করা বিয়ের জন্য মেয়ে দেখা শুরু হলো। সেদিন অফিস থেকে বেরনোর সময় দেখলাম দাড়ওয়ান চাচা বসে কাঁদছেন। আমি এগিয়ে গিয়ে চাচার কাধে হাত রাখলাম।
--কি হয়েছে চাচা?
চাচা চোখের পানি মুছে নিলেন। মুখে হাসি ফুটিয়ে বললেন,
---কিছু না সাহেব।
--আমি রেগে গেলাম,
চাচা, আপনিতো জানেনই আমি মিথ্যা বলা পছন্দ করি না। তবুও তুমি….
চাচা কেঁদে দিলেন।
---সাহেব, কি বলমু? মাস শেষে যা বেতন পাই তা দিয়ে আগে চললেও এখন আর চলে না। মেয়ের লেখাপড়া, ঘরভাড়া। এখনতো দুইদিন ধরে চুলোয় আগুনও জ্বলছে না। আমার মাইয়াটা না খাইয়া মইরা যাইব। হাতে টাকা কড়িও নাই।
---আমি রাগ দেখিয়ে বললাম,
তুমি আমাকে বলতে পারতে। আর সাহেব সাহেব কি? আমি ছেলের মতো তোমার। নাম ধরেই ডাকবে। আর এই নাও টাকা এগুলো দিয়ে তোমার বাসা ভাড়া আর কিছু খাবার নিয়ে বাসায় যাও। আজ আর কাজ করতে হবে না…
চাচা কেঁদে দিলেন।
--আহা, কাঁদছ কেনো?
--তুমি মানুষ না বাবা ফেরেস্তা।
---এরকম বলতে নেই। এখন যাও বাসায়।
আমি এগিয়ে যেতেই তিনি আমার হাত ধরলেন।
---কিছু বলবে চাচা?
--চাচা আমার পায়ে পড়ে গেলেন।
--- বাজান তোমার মা- বাবা তো তোমার জন্য মেয়ে দেখছে। আমার মাইয়াটারে তুমি বিয়া কইরা নেও বাজান। দুই বেলাতো খাইতে পারবে।
---আরে চাচা উঠুন কি করছেন?
--না, বাবা। তুমি আমার মেয়েকে বিয়া কইরা নাও। আমার মাইয়াটা খুব সুন্দর। আপনার পছন্দ হইব।
----চাচা, লাগবে না। তুমি বিপদে পড়লে বইল আমি এমনিতেই সাহায্য করব।
--না, বাবা। তুমি বিয়া কইরা নেও।
--আরে চাচা পায়ে পড়ছেন কেনো? আচ্ছা, আমি দেখছি।
--তারপর আর কি? নিলাকে বিয়ে করে নিলাম। আসলেই মেয়েটা খুব পিচ্ছি।
( বর্তমানে)
সেদিন কলেজ থেকে আসার পর নিলার গায়ে অনেক জ্বর চলে আসে। আমি তাকে বিছানায় শুয়ে দিতে গিয়েই,নিলা বলে উঠে
---আপনি আমাকে একটুও ভালবাসেন না। আমি কি খুব খারাপ? আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য না।
--- আমি তো অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি,
--এই আপনি কথা বলছেন না কেনো? আমি সত্যিই খারাপ। আপনি আমাকে ভালোবাসেন প্লিজ। ( কাঁদতে কাঁদতে বলল)
আমার আর বুঝতে