31/12/2024
আসসালামু ওয়ালাইকুম। আজকে হয়তো বছরের শেষ পোস্ট আমার। আমরা কেমন যেন তাইনা আমাদের জীবন থেকে অনেক অনেক দিন,অনেক মানুষ চলে গেছে যাদের সাথে আমরা একসাথে চলেছি।জীবনের পাপ ও কম করি নাই। আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে আমরা একবারও ভাবছি না।
আচ্ছা একটা মানুষ কত বছর বাঁচবে ?
মনে করেন, ৫০ বছর বাঁচবো আবার হয়তো আরেকটা দিন দেখতে নাও পারি। মনে করেন, যদি ৫০ বছর হয় তাহলে কি হয় দেখেন ২৫ বছর চলে গেল আর মাত্র ২৫ বছর আমার হাতে আছে ।
আজকে মাগরিবের নামাজ এর পরে কয়েকটা বাজির আওয়াজ পেলাম। পাশের গ্রামে বক্সের আওয়াজ পাচ্ছি । তারমানে কি করতেছি? আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে আমরা মৃত্যুর কাছাকাছি আর আমরা তার উদযাপন করতেছি 😭