Study with Orin

Study with Orin Bcs, bank, Pharmaceutical job with other job and University, Medical admission preparation

15/02/2025

অনেক দিন গ্যাপ দিয়ে পড়ার চেয়ে রুটিন করে নিয়মিত ৪-৫ ঘন্টা ১ বছর সময় নিয়ে পড়লে চাকরি পাবার আশংকা অনেক বেড়ে যায়।

02/12/2024

আমি যেভাবে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি:

প্রথমত: দৈনিক পড়াশোনা-
আমি দৈনিক ৮-১০ ঘণ্টা পড়ালেখা করি। তবে, এক্ষেত্রে আমি রাত ১০টা থেকে শুরু টানা ৩ঘণ্টা পড়াশোনা করতাম। পরের কিছুক্ষণ আরাম করতাম। তারপর রাত ২টা থেকে পড়া শুরু করতাম ফজরের আজান না হওয়া পর্যন্ত। নামাজ পড়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সকাল ৮/৯টা পর্যন্ত পড়তাম। তারপর ঘুমের রাজ্যে চলে যেতাম।

এতকিছু বলার কারণ হলো, কেউ রাতে পড়াশোনা করতে আরামদায়ক মনে করে। আবার কেউ দিনে পড়াশোনা করতে আরামদায়ক বোধ করে। যে সময় পড়েন না কেন, দৈনিক কতঘণ্টা পড়াশোনা করতেছেন এটা বড় কথা।

দ্বিতীয়ত: বিষয়ভিত্তিক পড়াশোনা -
আমি প্রতিটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মনে করে পড়াশোনা করেছি।
[পরামর্শ: কোন সাবজেক্ট সহজ বলে মনে করে স্কিপ করবেন না।]

বাংলা: (৩৫ নম্বর)
১. নবম-দশম শ্রেণির ব্যাকরণ
২. অভিযাত্রী (বাংলা ব্যাকরণ ও সাহিত্যের জন্য)
৩. ATM একটানা মুখস্থ

[পরামর্শ: মনে রাখবেন, বাংলায় ব্যাকরণ, সাহিত্য এবং বিরচন প্রতিটি অধ্যায় গুরুত্বপূর্ণ।]

ইংরেজি: (৩৫ নম্বর)
১. Master English
২. The Comparative Exam
৩. Smart Vocabulary
৪. A Gateway to English Literature
(এছাড়া আর কোন বই প্রয়োজন নেই! অযথা বই কিনে টাকা নষ্ট করবেন না।)

সাধারণ জ্ঞান: (৫০ নম্বর)
১. জর্জ MP3 (বাংলাদেশ + আন্তর্জাতিক)
২. প্রিসেপটর্স সাম্প্রতিক হাইলাইটস
৩. কারেন্ট অ্যাফেয়ার্স
আমি নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম। এই বইগুলো পড়লেই যথেষ্ট।
[পরামর্শ: কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত পড়ার দরকার নাই। তবে নিয়মিত পড়লে আপনার দক্ষতা বাড়বে]

ভূগোল: ১০
ভূগোলের জন্য কোন গাইড পড়ি নাই। বোর্ড বই পড়েছি।
[পরামর্শ: সহায়ক হিসেবে বেসিক ভিউ বইটি পড়তে পারেন।]

নৈতিকতা ও সুশাসন (ভূগোল এর অনুরূপ): ১০
নবম-দশম বা একাদশ-দ্বাদশ শ্রেণির পৌরনীতি ও সুশাসন বইটা পড়েছি।

কম্পিউটার: ১৫ নম্বর
১. আলাল’স কম্পিউটার
[পরামর্শ: এই বইটা ভালোভাবে পড়লেই হবে। তবে ভুলেও শর্টকাট পড়বেন না।]

গণিত: ১৫ নম্বর
১. নবম-দশম শ্রেণির গণিত বই
২. খাইরুল’স ম্যাথ বই
আমি অবসর সময়ে সবসময় অংক করি। আমি নবম দশম শ্রেণির গণিত বইটি চিবিয়ে চিবিয়ে খেয়ে পেলেছি। কারণ, আমি জানতাম নবম-দশম শ্রেণির গণিত বই থেকে হুবহু কমন আসে।

মানসিক দক্ষতা: ১৫ নম্বর
১. জর্জ মানসিক দক্ষতা

বিজ্ঞান: ১৫ নম্বর
১. ৮ম, ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান বই
২. MP3 দৈনন্দিন বিজ্ঞান

05/11/2024
02/11/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

🍁 একাদশ- দ্বাদশ শ্রেণির  গুনগত রসায়নের নোট🍁
18/04/2024

🍁 একাদশ- দ্বাদশ শ্রেণির গুনগত রসায়নের নোট🍁



🍁উচ্চতর গণিত 🍁
30/03/2024

🍁উচ্চতর গণিত 🍁


স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ পরীক্ষার প্রশ্ন।  ফার্মেসি কাউন্সিল পরীক্ষার প্রস্তুতিতেও কাজে ...
06/03/2024

স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ পরীক্ষার প্রশ্ন।
ফার্মেসি কাউন্সিল পরীক্ষার প্রস্তুতিতেও কাজে দিতে পারে।

🍁বাংলা ২য় পত্র (কারক) 🍁
04/03/2024

🍁বাংলা ২য় পত্র (কারক) 🍁


🍁মজার ছন্দে বিদেশী ভাষার শব্দ মনে রাখার সহজ টেকনিক 🍁
03/03/2024

🍁মজার ছন্দে বিদেশী ভাষার শব্দ মনে রাখার সহজ টেকনিক 🍁


🍁 একাদশ- দ্বাদশ শ্রেণির  মহাকর্ষ ও অভিকর্ষ  অধ্যায়ের নোট🍁
03/03/2024

🍁 একাদশ- দ্বাদশ শ্রেণির মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের নোট🍁


Address

Manikganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Study with Orin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share