A.R Imran Khan blogs

A.R Imran Khan blogs ক্ষণস্থায়ী এই জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত স্থায়ী জীবনের জন্য নিজেকে তৈরি করা।
(3)

08/05/2025

আমার পছন্দের একটা গজল আশা করি আপনাদেও ভালো লাগবে।

08/05/2025

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন।

01/02/2025
01/02/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার কলিজার সকল বন্ধুরা যারা আমাকে মন থেকে একটু হলেও পছন্দ করেন, আমার A.R Imran Khan blogs প্রবলেম হয়ে যাওয়ার কারণে কন্টিনিউ করতে পারতেছি না, আপনাদের ভালোবাসা ছেড়ে দূরে ও থাকতে পারতেছি না এজন্য নতুন পেজে খুলেছি। ইমরান ভাই 2.0 সবাই একটু ভালোবাসা দিয়ে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আমিও আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের সাথে যুক্ত থাকব। ইন শা আল্লাহ

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ শুভ জুম্মা মোবারক। আমরা যারা অনলাইন প্লাটফর্মে কাজ করি সবাই ভালোবাসার পূজারি সবার কাছেই ব...
31/01/2025

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ শুভ জুম্মা মোবারক। আমরা যারা অনলাইন প্লাটফর্মে কাজ করি সবাই ভালোবাসার পূজারি সবার কাছেই বস্তা বস্তা ভালোবাসা নেওয়ার মানুষ খুবই কম। তাই আসুন সবাই সবার পাশে থেকে নিজেদের লক্ষ্য পূরণের জন্য মিলেমিশে কাজ করি। আল্লাহ চাইলে অবশ্যই সফলতা আসবে ইনশাল্লাহ।

30/01/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

শতাব্দীর গল্প, Mohammed Ullah

30/01/2025

এমন খাবার দোকান বাংলাদেশের কোথাও আছে কিনা আমার জানা নাই।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুভ সকাল প্রাণপ্রিয় সকল বন্ধুরা। আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান রবের দরবারে, একজন কন্য...
30/01/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুভ সকাল প্রাণপ্রিয় সকল বন্ধুরা। আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান রবের দরবারে, একজন কন্যা সন্তান বাবার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আসে। ১৮ মাসের আমার এই সন্তান তার কর্মে আমার মনটা খুশিতে ভরে যায়। তার হাসিতে কলিজায় জান্নাতের সুখ অনুভব করতে পারি। বাবা হিসেবে আমার দায়িত্ব তাকে যেন আল্লাহ সুবহানাতায়ালার রাস্তায় মানুষের মত মানুষ করে গড়ে তুলতে পারি আল্লাহ সুবহানাতায়ালা যেন আমাকে সেই তৌফিক দান করেন। দোয়া করি সকল বন্ধুদের জন্য প্রতিটি সন্তান যেন বাবা-মার জন্য শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হতে পারে।

আসসালামুয়ালাইকুম জানিনা জীবনে কখন সন্ধ্যা নেমে আসবে। দিন থাকতেই যদি জীবনের সমস্ত আলো অন্ধকারে ঢেকে যায়। তবে ক্ষমা করে ...
28/01/2025

আসসালামুয়ালাইকুম জানিনা জীবনে কখন সন্ধ্যা নেমে আসবে। দিন থাকতেই যদি জীবনের সমস্ত আলো অন্ধকারে ঢেকে যায়। তবে ক্ষমা করে দিয়েন, জীবন চলার পথে, কত জনের পথের কাঁটা হয়েছে জানিনা কতজনের মনের কষ্ট দিয়েছি সেটাও জানি না। সজ্ঞানে অন্যের ক্ষতি করা ছেড়ে দিয়েছি অনেক আগে। যখন থেকে মৃত্যুর ভয় ভিতরে তৈরি হয়েছে তখন থেকে। বাকি জীবনে কখনোই চাইবো না আমার দ্বারা কারো ক্ষতি হোক। তবুও জীবন চলার পথে কারো যদি ক্ষতির কারণ হয়ে থাকি নিঃস্বার্থভাবে ক্ষমা করে দিয়েন।

🫶🫶🫶🫶🌺শুভ রাত্রি 🌺🫶🫶🫶🫶

Address

Manikganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.R Imran Khan blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category