
16/09/2025
অদ্য ১৬/০৯/২৫ ইং রোজ মংগলবার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়ে মানিকগঞ্জ পুলিশ সুপার মোসা: ইয়াসমিন খাতুন এর নিকট থেকে সম্মাননার ক্রেস্ট উপহার পেয়েছেন সিংগাইর থানার এ এস আই মো: শরীফ হোসাইন। বিগত জুলাই মাসেও তিনি জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল অফিসার হিসেবে নির্বাচিত হয়ে মানিকগঞ্জ পুলিশ সুপারের নিকট থেকে তিনি এ সম্মাননা গ্রহন করে ছিলেন। অদ্য ১৬/০৯/২৫ ইং ক্রাইম কনফারেন্স অনুষ্ঠানে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এ এস আই শরীফ পর পর দুইবার এই সম্মাননা পদক গ্রহন করেছেন।
#মানিকগঞ্জ #মানিকগঞ্জপুলিশসুপার #জেলাপুলিশ #পুলিশ #সম্মাননা #পদক #ক্রেস্ট #সিংগাইর
মানিকগঞ্জ জেলা জেলা পুলিশ ঢাকা-District police Dhaka