Simmy's Highlights

Simmy's Highlights Travelling throughout the verities of life❤️

এখন সব কিছুই স্মৃতি 😊
15/07/2025

এখন সব কিছুই স্মৃতি 😊

ছবিটা ভালো করে দেখুন। হাত এবং পায়ের চামড়া ফেটে গেছে, মাংস গলে ফাঁকা হয়ে গেছে। ৬/৭ মাস ধরে এভাবে তার ফ্ল্যাটে মরে পড়ে আছে...
12/07/2025

ছবিটা ভালো করে দেখুন। হাত এবং পায়ের চামড়া ফেটে গেছে, মাংস গলে ফাঁকা হয়ে গেছে। ৬/৭ মাস ধরে এভাবে তার ফ্ল্যাটে মরে পড়ে আছে পাকিস্তানি এক অভিনেত্রী হুমাইরা আসগর। এতগুলা দিন ধরে একটা মানুষ উধাও অথচ কেউ জানেনা। বেঁচে আছে নাকি মরে গেছে খোঁজ নেবার মতও কেউ নাই। অথচ ক্যামেরার সামনে কত মানুষের সাথে এদের দেখা যায়। কত ভক্তবৃন্দ!!

এখান থেকে একটা শিক্ষা নিতে পারি...
পর্দায় যাদেরকে আমরা দেখে ভাবি না জানি কত আয়েশে আছে তারা। দামী দামী পোশাক, গাড়ি-বাড়ি, জুয়েলারি, সাজানো ঘর কি নেই! আহ কত সুখে। ভ্লগিং করে করে জিরো থেকে হিরো হয়ে যাচ্ছে একেকজন। আর আমরা সেই এক জামা ২/৩ বছর ধরে পরছি। একটা সাধারণ ড্রেস, জুতা, ব্যাগ কিনতে গেলেও কতবার ভাবতে হয়!

বিশ্বাস করেন এই দামী ড্রেস, জামা, জুতার মধ্যে কোনো সুখ নাই যদি থাকত তাইলে তারা এভাবে মরে পড়ে থাকত না। সত্যিকার অর্থে তারা একা, অসহায়, যতই বিলাসী জীবন কাটাক তাদের মনে শান্তি নাই। কারণ তারা তাদের রব থেকে অনেক দূরে।

আমাদের হয়তো অত বিলাসী জীবন নাই কিন্তু ১ঘন্টা বাইরে থাকলে এর ভিতরে মা-বাবা কতবার যে ফোন দিয়ে খোঁজ নেয়। বড় ভাইবোন থাকলে চিল্লাচিল্লি করে। রাগ দেখায়। হয়তো আমাদের বাড়ি এত আলিশান না, জামাকাপড় দামি না কিন্তু আমাদের অন্তরে শান্তি আছে। বিশ্বাস করেন, ভালো থাকার জন্য এতটুকুই যথেষ্ট।

এখান থেকে আরো একটা শিক্ষা নিন...
এ তো গেলো দুনিয়ার কথা। বডিটার দিকে তাকান দেখেন আশে পাশে কত লক্ষ পোকা। এই বডিকে সুন্দর করতে তার কত পরিশ্রম করতে হয়েছে, গ্ল্যামারস ধরে রাখতে কত দামী দামী প্রোডাক্ট ব্যবহার করতে হয়েছে। কি পরিমান এফোর্ট দিয়েছে অভিনয়ে। আজ তার কিছুই কাজে লাগেনি। তার আমল সে যত টুকু করেছে সেটুকুই তার সম্বল। তাই সব মেয়েদের জন্য এটা শিক্ষা, গ্ল্যামার কখনও জীবন নয় জীবন সেটাই যা আল্লাহ ও রাসুল শিখিয়েছেন। মানুষের কিসের এত অহংকার? হে মানুষ কিসে তোমাকে তোমার রব থেকে ভুলিয়ে রাখলো।

©Sadia Samha

এই খাবারটা কে কে পছন্দ করো ?
11/07/2025

এই খাবারটা কে কে পছন্দ করো ?

মাঝে মাঝে ইচ্ছা হয়,জীবনের সব মায়া ত্যাগ করে শুধু ঘুরে বেড়াই ।
10/07/2025

মাঝে মাঝে ইচ্ছা হয়,জীবনের সব মায়া ত্যাগ করে শুধু ঘুরে বেড়াই ।

চেহারার মায়ায় পড়ে চোখ দুটি ভুললে চলবে না 🥹💕
08/07/2025

চেহারার মায়ায় পড়ে চোখ দুটি ভুললে চলবে না 🥹💕

বছরের প্রথম সমুদ্র দেখা ।🥹🌊
06/07/2025

বছরের প্রথম সমুদ্র দেখা ।🥹🌊

বলতে পারেন সূর্যাস্তের সময় মানুষ কেনো সমুদ্রের সবচেয়ে নিকটে যাওয়ার চেষ্টা করে ? বেশি কাছে থেকে সুখ দেখতে ।
05/07/2025

বলতে পারেন সূর্যাস্তের সময় মানুষ কেনো সমুদ্রের সবচেয়ে নিকটে যাওয়ার চেষ্টা করে ? বেশি কাছে থেকে সুখ দেখতে ।

এই অভদ্র মেয়ের বিরুদ্ধে খুব তারাতারি আইনি পদক্ষেপ নিবো ।যে সব কথা আমাকে কমেন্টে বলেছে এইগুলো কোনো ভদ্র ফ্যামিলির মেয়ের...
04/07/2025

এই অভদ্র মেয়ের বিরুদ্ধে খুব তারাতারি আইনি পদক্ষেপ নিবো ।
যে সব কথা আমাকে কমেন্টে বলেছে এইগুলো কোনো ভদ্র ফ্যামিলির মেয়ের বলতে পারে না ।

04/07/2025

Address

Manikganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Simmy's Highlights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share