17/08/2025
মানুষের কথায় মানুষ ভালোবাসে, কাছে আসে সুসম্পর্ক হয়।
সেই মানুষের কথাতে, অভিমানে মানুষ কষ্ট পায়। অভিমান করে অথবা দূরে চলে যায়।
কোন কিছুই দুনিয়াতে চিরস্থায়ী নয়। তাই ক্ষণস্থায়ী সময়টুকু না হয় ভালো করে কাটুক ভালোবেসে থাকুক। মায়ার বন্ধনে আটকে থাকুক। আগলে রাখুক।আগলে তো রাখতেই হয় ,
কারণ এটা তো বকুল ফুলের মালা সুগন্ধও ছড়ায় হালকা টানে ছিঁড়েও যায়।😭