Soul of Nature

Soul of Nature প্রকৃতির গল্প🌱, হৃদয় ছোঁয়া ভিডিও ও ছবি🌿 দেখতে পাশেই থাকুন😇

Nature l calm l life l videos l Bangladesh
(2)

💥🌸
11/10/2025

💥🌸

09/10/2025

এটা কার বা'সর ঘর হতে পারে? 🧐

09/10/2025

বাংলাদেশ 🇧🇩⚽💥

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে....১ কাঠা = ৭২০ বর্গফুট।১ কাঠা = ৮০ বর্গগজ।১ কাঠা = ১.৬৫ শতাংশ।১ কাঠা = ১৬ ছটাক।২০ কাঠা = ১...
07/10/2025

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে....
১ কাঠা = ৭২০ বর্গফুট।
১ কাঠা = ৮০ বর্গগজ।
১ কাঠা = ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
২০ কাঠা = ১ বিঘা।
৬০.৫ কাঠা = ১ একর।
=========================

১ একর = ১০০ শতাংশ।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।
=========================

১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ২০ কাঠা ।
১ বিঘা = ৩৩ শতাংশ।
=========================

১ শতাংশ =৪৩৫.৬ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি।
১ শতাংশ = ১০০ অযুতাংশ।
৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট ।
=========================

১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি।
১ ছটাক = ৪৫ বর্গফুট।
=========================
চট্টগ্রামের অধিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী।
১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।
=========================

১ গন্ডা = ১৬৯৯০ বর্গফুট।
১ গন্ডা = ২ শতাংশ।
১ গন্ডা = ১.২১ কাঠা।
২০ গন্ডা = ১ কানি ।
=========================

কানিঃ
কানি দুই প্রকার। যথা- (ক) কাচ্চা কানি (খ) সাই কানি
কাচ্চা কানি
: ৪০ শতকে এক বাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।
সাই কানিঃ
এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।

কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর
১ কানি = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১৯৩৬ বর্গগজ
১ কানি = ১৬১৯ বর্গমিটার
১ কানি = ৪০ বর্গ লিঙ্ক
১ একর = ১০ বর্গ চেইন
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট
বিঘা-কাঠার হিসাব
১ বিঘা = (৮০ হাত × ৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ১৬ ছটাক
১ ছটাক = ২০ গন্ডা

উপরোক্ত পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন আপনার ফ্ল্যাটটির পরিমাপ। তারপরও আপনাদের সুবিধার্থে আরও সহজভাবে তুলে ধরা হলো।
* ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ বর্গফুট।
* ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ বর্গফুট।
* ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ বর্গফুট।
এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনি আপনার জায়গায় কোন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, রাজউক ইমারত নির্মাণ আইনে মোট জমির এক তৃতীয়াংশ জায়
Follow 👉 of Nature

07/10/2025

এমন টা কার কার সাথে হয়েছে হাত তুলুন 😩

#এলাম

ছেলেকে বিদেশে পাঠানোর জন্য দুই বছর আগে এলাকার বোরহান নামে এক ব্যক্তির কাছ থেকে সু/দের ওপর ৭০ হাজার টাকা নিয়েছিলেন বৃ/দ্ধ...
07/10/2025

ছেলেকে বিদেশে পাঠানোর জন্য দুই বছর আগে এলাকার বোরহান নামে এক ব্যক্তির কাছ থেকে সু/দের ওপর ৭০ হাজার

টাকা নিয়েছিলেন বৃ/দ্ধ আলী আকবর (৭০)। কিন্তু দুই বছরেও সেই টাকা পরি/শো/ধ করতে পারেননি তিনি। এরই মধ্যে সু/দের টাকার পরিমাণ বে/ড়ে দাঁড়িয়েছে দেড় লাখে। সঠিক সময়ে টাকা পরিশোধ না করায় বোরহান বৃ/দ্ধ আলী আকবরকে এলাকার

একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বেঁ/ধে রাখেন।
এই অপমান সহ্য করতে না পারায় বৃ/দ্ধ আলী আকবর অ/সু/স্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গতকাল সোমবার কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘ/ট/না ঘ/টে/ছে।🥺 এটা কি ঠিক হয়েছে? হায়রে মানুষ

06/10/2025

শয়তান বা'চ্চা কি করলো😱😆

A.  special person born. in October🦋🌱
01/10/2025

A. special person born. in October🦋🌱

একটা টেনিস বলের দাম ছিল ২০ টাকা, ওসাকা টেপের দাম ১৫ টাকা। আমরা ১০-১২ জন মিলেও সেই ৩৫ টাকা জোগাড় করতে পারতাম না। কোনো না ...
29/09/2025

একটা টেনিস বলের দাম ছিল ২০ টাকা, ওসাকা টেপের দাম ১৫ টাকা। আমরা ১০-১২ জন মিলেও সেই ৩৫ টাকা জোগাড় করতে পারতাম না। কোনো না কোনো বড় ভাইয়ের শরণাপন্ন হওয়া লাগতো। সৃষ্টিজগতের সবচেয়ে বড় দুর্যোগ বলতে আমরা তখন বল হারানোকেই বুঝতাম। সারাদিনে যে কতবার ঘড়ির দিকে তাকাতাম, কখন মসজিদে আসরের আজান হবে, কখন খেলতে যাবো।

এখন চাইলেই সময় ম্যানেজ করা সম্ভব। চাইলে দোকানের সব বল আর টেপ- ই হয়তো কিনে ফেলা সম্ভব। কিন্তু সেই সময়ের সবাইকে এই জীবনে আবার একজায়গায় জড়ো করা হয়তো আর সম্ভব না। সেই কফি হাউজ নেই। কফি হাউজের সেই আড্ডা টা-ও আজ আর নেই। নিখিলেশ-মঈদুলরা যে যার জীবন নিয়ে ব্যস্ত। এখনো বিকাল হয়। এখনো মসজিদে আসরের আজান হয়। সেই সোনালী বিকাল আর আসে না। অস্তগামী সূর্য মনে করিয়ে দেয় সময় কিভাবে হারিয়ে যায়
Khalid Mithun

বার বার এই হতা'শার শেষ কোথায়? 😅💔
25/09/2025

বার বার এই হতা'শার শেষ কোথায়? 😅💔

25/09/2025

ছি 😥💔🇧🇩

Address

Manikganj
MANIKGANJ

Alerts

Be the first to know and let us send you an email when Soul of Nature posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Soul of Nature:

Share

Category