M Tv Bangla

M Tv Bangla We provide best online news in manikganj.

14/03/2025
বরিশাল শহরের রফিক (৩০) সম্প্রতি সৌদি আরব থেকে ছুটিতে দেশে ফিরে তার শ্বশুরের জন্য সৌদি আরব থেকে উন্নত মানের কাফনের কাপড় ক...
04/01/2025

বরিশাল শহরের রফিক (৩০) সম্প্রতি সৌদি আরব থেকে ছুটিতে দেশে ফিরে তার শ্বশুরের জন্য সৌদি আরব থেকে উন্নত মানের কাফনের কাপড় কিনে আনেন। তিনি মনে করেছিলেন, এটি একটি পবিত্র এবং চিরকালীন উপহার, যা মৃত্যুর পর কাজে লাগবে। রফিকের স্ত্রী শিলা (২৫) এই উপহারকে অপমানজনক মনে করে শেষমেশ রফিককে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। হতাশ রফিক বলেন, “আমি তো শুধু ভালো কিছু করতে চেয়েছিলাম। কখনো ভাবিনি, এটি এমন বিপর্যয় ডেকে আনবে।”

এখন বয়ান রাখছেন মিজানুর রহমান আজহারী।যশোরের মাহফিল একটা ইতিহাস হতে যাচ্ছে। ২০ লাখের মত মানুষের সমাগম হতে যাচ্ছে৷  এখানে ...
03/01/2025

এখন বয়ান রাখছেন মিজানুর রহমান আজহারী।

যশোরের মাহফিল একটা ইতিহাস হতে যাচ্ছে।

২০ লাখের মত মানুষের সমাগম হতে যাচ্ছে৷ এখানে
কানাই কানাই ভর্তি মাহফিল মাঠ তবুও মানুষ এখনো যাচ্ছে 🥰🥰

সোজা কথা,সংক্ষিপ্ত কথা, চুড়ান্ত কথা,শেষ কথা, মিজান আবার আসবে, বিজয়ের বেশে আসবে।মাওলানা লুৎফুর রহমান সাহেবসবচেয়ে দুঃখের ব...
28/12/2024

সোজা কথা,সংক্ষিপ্ত কথা, চুড়ান্ত কথা,শেষ কথা, মিজান আবার আসবে, বিজয়ের বেশে আসবে।
মাওলানা লুৎফুর রহমান সাহেব

সবচেয়ে দুঃখের বিষয় মিজানুর রহমান আজহারী সাহেব এসেছেন কিন্তু আমাদের মাওলানা লুৎফুর রহমান সাহেব বেঁচে নেই।
আজকের এই দিনে হুজুর অনেক খুশি হতেন।
ইয়া রব আপনি হুজুরকে জান্নাত দান করুন, আমিন।

🚨লেজেন্ডস ৯০ লীগে ডুবাই জায়ান্টস এর হয়ে খেলবেন সাকিব আল হাসান!👀
28/12/2024

🚨লেজেন্ডস ৯০ লীগে ডুবাই জায়ান্টস এর হয়ে খেলবেন সাকিব আল হাসান!👀

এটা কোন ছবির দৃশ্য নয়, এটা গাজাবাসীদের 🥲
28/12/2024

এটা কোন ছবির দৃশ্য নয়, এটা গাজাবাসীদের 🥲

বাইকের পেছনে ছিল স্ত্রী আর সাত বছরের সন্তান। মাওয়া টোল প্লাজায় টাকা দেওয়ার সময় সন্তান বাবার কাছে আবদার করে, ‘বাবা আমি টা...
28/12/2024

বাইকের পেছনে ছিল স্ত্রী আর সাত বছরের সন্তান। মাওয়া টোল প্লাজায় টাকা দেওয়ার সময় সন্তান বাবার কাছে আবদার করে, ‘বাবা আমি টাকা দিবো।’

বাবা সন্তানের হাতে টাকা দেয়! ঠিক তখনই পেছন থেকে ছুটে আসা দ্রুত গতির বাস সবকিছু স্তব্ধ করে দেয়।

কাকতালীয় ভাবে ঐ বাবা বেঁচে গেলেও, তার চোখের সামনে মারা যায় স্ত্রী আর সন্তান।

ভদ্রলোক ঘটনার বিবরণ দিতে গিয়ে থেমে থেমে বললেন, ‘আমি তাকিয়ে দেখি আমার সন্তানের মাথার উপর দিয়ে বাসের চাকা চলে গেছে। আমার সন্তানের চোখ বেরিয়ে এসেছে। আর আমার বিবিকে চাকার সাথে বিঁধে টেনে নিয়ে গেছে।’

ক্যান ইউ ইমাজিন, যেখানে টোল প্লাজায় এন্ট্রি নেওয়ার অন্তত এক মিনিট আগে গাড়িকে ধীর গতিতে রুপান্তর করা উচিত, সেখানে একটি বাস বেপরোয়া ভাবে ছুটে আসলো!

আসোলে আপনি গতিশীল হোন, স্থির হোন, খালে থাকেন, বিলে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, বাসায় থাকেন, রাস্তায় থাকেন, কিচ্ছু মেটার করে না। আপনার মৃ ত্যু বিভৎস ভাবে হওয়ার সম্ভবনা ই বেশি। কারণ আপনি বাংলাদেশী!

27/12/2024

১২ লাখ সিম নেটওয়ার্ক এন্ট্রি হয়েছে আজহারী হুজুরের মাহফিল স্থলে।

গরম খবর,  হচ্ছেটা কি দেশে- পর্ব-১ মেরিনে নতুন রেকর্ড গড়লেন আকাশ মন্ডল ওরফে ইফরান ওরফে জজ মিয়া২.০১. একাই সবাইকে হত্যা করে...
27/12/2024

গরম খবর, হচ্ছেটা কি দেশে- পর্ব-১

মেরিনে নতুন রেকর্ড গড়লেন আকাশ মন্ডল ওরফে ইফরান ওরফে জজ মিয়া২.০

১. একাই সবাইকে হত্যা করেছে।
২. একাই নোঙ্গর তুলেছে।
৩. একাই ইঞ্জিন চালিয়েছে।
৪. একাই জাহাজ চালিয়ে নিয়ে গিয়েছে।
৫. একাই নৌকায় চড়ে পালিয়েছে।
এতগুলো কাজ একাই যে ব্যক্তি ঠান্ডা মাথায় করে নিরাপদে চলে গেলেন বাগেরহাট, কিন্তু তার কাছে কীভাবে ঘুমের ঔষধ পাওয়া যায় দুইপাতা?

তার ব্যাগে পাওয়া গেলো ভিকটিমের ৫ টা মোবাইল,রক্তমাখা নীল প্যান্ট।

অথচ, গত দুই দিনের খবরে বলা হয়েছে সবার মোবাইল ফোন, মানিব্যাগ গুলো জাহাজে যার যার কক্ষে পরে ছিলো।

এই রকম ইফরান একজন থাকলেই হয়। জাহাজ চালানোর জন্য মাস্টার, সুকানি, লস্কর প্রয়োজন নেই।

Address

Manikganj

Alerts

Be the first to know and let us send you an email when M Tv Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share