12/03/2024
প্রথম দুয়াঃ
ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
বাংলা উচ্চারণঃ যাহাবায যামাউ, ওয়াব তাল্লাতিল উরুক্বু ও ছাবাতাল আজরু ইনশাআল্লাহ্।
অর্থঃ তৃষ্ণা দূর হয়ে গেল, শিরা-উপশিরা সিক্ত হল এবং ইনশাআল্লাহ্, সওয়াব সাব্যস্ত হল।
উক্ত দুয়াটি ইবনে উমার (রাঃ) এর বর্ণনাসূত্রে আবু দাঊদ শরীফে উল্লেখ আছে। আলবানী ‘সহিহ আবু দাউদ গ্রন্থে’ হাদিসটিকে হাসান আখ্যায়িত করেছেন)
দ্বিতীয় দুয়াঃ
اللَّهُمَّ اِنِّى لَكَ صُمْتُ وَبِكَ امنْتُ وَ عَلى رِزْقِكَ اَفْطَرْتُ
বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি লাকা সুমতু, ওয়াবিকা আমানতু ওয়া আলা রিযকিকা আফতারতু।
অর্থঃ হে আল্লাহ! আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার রিজিক দ্বারা ইফতার করছি।
(উক্ত দুয়াটি মুয়ায বিন যাহারার বর্ণনাসূত্রে আবু দাঊদ শরীফে পাওয়া যায়। এটি একটি যয়ীফ বা দুর্বল হাদীস)
যারা হাদীসশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন, যয়ীফ হাদীসের চেয়ে হাসান হাদীস বেশি গ্রহণযোগ্য। তাই প্রথম দুয়াটি পড়াই বেশি যুক্তিযুক্ত। আল্লাহ ভাল জানেন।