
28/06/2024
বেকারত্ব থেকে মুক্তির উপায় কি?
ব্যাপারটা দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা এমন যুগে বাস করছি যেখানে শিক্ষার হার এবং বেকারত্বের হার সমান তালে বেড়ে চলছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপ অনুসারে স্নাতকোত্তর ডিগ্রীধারীদের ৩৩ শতাংশের বেশি পুরোপুরি বেকার। এর বড় কারণ হিসেবে দক্ষতার অভাবকে চিহ্নিত করা যায়। শিক্ষিত হলেও দেশের অধিকাংশ তরুণই প্রশিক্ষিত নন।
তাই মেধা ও শিক্ষা থাকা সত্ত্বেও বেকার হয়ে আছে আমাদের তরুণ প্রজন্ম।
সময় এসেছে এই দুটি ক্ষেত্রকে একত্রিত করার মাধ্যমে বেকারত্বের অভিশাপ থেকে দেশকে মুক্তি করার। বর্তমানে দেশের আইটি নির্ভর সেক্টর গুলোতে হু হু করে বাড়ছে দক্ষ মানব শক্তির চাহিদা।
👉ডিজিটাল মার্কেটিং
👉গ্রাফিক ডিজাইন
👉রাইটিং এন্ড ট্রান্সলেশন
👉মিউজিক এন্ড অডিও
👉প্রোগ্রামিং এন্ড টেকনোলজি
👉ভিডিও এন্ড এনিমেশন
সহ এগুলোর সাব সেক্টর গুলোতে দেশীয় এবং ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে লাখে লাখে দক্ষ জনশক্তির চাহিদা আছে; নেই শুধু দক্ষ জনশক্তি।