Md Alamin Islam

Md Alamin Islam ছোট বেলায় মায়ের শাসন ভয় পেতাম
আর এখন ভয় পাই মায়ের চোখের পানি �

05/06/2025
আল্লাহু এক ও অদ্বিতীয় তার কোন শরীক নেই। যুগের পর যুগ ইসলাম যে একটা শান্তিপূর্ণ ধর্ম তা আবার প্রমাণ হয়ে গেল, আল্লাহু আক...
27/05/2025

আল্লাহু এক ও অদ্বিতীয় তার কোন শরীক নেই।

যুগের পর যুগ ইসলাম যে একটা শান্তিপূর্ণ ধর্ম তা আবার প্রমাণ হয়ে গেল, আল্লাহু আকবার,,

লিবিয়ার তরুণ হজ্জযাত্রী আমেরের এক অসাধারণ ঘটনা শেয়ার করছি। হজের উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছার পর নামের মিল না থাকায় নিরাপত্তা কর্মকর্তারা বললেন, “আপনার নাম ঠিক করার চেষ্টা করছি, একটু অপেক্ষা করুন।” অন্য যাত্রীরা বোর্ডিং শেষ করে বিমান ঊড্ডয়ন করল, কিন্তু আমের অপেক্ষায় আটকে রইলেন।

কিছুক্ষণ পর তার নামের সংশোধন হলে—পাইলট দরজা খুলতে অস্বীকার করলেন এবং বিমান উড়ে গেল। নিরাপত্তা কর্মকর্তারা সান্ত্বনা দিলেন, “আল্লাহ হয়তো অন্য পরিকল্পনা করে রেখেছেন,” কিন্তু আমের বললেন, “ইনশাআল্লাহ, আমি হজ করবই।”

অপ্রত্যাশিতভাবে বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দেয়, বিমান ফিরে আসে, মেরামত করা হয়, কিন্তু দরজা তখন ও খোলা হল না। আমের কখনো হাল ছাড়েননি, “ইনশাআল্লাহ, আমার পথই তৈরি হবে,” —বারবার এই প্রত্যয় জানিয়ে চললেন।

তৃতীয়বার বিমান যখন ফিরে এলো, তখন পাইলট নিজেই ঘোষণা করলেন, “আমের ছাড়া আমি উড়ব না।” অবশেষে সবাই মিলে তার সঙ্গে স্মৃতি ছবি তুলে নিরাপদে মক্কায় পৌঁছালেন। আল্লাহর শুকরিয়ায়, সব বাধা পেরিয়ে তার হজ স্বপ্ন সফল হলো। আলহামদুলিল্লাহ

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

27/05/2025

জ্বিন ও ভূত তাড়ানোর আমল

জ্বিনগ্রস্ত রোগী বেহুশ হলে নিম্নলিখিত চেহেলক্বাফ তিনবার পড়ে কিছু সরিষার তেলে ফুঁক দিবে। ঐ তেল জিন ও ভূতগ্রস্ত রোগীর উভয় নাক ও কানের মধ্যে দিয়ে শাহাদাত আঙ্গুলের দ্বারা কানের মধ্যে প্রবেশ করিয়ে জোরে চেপে ধরবে এবং ঐ তেল রোগীর পায়ে বহুদিন পর্যন্ত মালিশ করবে।

كَفَاكَ رَبُّكَ كَمْ يَكْفِيكَ وَائِفَةً كِفْعًا فَهَا كَكَمِيْنَ كَانَ مِنْ كُلْكٍ تَكِرُ كَذَا الكَرِ الكَرِ فِي تَيْكَ مُشَكْشَكَةً كُلْكُكِ كَفَاكَ مَا بِي كَفَاكَ الْكَافَّ كُرْبَتَهُ يَا لَوْ كَبًا كَانَ يَحْكِي كَوْكَبَ الْفَلَكِ .

উচ্চারণ : কাফাকা রব্বুকা কাম ইয়অকফিকা ওয়াকিফাতান কিফকা ফুহা কাকামীন কানা মিন কালুকিন তাবিরু কাবরান কাকাররিল কাররি ফী কাবাদিন তাহকী মুশাকশাকাতান কালুকলুকি লাকাকিন কাফাকা মাকি কাফাকাল কাফফা কুরবাতাহু ইয়া কাওকাবান কানা ইয়াহকি কাওকাবাল ফালাক।

ফুল গাছেই সুন্দর 🥰
26/05/2025

ফুল গাছেই সুন্দর 🥰

চাচা মনে হয় ভুল করে চাচীর জুতা পরে আসছে🙂
22/05/2025

চাচা মনে হয় ভুল করে চাচীর জুতা পরে আসছে🙂

তা-বিজ আ*-পা 😐 মামা 👈😂
10/05/2025

তা-বিজ আ*-পা 😐 মামা 👈😂

মানুষ হইতে পারলাম কই 😅😤
09/05/2025

মানুষ হইতে পারলাম কই 😅😤

Address

Manikganj
Manikganj
1800

Telephone

+8801603853011

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Alamin Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Alamin Islam:

Share